ফসফরাস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Ei holo ovik (আলোচনা | অবদান)
→‎আবিষ্কার: Fixed typo, Fixed grammar, Added links
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল অ্যাপ সম্পাদনা অ্যান্ড্রয়েড অ্যাপ সম্পাদনা
Ei holo ovik (আলোচনা | অবদান)
→‎যৌগসমূহ: Fixed typo, Added links
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল অ্যাপ সম্পাদনা অ্যান্ড্রয়েড অ্যাপ সম্পাদনা
৭ নং লাইন:
 
== যৌগসমূহ ==
ফসফরাস প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। কিন্তু এটি অনেক খনিজ পদার্থে প্রচুর পরিমাণে পাওয়া যায়, বিশেষ করে ফসফেট। অজৈব ফসফেট রক যা কিনা আংশিকভাবে অ্যাপাটাইট দিয়ে তৈরীতৈরি। এটাই এখন প্রধান উৎস ফসফরাসের।
 
USযুক্তরাষ্ট্রের Geologicalভূতাত্ত্বিক Surveyজরিপের (USGSইউএসজিএস) এর মতে, প্রায় ৫০%পঞ্চাশ শতাংশ ফসফরাস মধ্যপ্রাচ্যে আছে। বৃহৎ অঙ্কের অ্যাপাটাইটগুলো চিহ্নিত করা হয়েছে চীনচিন,রাশিয়া রাশা, মরক্কো, ফ্লোরিডা ইত্যাদি স্থানে। যুক্তরাজ্যের Albright and Wilson এবং নায়াগ্রা জলপ্রপাতেও প্রচুর পরিমাণে আকরিক বিদ্যমান।
 
== মূত্র ==
মূত্রঃ
মানবদেহেমানব দেহে উৎপন্ন ইউরিনমূত্র বেশীরভাগবেশিরভাগ NPK (নাইট্রোজেন-ফসফরাস-[[পটাসিয়াম]]) ধারণ করে। ইউরিনকেমূত্রকে সার হিসেবে ব্যবহারের সবথেকেসবচেয়ে সাধারণ পদ্ধতিগুলো নির্ভরশীল অতিরিক্ত [[নাইট্রোজেন]] দ্বারা সৃষ্ট বিভব এবং রেনাল[[বৃক্ক|বৃক্কীয়]] পদ্ধতি দ্বারা সৃষ্ট অজৈব লবণ, যেমন..(NaCl): [[সোডিয়াম ক্লোরাইড|সোডিয়াম এরক্লোরাইডের]] উপর।ওপর।
 
ইউরিনেমূত্রে নাইট্রোজেনের পরিমাণ ৭০% এবং অর্ধেকেরও বেশি ফসফরাস ও [[পটাশিয়ামপটাসিয়াম]] পাওয়া গেছে প্রাচীন অব্যবহৃত জলপ্রপাতগুলোতে।
 
== উৎপাদন ==
উৎপাদনঃ
যৌগসহ ফসফরাসের বেশীরভাগবেশিরভাগ উৎপাদিত হয় সার হিসেবে ব্যবহার করার জন্য। এই উদ্দেশ্যে ফসফেট আকরিককে [[ফসফরিক এসিডেঅ্যাসিড|ফসফরিক অ্যাসিডে]] রূপান্তরিত করা হয়। প্রথমে ফসফেট আকরিককে সালফিউরিক এসিডের সাথে বিক্রিয়া ঘটানো হয়। এভাবে নিচু মানের ফসফরাসের উৎস থেকে শ্বেত[[সাদা ফসফরাস]] উৎপাদন করা যায়।তারপরযায়। তারপর, শ্বেতসাদা ফসফরাসকে ফসফরিক এসিডের সাথে বিক্রিয়া ঘটিয়ে বিশুদ্ধ ফসফরাস উৎপাদন করা হয়। শ্বেতসাদা ফসফরাস থেকে উৎপাদিত [[ফসফরিক অ্যাসিড]] ডিটারজেন্ট ও অন্যান্য কাজে ব্যবহারের মূল উৎস হিসেবে ব্যবহৃত হয়।
 
== উপাদানমূলক ফসফরাস: ==
বর্তমানে,, বছরে প্রায় ১,০০০,০০০ টন উপাদানমূলক ফসফরাস উৎপাদিত হয়। ক্যালসিয়াম ফসফেট (ফসফেট রক) বেশীরভাগইবেশিরভাগই খনন করা হয় উত্তর আফ্রিকাওআফ্রিকা ও ফ্লোরিডায়। এটাকে প্রথমে ১২০০-১৫০০ ডিগ্রীডিগ্রি সেলসিয়াস তাপে মৃত্তিকা, (যার বেশীরভাগইবেশিরভাগই SiO2[[সিলিকা]] এবং কোক কার্বনসহ উত্তপ্ত করা হয় ফসফরাসের বাষ্প উৎপাদনের জন্য। এটিএকছ বিশেষ ধরনের এক সাদা পাউডার ও [[পানিগাহ|পানিগাহে]] মিশ্রিত করা হয়, যাতে বায়ুর সাথে কোনকোনো বিক্রিয়া না ঘটতে পারে। এমনকি, পানির নিচেও শ্বেত ফসফরাসের কিছু অংশ পরিবর্তিত হয়ে অধিক স্থিতিশীল লোহিত ফসফরাসে রূপান্তরিত হয়।
 
4 Ca<sub>5</sub>(PO<sub>4</sub><sub>)3</sub>F + 18 SiO<sub>2</sub> + 30 C → 3 P<sub>4</sub> + 30 CO + 18 CaSiO<sub>3</sub> + 2 CaF<sub>2</sub>
 
সবথেকে সমস্যার ব্যাপার হলহলো শ্বেত ফসফরাসের একটা বড় অংশ জুড়েই থাকে মৃত্তিকা। তবে,, শক্তির অক্ষুণ্ন থাকে বলে এটি উৎপাদনে অনেক সুবিধাও পাওয়া যায়।
 
উচ্চ তাপমাত্রা প্রয়োগে আকরিক থেকে নিষ্কাশনের আরেকটি পদ্ধতি নিম্নে দেওয়া হল হলো:
 
2 Ca<sub>3</sub>(PO<sub>4</sub>)<sub>2</sub> + 6 SiO<sub>2</sub> + 10 C → 6 CaSiO<sub>3</sub> + 10 CO + P<sub>4</sub>
 
ঐতিহাসিকভাবে,, প্রযুক্তির মাধ্যমে নিষ্কাশনের পূর্বে যখন হাঁড়েরহাড়ের ভস্ম থেকে ফসফরাস উৎপাদন করা হত তখন হাঁড়ের ভস্মে থাকা ট্রাইক্যালসিয়াম ফসফেটকে [[সালফিউরিক অ্যাসিড|সালফিউরিক এসিডেরঅ্যাসিডের]] উপস্থিতিতে মনোক্যালসিয়াম ফসফেটে রূপান্তর করা হয়।
 
Ca<sub>3</sub>(PO<sub>4</sub>)<sub>2</sub> + 2 H<sub>2</sub>SO<sub>4</sub> → Ca(H<sub>2</sub>PO<sub>4</sub>)<sub>2</sub> + 2 CaSO<sub>4</sub>
 
তারপর, মনো ক্যালসিয়াম ফসফেটকে আর্দ্রতা শূণ্যশূন্য করে মেটা ফসফেটে রূপান্তর করা হয়।
 
Ca(H<sub>2</sub>PO<sub>4</sub>)<sub>2</sub> → Ca(PO<sub>3</sub>)<sub>2</sub> + 2 H<sub>2</sub>O