বেইজিং: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zaheen (আলোচনা | অবদান)
শহুরে --> পৌর
Zaheen (আলোচনা | অবদান)
শহর --> নগর
১১৩ নং লাইন:
|showflag = p
}}
'''বেইজিং''' ({{lang-zh|北京}}; [[ফিনিন]]: Běijīng; [[আ-ধ্ব-ব]]:[peɪ˨˩ t͡ɕiŋ˥] ''পেইচিং'') বা '''পেইচিং''' [[পূর্ব এশিয়া]]র রাষ্ট্র গণপ্রজাতন্ত্রী [[চীন|চীনের]] [[রাজধানী শহর।]]। প্রদেশের সমমর্যাদায় অধিষ্ঠিত বেইজিং শহরটিনগরীটি গণপ্রজাতন্ত্রী চীন সরকারের অধীনে সরাসরি কেন্দ্রশাসিত পৌরসভা হিসেবে পরিচালনা করা হয়।<ref name=figures>Figures based on 2006 statistics published in 2007 National Statistical Yearbook of China and available online at [http://www.chinapop.gov.cn/wxzl/rkgk/200806/t20080629_157020.htm 2006年中国乡村人口数 中国人口与发展研究中心] ([https://web.archive.org/web/20090310163630/http://www.chinapop.gov.cn/wxzl/rkgk/200806/t20080629_157020.htm archive]). Retrieved 21 April 2009.</ref> বেইজিং কথাটির অর্থ "উত্তরের রাজধানী"। সামগ্রিকভাবে বেইজিংকে চীনের রাজনীতি, শিক্ষা, বুদ্ধিবৃত্তি ও সংস্কৃতির কেন্দ্র হিসেবে গণ্য করা হয়। এর বিপরীতে [[সাংহাই]] ও [[হংকং]] চীনের অর্থনৈতিক জীবনে আধিপত্য বিস্তারকারী দুই মহানগরী।
 
ভৌগোলিকভাবে বেইজিং শহরটিমহানগরীটি উত্তর-পূর্ব চীনের [[উত্তর চীন সমভূমি]] ("হুয়াপেই ফিংইউয়েন") নামক একটি প্রশস্ত ত্রিভুজাকৃতি সমতলভূমির উত্তর প্রান্তে, [[ইয়ানশান পর্বতমালা]] ও [[সিশান পর্বতমালা]]র মিলনস্থলের দক্ষিণে ও পূর্বে, উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরের উপকূলের কাছে, [[পো হাই উপসাগর]] থেকে প্রায় ১১০ কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে। [[হপেই]] প্রদেশ বেইজিং পৌরসভাটিকে ঘিরে রেখেছে। দক্ষিণ-পূর্বে নগরীটি প্রতিবেশী শহরনগরী [[থিয়েনচিন|থিয়েনচিনের]] সাথে সীমান্ত গঠন করেছে। এই তিনটি প্রশাসনিক বিভাগ একত্রে চীনের [[চিংচিনচি পৌর অঞ্চল]] ও [[চীনের জাতীয় রাজধানী অঞ্চল]] গঠন করেছে। <ref name="basic">{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=Basic Information |ইউআরএল=http://www.bjstats.gov.cn/esite/bjsq/jbqk/ |আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20120313225759/http://www.bjstats.gov.cn/esite/bjsq/jbqk/ |আর্কাইভের-তারিখ=13 March 2012 |প্রকাশক=Beijing Municipal Bureau of Statistics |সংগ্রহের-তারিখ=9 February 2008 |অকার্যকর-ইউআরএল=yes |df=dmy}}</ref>
 
বেইজিং শহরেরমহানগরীর দক্ষিণ ও পূর্বদিকে উত্তর চীন সমভূমি অঞ্চলটি প্রসারিত হয়েছে। এর বিপরীতে শহরেরনগরের উত্তর ও পশ্চিমে রয়েছে সুউচ্চ পর্বতমালা, যাদের উচ্চতা ২০০০ মিটারের বেশি হতে পারে। মহানগর এলাকার ভেতর দিয়ে [[হাই নদী (চীন)|হাই নদী]] ব্যবস্থার অনেকগুলি উপনদী প্রবাহিত হয়েছে, যাদের মধ্যে [[ছাওপাই নদী]] ও [[ইউংতিং নদী]] উল্লেখযোগ্য। বেইজিং মহানগরীটি সুসংহতভাবে গঠিত নয়; এখানে গ্রামীণ বসতি ও স্থাপনার আধিপত্যই বেশি। তাই এটিকে মহানগরীর চেয়ে প্রদেশের মতই বেশি মনে হয়। প্রাদেশিক মর্যাদাবিশিষ্ট বেইজিং মহানগরীটি ১৬টি পৌরজেলা, উপ-পৌরজেলা এবং গ্রামীণ জেলা নিয়ে গঠিত।<ref name=figures/> এদের মধ্যে চারটি ঘনসন্নিবিষ্ট পৌর জেলা, চারটি উপ-পৌরজেলা এবং আটটি গ্রামীণ জেলা। উপশহরগুলি দ্রুত বিকাশ লাভ করছে; এগুলিতে প্রতিনিয়ত প্রাতিষ্ঠানিক, শিল্পকারখানা ও আবাসিক ভবন নির্মাণ করা হচ্ছে এবং কৃষিভূমিগুলিকে পৌর এলাকায় রূপান্তরিত করা হচ্ছে। আটটি গ্রামীণ জেলা মূল বেইজিং নগরীতে মৌলিক খাদ্যশস্য, শাকসবজি, ফলমূল, নির্মাণ সামগ্রী এবং খাবার পানির যোগান দিয়ে যাচ্ছে। তবে এই সব গ্রামীণ এলাকাতেও উল্লেখযোগ্য পরিমাণে শিল্পকারখানার বিকাশ হয়েছে বিশেষ করে বহিঃস্থ শিচিংশান, থুংসিয়েন, ফেংথাই এবং ফাংশান অঞ্চলগুলিতে।
 
বেইজিঙের জলবায়ুতে ঋতুভেদ আছে। এর জলবায়ু মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত আর্দ্র মহাদেশীয় ধরনের। উত্তপ্ত ও আর্দ্র গ্রীষ্মকালের জুলাই মাসে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮° সেলসিয়াসের চেয়ে বেশি এবং হিমশীতল ও শুষ্ক শীতকালের জানুয়ারি মাসে তাপমাত্রা ১৫° সেলসিয়াসের চেয়েও কম হতে পারে। জুন থেকে আগস্ট মাসের মধ্যে সিংহভাগ বৃষ্টিপাত হয়।
 
মূল বেইজিং শহরেরনগরীর আয়তন ৪৫৬৭ বর্গকিলোমিটার। বেইজিং মহানগর এলাকার আয়তন ১৬৪১১ বর্গকিলোমিটার। আয়তনের দিক থেকে এটি চীনের ৪র্থ বৃহত্তম মহানগর এলাকা ([[কুয়াংচৌ]], [[সাংহাই]] ও [[ছুংছিং]]য়ের পরে)। বেইজিং মূল শহরটিনগরটি বিশ্বের [[জনসংখ্যা অনুযায়ী মূল শহরের তালিকা|৩য় সর্বোচ্চ জনবহুল মূল শহর]] ([[সাংহাই]] ও [[করাচি]]র পরে)। বিশ্বের রাজধানী শহরগুলির মধ্যে এটিই সবচেয় জনবহুল শহর। জনসংখ্যার বিচারে বেইজিং চীনের ২য় বৃহত্তম শহর ([[সাংহাই]]য়ের পরেই)। এর আগে অতীতে বেইজিং খ্রিস্টীয় ২য় সহস্রাব্দের প্রায় পুরোটা জুড়েই বিশ্বের বৃহত্তম শহর ছিল।<ref name="Top Ten Cities By Population Throughout History">{{ওয়েব উদ্ধৃতি|শিরোনাম=Top Ten Cities Through History|ইউআরএল=http://www.thingsmadethinkable.com/item/top_ten_cities_through_history.php|প্রকাশক=[[things made unthinkable]]|সংগ্রহের-তারিখ=28 November 2016}}</ref> ২০১৭ সালে বেইজিং মহানগর এলাকাতে ২ কোটি ১৭ লক্ষ লোকের বাস ছিল। মোট জনসংখ্যার ১ কোটি ১৮ লক্ষ নিবন্ধিত অধিবাসী এবং ৭৭ লক্ষ অস্থায়ী অধিবাসী, যাদের অস্থায়ী বসবাসের অনুমোদনপত্র আছে। শহরের প্রায় ৯৫% শতাংশ লোক হান চীনা জাতিভুক্ত। বেইজিংয়ে যে চীনা উপভাষাটিতে লোকে কথা বলে, সেটিই প্রমিত বা আদর্শ ম্যান্ডারিন চীনা ভাষার তথা [[ফুথুংহুয়া]]-র ভিত্তি। বেইজিংয়ের সংখ্যাগরিষ্ঠ জনগণ সনাতন চৈনিক লোকধর্মে বিশ্বাসী (৮৭%)। এছাড়া এখানে উল্লেখযোগ্যসংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বী (১০%) বাস করেন।
 
বেইজিংয়ের কলকারখানাতে বস্ত্র, মোটরগাড়ি, ইলেকট্রনিক দ্রব্য, কম্পিউটার এবং বিভিন্ন যন্ত্রাংশ নির্মাণ করা হয়। বেইজিঙের নিজস্ব কৃষক সম্প্রদায় আছে যারা শহরেরনগরের জন্য ফলমূল ও শাকসবজির চাষ করে; অন্যান্য বড় শহরেনগরে এমনটি হয় না। এছাড়া পর্যটন খাত থেকেও বেইজিঙের অনেক আয় হয়। বেইজিং শহরেনগরীতে চীনের বৃহত্তম সরকার-নিয়ন্ত্রিত ব্যবসা প্রতিষ্ঠানগুলির সদর দফতর অবস্থিত। ২০১৫ সালের [[ফর্চুন গ্লোবাল ৫০০]] তালিকায় অবস্থিত ৫২টি বহুজাতিক ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় বেইজিঙে অবস্থিত, যা বিশ্বের অন্য যেকোনও শহরের চেয়ে বেশি।<ref name="Beijing International">{{ওয়েব উদ্ধৃতি|শিরোনাম=Beijing has most Fortune 500 global HQs|ইউআরএল=http://www.ebeijing.gov.cn/BeijingInformation/BeijingNewsUpdate/t1399744.htm|প্রকাশক=[[Beijing Municipal Government]]|সংগ্রহের-তারিখ=27 November 2016}}</ref> এদের মধ্যে সরকারী মালিকানাধীন [[স্টেট গ্রিড]], [[চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম]] ও [[সাইনোপেক গ্রুপ]] উল্লেখযোগ্য, যারা উপরোক্ত বৈশ্বিক মর্যাদাক্রমে যথাক্রমে ২য়, ৩য় ও ৪র্থ স্থান দখল করেছে।<ref name="Fortune">{{ওয়েব উদ্ধৃতি|শিরোনাম=Fortune Global 500|ইউআরএল=http://beta.fortune.com/global500/|প্রকাশক=[[Fortune (magazine)|Fortune]]|সংগ্রহের-তারিখ=27 November 2016}}</ref> বেইজিং কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকাটি দ্রুততার সাথে বেইজিঙের অর্থনৈতিক সম্প্রসারণ, দ্রুত আধুনিকীভবন এবং নাটকীয়ভাবে পরিবর্তনশীল রূপরেখার কেন্দ্রে পরিণত হচ্ছে। এখানে সম্প্রতি সমাপ্ত বা নির্মাণাধীন বহুসংখ্যক গগনচুম্বী অট্টালিকা এই বিবর্তনের সাক্ষ্য বহন করছে। বেইজিঙের [[চুংকুয়ানসুন]] এলাকাটি চীনের "[[সিলিকন উপত্যকা]]" নামে পরিচিত; এখানে চীনের উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর ব্যবসায় উদ্যোগের কেন্দ্রটি অবস্থিত।<ref name="China's Silicon Valley">{{ওয়েব উদ্ধৃতি|শিরোনাম=Startup Grind|ইউআরএল=https://www.startupgrind.com/blog/china-startup-report-zhongguancun-beijing-chinas-silicon-valley-part-4-of-5/|প্রকাশক=Startup Grind|সংগ্রহের-তারিখ=30 November 2016}}</ref> অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে [[স্থুল আভ্যন্তরীণ উৎপাদন|স্থুল আভ্যন্তরীণ উৎপাদনের]] বিবেচনায় বেইজিং চীনের ৩য় বৃহত্তম শহর ([[সাংহাই]] ও [[হংকং]]য়ের পরে)। বেইজিংয়ের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার অত্যন্ত উচ্চ। ২০০০-এর দশকের বছরগুলিতে প্রতি বছরবছরে শহরেরবেইজিং নগরীর অর্থনীতি ১০% হারে বৃদ্ধিলাভ করে। এখানে নতুন একটি বাণিজ্যিক এলাকা গড়ে তোলা হয়েছে, যার নাম [[বেইজিং বাণিজ্যিক এলাকা]]।
 
বেইজিংয়ে সাক্ষরতার হার ৯৮%-এরও বেশি। বেইজিং শহরেনগরীতে ৯১টি বিশ্ববিদ্যালয় আছে<ref name="Beijing's Universities">{{ওয়েব উদ্ধৃতি|লিপির-শিরোনাম=zh:2015年北京市高校名单(共91所)|ইউআরএল=http://www.gaokao.com/e/20150522/555e867ac971b.shtml|প্রকাশক=[[gaokao.com]]|তারিখ=22 May 2015|সংগ্রহের-তারিখ=29 November 2016}}</ref> যেগুলিতে প্রায় ৭ লক্ষ ছাত্র পড়াশোনা করে। এদের অনেকগুলি চীনের সেরা বিশ্ববিদ্যালয়; [[বেইজিং বিশ্ববিদ্যালয়]] এবং [[সিংহুয়া বিশ্ববিদ্যালয়]] দুইটি সারা বিশ্বের সেরা ৬০টি বিশ্ববিদ্যালয়ের ম্রর্যাদাক্রমে স্থান পেয়েছে।<ref name="University Rankings">{{ওয়েব উদ্ধৃতি|শিরোনাম=Best Global Universities in China|ইউআরএল=https://www.usnews.com/education/best-global-universities/china|প্রকাশক=[[US News]]|সংগ্রহের-তারিখ=28 November 2016}}</ref>
 
[[বেইজিং গীতিনাট্য]] চীনের মঞ্চনাটকের একটি ঐতিহ্যবাহী রূপ যা সারা বিশ্বে [[চীনা সংস্কৃতি]]র সর্বোৎকৃষ্ট নিদর্শনগুলির একটি হিসেবে পরিগণিত হয়। বেইজিংয়ের রন্ধনশৈলীর সবচেয়ে পরিচিত পদটি হল [[বেইজিংয়ের ঝলসানো হাঁস]]। চীনের কেন্দ্রীয় টেলিভিশন ব্যবস্থা ও চীনা আন্তর্জাতিক বেতারের প্রধান কার্যালয় বেইজিংয়ে অবস্থিত। ''[[পেইচিং ওয়ানপাও]]'' (অর্থাৎ "সান্ধ্য বেইজিং") শহরেরনগরের প্রধান দৈনিক পত্রিকা।
 
বেইজিং চীনের জাতীয় মহাসড়ক ব্যবস্থা ও রেল ব্যবস্থার (অতিদ্রুতগামী রেলগাড়িসহ) প্রধান কেন্দ্রগুলির একটি। বেইজিং রাজধানী আন্তর্জাতিক বিমানবন্দরটি ২০১০ সাল থেকে যাতায়াতকারী যাত্রীসংখ্যার বিচারে বিশ্বের ২য় ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর।<ref name="ACI aero">{{ওয়েব উদ্ধৃতি|শিরোনাম=Year to date Passenger Traffic|ইউআরএল=http://www.aci.aero/Data-Centre/Monthly-Traffic-Data/Passenger-Summary/Year-to-date|প্রকাশক=[[Airports Council International]]|সংগ্রহের-তারিখ=26 June 2014|তারিখ=23 June 2014}}</ref> ২০১৬ সালের হিসাব অনুযায়ী [[বেইজিং মেট্রো|বেইজিং শহরেরনগরের পাতালরেল]] ব্যবস্থাটি বিশ্বের ব্যস্ততম পাতালরেল ব্যবস্থা; এছাড়া এটি [[সাংহাই মেট্রো|সাংহাই পাতালরেল]] ব্যবস্থার পরে এটি চীনের ২য় দীর্ঘতম পাতালরেল। শহরটিকেনগরটিকে অনেকগুলি সমকেন্দ্রিক বৃত্তাকার রাস্তা ঘিরে রেখেছে। এর মধ্যে ২য় বৃত্তাকার রাস্তাটি পুরাতন শহরের পরিসীমা নির্ধারণ করেছে।
 
২০০১ সালে মনোনয়ন লাভের পর বেইজিং ২০০৮ সালে [[২৯তম গ্রীষ্মকালীন অলিম্পিক প্রতিযোগিতা]]র আয়োজন করে। এ উপলক্ষে শহরের উত্তরে একটি অলিম্পিক এলাকা নির্মাণ করা হয়, যেখানে প্রতিযোগিতার সিংহভাগ ক্রীড়াগুলি অনুষ্ঠিত হয়। নগরটিকে [[২০২২ সালের শীতকালীন অলিম্পিক প্রতিযোগিতা]]র আয়োজক শহর হিসেবেও নির্বাচন করা হয়। ফলে এটি ক্রীড়ার ইতিহাসে গ্রীষ্মকালীন ও শীতকালীন উভয় সংস্করণের অলিম্পিক প্রতিযোগিতা আয়োজনকারী প্রথম শহরে পরিণত হয়। <ref>{{সংবাদ উদ্ধৃতি|ইউআরএল=http://www.huffingtonpost.com/entry/2022-winter-olympics_55bb4805e4b06363d5a1aa34|শিরোনাম=IOC: Beijing To Host 2022 Winter Olympics|এজেন্সি=Associated Press|তারিখ=31 July 2015|কর্ম=The Huffington Post|সংগ্রহের-তারিখ=11 August 2015}}</ref>