সমীর রায়চৌধুরী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Sushobhan Roy (আলোচনা | অবদান)
I have made a full-page extensive correction of spellings, grammar, spacing, punctuation, etc.
সংশোধন
৪ নং লাইন:
== পারিবারিক পরিচয় ==
 
সমীর রায়চৌধুরীর জন্ম মামারবাড়ি পাণিহাটিতে ( ২৪ পরগণা )। তিনি কলকাতার আদি নিবাসী [[সাবর্ণ রায়চৌধুরী]] পরিবারের উত্তরপাড়া শাখার সন্তান। বিদ্যাধর রায়চৌধুরী, যিনি [[জব চার্নক|জোব চার্ণক]]<nowiki/>কে কলকাতা-সুতানুটি-গোবিন্দপুর গ্রামের ইজারা দিয়েছিলেন, তাঁর ৩৯তম বংশধর তিনি। তাঁর ঠাকুর্দা লক্ষ্মীনারায়ণ রায়চৌধুরী ছিলেন ভারতবর্ষের প্রথম ভ্রাম্যমাণ ফোটোগ্রাফার-আর্টিস্ট, যিনি নোবেলজয়ী সাহিত্যিক [[Rudyard Kipling|রুডিয়ার্ড কিপিং]]-এর বাবা, তৎকালীন লাহোর মিউজিয়াম-এর অধক্ষ [[:en:John_Lockwood_Kipling|জন লকউড কিপলিং]]-এর কাছে ব্রোমাইড-কাগজ আলোকচিত্র তৈরির কৌশল শিখেছিলেন। তাঁর বাবা রঞ্জিত (১৯০৯-১৯৯১)-ও পাটনা শহরের প্রচীনতম ফোটোগ্রাফি সংস্থার প্রতিষ্ঠাতা। তিনি জ্যাঠামশায় ছিলেন পাটনা শহরের মিউজিয়ামেরজাদুঘরের কিপারচিত্র অবএবং পেইনটিংসভাস্কর্য অ্যান্ডরক্ষক স্কাল্পচার।ছিলেন। সে-কারণে শৈশব থেকে সমীর শিল্প-সাহিত্যের প্রতি আকৃষ্ট হন। স্কুল জীবন পাটনায় কাটিয়ে তিনি কলকাতার সিটি কলেজে গিয়ে বিজ্ঞান শাখায় ভর্তি হন, এবং সেই সূত্রে [[:en:Krittibas_(magazine)|কৃত্তিবাস]] গোষ্ঠীর প্রতিষ্ঠাতা কবি দীপক মজুমদারের সঙ্গে পরিচিত হন। তাঁর মা অমিতা (১৯১৬-১৯৮২) ছিলেন ১৯ শতকের [[বাংলার নবজাগরণ|বাঙালির রেনেসঁস]]-প্রভাবিত পরিবারের মেয়ে।
 
== হাংরি আন্দোলন ==
১৬ নং লাইন:
নব্বই দশকের শুরুতে গল্পকার ও ঔপন্যাসিক [[মুর্শিদ এ এম]] -এর সঙ্গে সমীর '''হাওয়া ৪৯''' নামে একটি ত্রৈমাসিক সাহিত্যপত্রিকা সম্পাদনা শুরু করেন। সাহিত্য ও বিজ্ঞানকে একটি মঞ্চে একত্রিত করে তিনি নবতর একটি সাহিত্যচিন্তা প্রণয়ন করেন যার নাম তিনি দেন "অধুনান্তিক"। পরবর্তীকালে পত্রিকাটি সাহিত্যতত্ব ও ভাষাতত্বের পত্রিকা হয়ে ওঠে, এবং তাকে আলোচকরা পোস্টমডার্ন মঞ্চ বলে স্বীকৃতি দেন। এই ধারায় রচিত তাঁর ছোটগল্পের সংকলন '''খুল যা সিমসিম''' সম্পূর্ণ ভিন্ন ধারার বাংলা সন্দর্ভ হিসাবে সম্মান করে নিতে পেরেছে। অন্যান্য তরুণ কবি ও লেখক, যাঁরা পরীক্ষা-নিরীক্ষায় আগ্রহী, তাঁদের রচনা '''হাওয়া ৪৯-'''এ প্রকাশ ও তাঁদের গ্রন্থ প্রকাশের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন সমীর।
 
== গ্রন্থতালিকা ==
== গ্রন্হতালিকা ==
* '''ছোটগল্পের বই''':— সিগারেটের তিরোভাব ও অন্যান্য, ছাতা হারানোর বর্ষাকালীন দুঃখ, পোস্টমডার্ন গল্পগুচ্ছ, খুল যা সিমসিম।
* '''কাব্যগ্রন্থ''':— ঝর্নার পাশে শুয়ে আছি, আমার ভিয়েতনাম, জানোয়ার, মাংসের কস্তুরীকল্প, পোস্টমডার্ন কবিতাগুচ্ছ, বিদুরের খড়ম, নির্বাচিত কবিতা।