ভারতের জাতীয় পতাকা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
10টি উৎস উদ্ধার করা হল ও 0টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta10ehf1)
Flag_of_Azad_Hind.svg কে চিত্র:Flag_of_the_Indian_Legion.svg দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে, কারণ: File renamed: Criterion 3 (obvious error) · This was not the national flag of c:Azad Hind, but the flag of the Germa
২১ নং লাইন:
[[চিত্র:1921 India flag.svg|thumb|220px| কেন্দ্রে [[চরকা]] সম্বলিত এই পতাকাটি ১৯২১ সালে বেসরকারিভাবে গৃহীত হয়]]
[[চিত্র:1931 Flag of India.svg|thumb|220px|right| ১৯৩১ সালে গৃহীত পতাকা; এটি [[আজাদ হিন্দ ফৌজ|আজাদ হিন্দ ফৌজের]] যুদ্ধপতাকারূপেও ব্যবহৃত হয়]]
[[চিত্র:Flag of Azadthe HindIndian Legion.svg|thumb|220px|right| [[আজাদ হিন্দ]] পতাকা, [[নাৎসি জার্মানি]]র [[ফ্রি ইন্ডিয়া লিজিয়ন|ফ্রি ইন্ডিয়া লিজিয়নে]] প্রথম উত্তোলিত]]
ঊনবিংশ শতাব্দীতে ভারত ছিল [[ব্রিটিশ ভারত|ব্রিটিশ শাসনের]] অধীনে। [[ভারতের স্বাধীনতা আন্দোলন]] শুরু হওয়ার আগে বিভিন্ন দেশীয় রাজ্যের শাসকেরা ভিন্ন ভিন্ন নকশার একাধিক পতাকা ব্যবহার করতেন। ১৮৫৭ সালের [[সিপাহী বিদ্রোহ|মহাবিদ্রোহের]] পরে ভারত প্রত্যক্ষভাবে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে এলে ভারতের তদনীন্তন ব্রিটিশ শাসকবর্গ একক ভারতীয় পতাকার ধারণাটি প্রথম উত্থাপন করেন। পাশ্চাত্য হেরাল্ডিক আদর্শে নির্মিত [[স্টার অফ ইন্ডিয়া (পতাকা)|স্টার অফ ইন্ডিয়া]] ছিল কানাডা ও অস্ট্রেলিয়া সহ অন্যান্য ব্রিটিশ উপনিবেশের পতাকাগুলির সমরূপীয়। ব্লু ও রেড এনসাইন পতাকাদুটির ঊর্ধ্ব-বাম কোয়াড্র্যান্টে থাকত [[ইউনিয়ন ফ্ল্যাগ]] এবং দক্ষিণার্ধ্বের মধ্যভাগে রাজমুকুট-বেষ্টিত একটি "স্টার অফ ইন্ডিয়া"। স্টারটি যে "ভারতীয়ত্ব"-এর প্রকাশক, তা বোঝাতে [[রানি ভিক্টোরিয়া]] তাঁর ভারতীয় প্রজাবর্গের প্রতিনিধিস্বরূপ সাম্রাজ্যের সেবায় "[[নাইট কম্যান্ডার অফ দি অর্ডার অফ দ্য স্টার অফ ইন্ডিয়া]]" নামে একটি পদ সৃষ্টি করেছিলেন। এরপর সকল [[ব্রিটিশ রাজ#ব্রিটিশ ভারত ও দেশীয় রাজ্য|দেশীয় রাজ্য]] বিকৃত রেড এনসাইন উড্ডীয়নের অধিকার সহ ইউরোপীয় হেরাল্ডিক মাপকাঠি-সম্মত প্রতীকসহ পতাকা লাভ করে।<ref name="Virmani172">{{Harvnb|Virmani|1999|p=172}}</ref><ref>{{Harvnb|Roy|2006|p=498}}</ref>
[[চিত্র:British Raj Red Ensign.svg|left|thumb|alt=A British Red Ensign (a red flag with the Union Jack placed at the top left corner) charged with the Star of India (five pointed star inside a circular band tied at the bottom)|ব্রিটিশ ইন্ডিয়া রেড এনসাইন]] [[দ্বিতীয় বিশ্বযুদ্ধ|দ্বিতীয় বিশ্বযুদ্ধের]] সময় রেড এনসাইন ব্রিটিশ ভারতের প্রতিনিধিরূপে সর্বাপেক্ষা অধিক গুরুত্ব অর্জন করেছিল। [[সম্মিলিত জাতিপুঞ্জ]] এবং ১৯৪৫-৪৭ সময়পর্বে [[জাতিসংঘ|জাতিসংঘে]] এই পতাকাটিই ভারতের পতাকা হিসেবে ব্যবহৃত হত।<ref>http://www.crwflags.com/fotw/flags/in-colon.html</ref>