মাইকেল মধুসূদন দত্ত: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ImranAvenger (আলোচনা | অবদান)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
+
১৯ নং লাইন:
| সন্তান = নেপোলিয়ন <br /> শর্মিষ্ঠা
}}
মহাকবি '''মাইকেল মধুসূদন দত্ত''' ([[২৫ জানুয়ারি]], [[১৮২৪]][[২৯ জুন]], [[১৮৭৩]]) ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ [[বাঙালি]] কবি ও নাট্যকার এবং প্রহসন রচকার।<ref>{{বই উদ্ধৃতি|ইউআরএল=|শিরোনাম=হিস্ট্রি অব বাংলাদেশ ১৭০৪-১৯৭১: সোশ্যাল অ্যান্ড কালচারাল হিস্ট্রি|শেষাংশ=আজাদ|প্রথমাংশ=হুমায়ুন|লেখক-সংযোগ=হুমায়ুন আজাদ|তারিখ=২০০৭|সম্পাদক-শেষাংশ=ইসলাম|সম্পাদক-প্রথমাংশ=সিরাজুল|কর্ম=|প্রকাশক=বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি|পাতা=২৩৯|ভাষা=en|লিপির-শিরোনাম=History of Bangladesh 1704-1971: Social and Cultural History|অনূদিত-শিরোনাম=বাংলাদেশের ইতিহাস ১৭০৪-১৯৭১: সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস|অধ্যায়=বাংলা লিটেরেচার ইন দ্য নাইন্টিন্থ সেঞ্চুরি|লিপির-অধ্যায়=Bangla Literature in the Nineteenth Century|অনূদিত-অধ্যায়=ঊনবিংশ শতাব্দীতে বাংলা সাহিত্য|প্রকাশনার-স্থান=ঢাকা|আইএসবিএন=984 512 337 6|সংগ্রহের-তারিখ=|সংস্করণ=৩য়|খণ্ড=৩}}</ref> তাঁকেতাকে [[বঙ্গ|বাংলার]] [[বাংলার নবজাগরণ|নবজাগরণ সাহিত্যের]] অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয়।
 
ব্রিটিশ ভারতের [[যশোর জেলা|যশোর জেলার]] এক সম্ভ্রান্ত কায়স্থ বংশে জন্ম হলেও মধুসূদন যৌবনে [[খ্রিষ্টধর্ম]] গ্রহণ করে মাইকেল মধুসূদন নাম গ্রহণ করেন এবং পাশ্চাত্য সাহিত্যের দুর্নিবার আকর্ষণবশত [[ইংরেজি ভাষা|ইংরেজি ভাষায়]] সাহিত্য রচনায় মনোনিবেশ করেন। জীবনের দ্বিতীয় পর্বে মধুসূদন আকৃষ্ট হন নিজের মাতৃভাষার প্রতি। এই সময়েই তিনি বাংলায় নাটক, প্রহসন ও কাব্যরচনা করতে শুরু করেন।
 
মাইকেল মধুসূদন বাংলা ভাষায় [[সনেট]] ও [[অমিত্রাক্ষর ছন্দ|অমিত্রাক্ষর ছন্দের]] প্রবর্তক। তাঁরতার সর্বশ্রেষ্ঠ কীর্তি অমিত্রাক্ষর ছন্দে [[রামায়ণ|রামায়ণের]] উপাখ্যান অবলম্বনে রচিত ''[[মেঘনাদবধ কাব্য]]'' নামক [[মহাকাব্য]]। তাঁরতার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থাবলি হলো ''[[দ্য ক্যাপটিভ লেডি]]'', ''[[শর্মিষ্ঠা (নাটক)|শর্মিষ্ঠা]]'', ''[[কৃষ্ণকুমারী (নাটক)]]'', ''[[পদ্মাবতী (নাটক)]]'', ''[[বুড়ো শালিকের ঘাড়ে রোঁ]]'', ''[[একেই কি বলে সভ্যতা]]'', ''[[তিলোত্তমাসম্ভব কাব্য]]'', ''[[বীরাঙ্গনা কাব্য]]'', ''[[ব্রজাঙ্গনা কাব্য]]'', ''[[চতুর্দশপদী কবিতাবলী]]'', ''[[হেকটর বধ]]'' <ref>এ কাব্যটি শেষ করে যেতে পারেন নি মধুসূদন। এটি অসমাপ্ত থেকে গেছে।</ref> ইত্যাদি। মাইকেলের ব্যক্তিগত জীবন ছিল নাটকীয় এবং বেদনাঘন। মাত্র ৪৯ বছর বয়সে কলকাতায় মৃত্যু হয় এই মহাকবির।
(সংস্কারক-মঙ্গল মন্ডল গড়বেতা)
 
== জীবন ==