সেন্ট জেভিয়ার'স কলেজ, কলকাতা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
3টি উৎস উদ্ধার করা হল ও 0টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta14)
InternetArchiveBot (আলোচনা | অবদান)
৪টি উৎস উদ্ধার করা হল ও ০টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta15)
৫০ নং লাইন:
 
== ইতিহাস ==
১৮৬০ সালের ১৬ জানুয়ারি খ্রিস্টান ধর্মপ্রচারক ও পুরোহিত ডেপেলকিনের নেতৃত্বে [[জেসুইট|জেসুইটরা]] ([[সোসাইটি অফ জেসাস]]) এই কলেজ প্রতিষ্ঠা করেন। জেসুইটরা ছিলেন একটি [[খ্রিষ্টধর্ম|খ্রিষ্টীয়]] ধর্মীয় গোষ্ঠী। ১৫৪০ সালে [[সেন্ট ইগনেটিয়াস অফ লয়োলা]] এই গোষ্ঠীর প্রবর্তন করেন। গোড়া থেকেই এই গোষ্ঠী অন্যান্য আরও কয়েকটি বিষয়ের সঙ্গে শিক্ষাদানের ক্ষেত্রেও বিশেষ কৃতিত্ব অর্জন করেছিল। এক সময়ে তাঁদের "ইউরোপের স্কুল-মাস্টার" বলেও অভিহিত করা হত।<ref name="jesuits">bbc.co.uk [http://www.bbc.co.uk/radio4/history/inourtime/inourtime_20070118.shtml the jesuits] {{ওয়েব আর্কাইভ|ইউআরএল=https://web.archive.org/web/20080628193349/http://www.bbc.co.uk/radio4/history/inourtime/inourtime_20070118.shtml |তারিখ=২৮ জুন ২০০৮ }} Retrieved on 04-02-2008</ref> ৩০ মাদার তেরেসা সরণির যে বর্তমান ঠিকানায় কলেজটি অবস্থিত অতীতে সেখানেই ছিল সান সৌসি থিয়েটার। একটি অগ্নিকাণ্ডে থিয়েটারটি ভস্মীভূত হলে কলকাতার তদনীন্তন বিশপ ওলিফ কলেজ নির্মাণের জন্য জেসুইটদের এই স্থানটি প্রদান করেন। প্রথমে তিনটি শ্রেণিতে মাত্র ৪০ জন ছাত্র নিয়ে কলেজের কাজ শুরু হয়েছিল। প্রতিষ্ঠার দুই বছর পরে ১৮৬২ সালে কলেজটি [[কলকাতা বিশ্ববিদ্যালয়|কলকাতা বিশ্ববিদ্যালয়ের]] অনুমোদন লাভ করে। অনেক ধনী অ্যাংলো-ভারতীয় কলেজের উন্নতিতে বহু অর্থ দান করেছিলেন। ১৯৩৪ থেকে ১৯৪০ সালের মধ্যে বর্তমান পাঁচ তলা কলেজ ভবনটি নির্মিত হয়। এই ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় ৯ লক্ষ টাকা জোগাড় করা হয়েছিল [[বেলজিয়াম|বেলজিয়ামের]] সহযোগিতায়, কলকাতাবাসীদের দানে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সেনাবাহিনীকে স্কুল চত্বর ব্যবহার করতে দেওয়ার ভাড়া স্বরূপ পাওয়া বিপুল অঙ্কের অর্থের মাধ্যমে।<ref name="ipstamp"/><ref name="history">sxccal.edu [http://www.sxccal.edu/history.htm history] {{ওয়েব আর্কাইভ|ইউআরএল=https://web.archive.org/web/20071219092519/http://www.sxccal.edu/history.htm |তারিখ=১৯ ডিসেম্বর ২০০৭ }} Retrieved on 06-02-2008</ref>
 
১৯৮৫ সালের ১২ এপ্রিল [[ভারতীয় ডাক]] কলেজ প্রাঙ্গনের চিত্রসম্বলিত একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেন।<ref name="ipstamp">indianpost.com [http://www.indianpost.com/viewstamp.php/Paper/Unwatermarked%20adhesive%20coated%20paper/ST.XAVIERS%20COLLEGE%20CALCUTTA commemorative stamp] Retrieved on 04-02-2008</ref> ২০০৮ সালের ৮ জানুয়ারি কলেজের প্রাক্তনী তথা [[ভারতের উপরাষ্ট্রপতি]] [[মহম্মদ হামিদ আনসারি|মহম্মদ হামিদ আনসারির]] উপস্থিতিতে কলেজের প্রথম কনভোকেশন অনুষ্ঠিত হয়।<ref name="conv">indiaedunews.net [http://www.indiaedunews.net/Universities/St_Xavier's_College_to_hold_its_first_convocation_on_January_18_3159/ first convocation] Retrieved on 04-02-2008</ref><ref>pib.nic.in [http://pib.nic.in/release/release.asp?relid=34761 Govt. of India, Press Release] Retrieved on 06-02-2008</ref>