বাশকোরতোস্তান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Shuaib Anik (আলোচনা | অবদান)
→‎জলবায়ু: অনুবাদ
Shuaib Anik (আলোচনা | অবদান)
১৩৮ নং লাইন:
 
=== প্রাকৃতিক সম্পদ ===
[[File:Pumpjacks in Ishimbay.jpg|thumb|250px|বাশনেফত তেল পাম্প।]]
[[File:Sibay quarry.jpg|thumb|250px|right|সিবাইয়ের নিকট অবস্থিত খনি।]]
 
রাশিয়ার খনিজ সম্পদে সমৃদ্ধ অঞ্চলগুলোর মধ্যে বাশকোরতোস্তান প্রজাতন্ত্র অন্যতম। এখানে প্রায় ৩০০০ ধরনের খনিজ মজুদ রয়েছে। বাশকোরতোস্তান অশোধিত [[Petroleum|তেলে]] পরিপূর্ণ এবং এটি [[রাশিয়া|রাশিয়ার]] তেল নিষ্কাশন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম। অন্যান্য প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে [[প্রাকৃতিক গ্যাস]], [[কয়লা]], আকরিক, ম্যাঙ্গানিজ, ক্রোমাইট, লৌহ আকরিক, [[সীসা]], [[টাংস্টেন]], রক ক্রিস্টান, [[ফ্লোরাইট]], আইসল্যান্ড স্পার, সালফাইড পাইরাইটস, [[ব্যারাইট]], সিলিকেট, [[সিলিকন ডাই অক্সাইড|সিলিকা]], [[অ্যাসবেসটস]], [[ট্যালকম]], বিভিন্ন ধরনের মূল্যবান পাথর এবং প্রাকৃতিক শিলা (জেড, [[গ্রানাইট]])।
 
প্রজাতন্ত্রটির যথেষ্ট পরিমান খনিজ সম্পদ রয়েছে যা দিয়ে এটি তার শক্তি ও জ্বালানী চাহিদা পূরণের পাশাপাশি পেট্রোক্যামিকেল, রাসায়নিক, কৃষি-শিল্প, লৌহজাত ও অলৌহজাত ধাতু, কাচ ও সিরামিক প্রস্তুতকারকদের জন্য কাঁচামালের যোগান দিতে পারে।
 
রাশিয়ার অলৌহজাত কাঁচামালের অন্যতম প্রধান ক্ষেত্র হলো বাশকোরতোস্তান। এখানে প্রচুর পরিমানে [[লিগনাইট]] এবং বিটুমেনের মজুত রয়েছে। এই অঞ্চলে প্রাপ্ত লিগনাইট বিভিন্ন ধরনের রাসায়নিক পণ্য যেমনঃ রেজিন, সার, আঠালো সার এবং উদ্ভিদের বৃদ্ধিতে সহায়ক বিভিন্ন পণ্য তৈরি করা হয়। এই অঞ্চলের খনি হতে প্রচুর পরিমান রাসায়নিক কাঁচামাল যেমনঃ [[হ্যালাইট|খনিজ লবণ]], [[চুন (খনিজ)|চুন]], ফসফোরাইট, [[ব্যারাইট]] ইত্যাদি পাওয়া যায়, যা দেশটির অর্থনীতিতে বিরাট অবদান রাখছে।
 
বাশকোরতোস্তান গাছপালা এবং কাঠেও সমৃদ্ধ। প্রজাতন্ত্রটির প্রায় {{convert|62000|km2|sp=us}} এলাকা বনভূমিতে আচ্ছাদিত, যা প্রজাতন্ত্রটির মোট ভূভাগের প্এরায় কতৃতীয়াংশ। এই অঞ্চলের প্রধান উদ্ভিদের মধ্যে রয়েছেঃ ভুজগাছ, [[দেবদারু |দেবদারু]] গাছ, তিলিয়া, [[ওক]] এবং ম্যাপল গাছ। সাধারন কাঠ মজুদের পরিমান প্রায় ৭১৭.৯ মিলিয়ন ঘনমিটার। বাশকোরতোস্তানের বনভূমিতে বিষেষ অভয়ারণ্য এবং জাতীয় উদ্যান রয়েছে, যা প্রায় {{convert|10000|km2|sp=us}} এলাকাকে আচ্ছাদিত করেছে।
 
এছাড়াও বাশকোরতোস্তান বিভিন্ন ধরনের খনিজ, ঔষুধি এবং পানীয় জলের উৎস রয়েছে।
 
ভূতাত্ত্বিক সময়পঞ্জিকাতে পারমিয়ান পিরিওডের শুরুতে এসসেলিয়ান যুগের নামকরণ করা হয়েছে বাশকোরতোস্তানের এসসেল নদীর নামানুসারে।<ref>The Nonmarine Permian: Volume 30 of Bulletin of the New Mexico Museum of Natural History and Science, page 48. Editors Spencer G. Lucas, Kate E. Zeigler, 2005</ref>
 
=== জলবায়ু ===
*''গড় বার্ষিক তাপমাত্রা'': {{convert|+0.3|C}} (পর্বতে) to {{convert|+2.8|C}} (সমতলে)