প্রথম চেচেন যুদ্ধ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
২৪ নং লাইন:
}}
 
'''প্রথম চেচেন যুদ্ধ''' বা '''চেচনিয়ার যুদ্ধ''' ছিল ১৯৯৪ সালের ডিসেম্বর থেকে ১৯৯৬ সালের আগস্ট পর্যন্ত [[রাশিয়া]] এবং [[ইচকেরিয়া চেচেন প্রজাতন্ত্র|ইচকেরিয়া চেচেন প্রজাতন্ত্রের]] মধ্যে অনুষ্ঠিত একটি যুদ্ধ। ১৯৯৪–১৯৯৫ সালের প্রাথমিক অভিযানে রুশ সৈন্যরা চেচনিয়ার পার্বত্য অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়ার প্রচেষ্টা চালায়, কিন্তু প্রচুর লোকবল, অস্ত্রশস্ত্র ও বিমান সমর্থন থাকা সত্ত্বেও চেচেন গেরিলা যোদ্ধারা রুশদেররুশ বাহিনীকে কোণঠাসা করে ফেলে। রুশ সৈন্যদের মনোবলের অভাব, রুশ জনমতের তীব্র বিরোধিতা এবং [[গ্রোজনির যুদ্ধ (১৯৯৬)|গ্রোজনির যুদ্ধে]] রুশদের পরাজয়ের ফলে [[বোরিস ইয়েলৎসিন|বোরিস ইয়েলৎসিনের]] সরকার ১৯৯৬ সালে চেচেনদের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয় এবং পরবর্তী বছর তাদের সঙ্গে একটি শান্তিচুক্তি স্বাক্ষর করে।
 
রুশ সরকারের তথ্যমতে, যুদ্ধটিতে ৫,৭৩২ জন রুশ সৈন্য নিহত হয়, কিন্তু অন্যান্য হিসেব অনুসারে নিহত রুশ সৈন্যের সংখ্যা ৩,৫০০ থেকে ৭,৫০০ এর মধ্যে, এমনকি ১৪,০০০ বলেও দাবি করা হয়<ref name="jamestown" />। যদিও চেচেন যোদ্ধাদের ক্ষয়ক্ষতির কোনো সঠিক বিবরণ নেই, তবুও বিভিন্ন সূত্র এই যুদ্ধে প্রায় ৩,০০০ থেকে ১৭,৩৯১ জন যোদ্ধা নিহত বা নিখোঁজ হয়েছে বলে দাবি করে। বিভিন্ন সূত্রের তথ্যমতে, এই যুদ্ধে ৩০,০০০ থেকে ১,০০,০০০ বেসামরিক মানুষ নিহত ও সম্ভবত ২,০০,০০০-এর বেশি বেসামরিক মানুষ আহত হয়, এবং প্রজাতন্ত্রটির ৫,০০,০০০-এরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ে<ref name="first"/>। এই যুদ্ধের ফলে প্রজাতন্ত্রটিতে দেখা দেওয়া সহিংসতা ও বৈষম্যের কারণে প্রজাতন্ত্রটির অ-চেচেন জনসংখ্যা বহুলাংশে হ্রাস পায়<ref name="chain">{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.memo.ru/hr/hotpoints/chechen/itogi/preface.htm#_VPID_2|প্রকাশক=[[Memorial (society)|Memorial]]|ভাষা=Russian|লিপির-শিরোনাম=ru:Россия — Чечня: Цепь ошибок и преступлений|লেখক=O.P. Orlov|লেখক২=V.P. Cherkassov}}</ref><ref name="kempton">Unity Or Separation: Center-periphery Relations in the Former Soviet Union By [[Daniel R. Kempton]], [[Terry D. Clark (writer)|Terry D. Clark]] p.122</ref><ref name="mountains">''Allah's Mountains: Politics and War in the Russian Caucasus'' By [[Sebastian Smith (writer)|Sebastian Smith]] p.134</ref>।