বামৈ ইউনিয়ন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
৪১ নং লাইন:
এ ইউনিয়নে উপজেলা পরিষদ ছাড়াও লাখাই থানা, হাসপাতাল, ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ, পোষ্ট অফিস, সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, ব্র্যাক সহ বিভিন্ন এনজিও অফিস, একটি কলেজ এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান আছে। কৃষি, মৎস্য ছাড়া ও এ অঞ্চলের অনেক মানুষ ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলে হোটেল ব্যবসা সহ বিভিন্ন চাকুরীতে কর্মরত আছেন।
 
এই অফিসেটি একটি পুরম্নাতন একটি বিলডিং ঘর আছে যা বহু পুরানো এই ঘর। এই ইউনিয়নের কর্মচারীগন যথারীতি সময়ে অফিস আসেন এবং দায়িত্ব সহকারে কাজ করে যান। এবং এখানে ইউপি সদস্য/সদস্যাগন তারা দায়িত্ব নিয়ে গরীব দুখিদের মাঝে ভিজিডি,প্রতিবন্ধী, বয়স্কভাতা,বিধাব ভাতা,গর্ভবতীভাতা সমান ভাবে নীয়নিষ্ঠা সাথে বিতরন করে থাকেন। এই ইউনিয়নে আয়াতন প্রায়-৮.৫ বর্গ কিলোমিটার । এবং জনসংখ্যা দিক দিয়ে দেখা যায় প্রায় ২৭,৪৪১ জন লোক বসবাস করে থাকেন। শিক্ষার দিক দিয়ে দেখা যায় এই ইউনিয়নে মাত্র ৪০%তাছাড়া জন্ম নিবন্ধন কাজ ৬০% । এই ইউনিয়নের মাঝে অনেক রকম প্রতিষ্ঠান এখন ঘরে ওঠছে। এরই মাঝে আছে এনজিও ৫টি,এবং জলমহল আছে-৫টি,পুলিশস্টেশন ১টি চিকিৎসা কেন্দ্র ৩টি, তাছাড়া
*মসজিদ- ১৬টি।
*ঈদগাহ-৫টি।
৯৪ নং লাইন:
 
==শিক্ষা ব্যবস্থা==
এ ইউনিয়নে ২টি উচ্চ বিদ্যালয়, ৬টি প্রাথমিক বিদ্যালয় এবং বেশ কয়েকটি কওমী মাদ্রাসা এবং কয়েকটি কিন্ডারগার্টেন আছে। শিক্ষার হার ৪০%। এই ইউনিয়নে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে দেখা যায়-
*কলেজ আছে- ১টি
*মাধ্যামিক বিদ্যালয়-২টি
১১০ নং লাইন:
==ঐতিহাসিক ঐতিহ্য==
===দর্শনীয় স্থান===
* [[শেখ ভানু|শেখ ভানু শাহের]] মাঝার - ভাদিকারা গ্রাম
* অমৃত মন্দির - বামই
 
১১৬ নং লাইন:
 
==বিবিধ==
 
এ অঞ্চলের সাতাউক গ্রামের অনেক মানুষ গ্রিস এবং ইতালিতে অবস্থান করেন। এ ইউনিয়নের অধিকাংশ মানুষ ঢাকায় বিভিন্ন হোটেল ব্যবসায় এবং অন্যান্য কাজে নিয়োজিত। এ ইউনিয়নে ষ্টেডিয়ামের জন্য প্রস্তাবিত একটি বড় মাঠ আছে।
==আরও দেখুন==
* [[সিলেট বিভাগ]]