অবরোধ-বাসিনী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Salim Khandoker (আলোচনা | অবদান)
চিত্র+
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল অ্যাপ সম্পাদনা অ্যান্ড্রয়েড অ্যাপ সম্পাদনা
St.teresa (আলোচনা | অবদান)
শৈলী
১ নং লাইন:
{{তথ্যছক বই
| italic title = <!--(see above)-->
| name = অবরোধ বাসিনী
| title_orig =
| translator =
[[File:অবরোধ| image বাসিনী বইয়ের প্রচ্ছদ.jpg|thumb| = অবরোধ বাসিনী বইয়ের প্রচ্ছদ]].jpg
| image_name =
| image_captionimage_size = 220px
| image_caption = অবরোধ বাসিনী বইয়ের প্রচ্ছদ
| author = [[রোকেয়া সাখাওয়াত হোসেন]]
| cover_artist =
১৬ ⟶ ১৮ নং লাইন:
| wikisource = অবরোধ বাসিনী
| isbn = }}
 
[[File:অবরোধ বাসিনী বইয়ের প্রচ্ছদ.jpg|thumb|অবরোধ বাসিনী বইয়ের প্রচ্ছদ]]
'''''অবরোধ-বাসিনী''''' ভারতবর্ষের অগ্রণী নারীবাদী লেখিকা [[বেগম রোকেয়া|রোকেয়া সাখাওয়াত হোসেন]] রচিত একটি গ্রন্থ। বেগম রোকেয়ার অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যকীর্তি হিসেবে বিবেচিত গ্রন্থটি ১৯৩১ সালে প্রকাশিত হয়। এতে তৎকালীন ভারতবর্ষীয় নারীদের বিশেষ করে মুসলমান ঘরের নারীদের সমাজের [[জেনানা|অবরোধপ্রথার]] জন্য যে অসুবিধায় পড়তে হত তা বর্ণিত হয়েছে। মোট ৪৭ ঘটনাকে অনুগল্প আকারে লেখে বইটি তৈরি করা হয়েছে। ঘটনাগুলো সব বাস্তব জীবন থেকে নেওয়া। এ বইয়ের মাধ্যমে বেগম রোকেয়া গল্পাকারে পর্দা প্রথার দরুন নারীদের দুর্ভোগ সবার কাছে উপস্থাপন করেছেন।
 
==গ্রন্থসমীক্ষা==
{{Quote box|quoted=true|bgcolor=#d7dd77|align=rightleft|width=25%|salign=right|quote=''পশ্চিম দেশের এক হিন্দু বধূ তাহার শাশুড়ী ও স্বামীর সহিত গঙ্গাস্নানে গিয়াছিল। স্নান শেষ করিয়া ফিরিবার সময় তাহার শ্বাশুড়ী ও স্বামীকে ভীড়ের মধ্যে দেখিতে পাইল না। অবশেষে সে এক ভদ্রলোকের পিছু পিছু চলিল। কতক্ষণ পরে পুলিশের হল্লা।-সেই ভদ্রলোককে ধরিয়া কনষ্টেবল বলে, “তুমি অমুকের বউ ভাগাইয়া লইয়া যাইতেছ।” তিনি আচস্বিতে ফিরিয়া দেখেন, আরে! এ কাহার বউ পিছন হইতে তাঁহার কাছার খুঁটি ধরিয়া আসিতেছে। প্রশ্ন করায় বধূ বলিল, সে সর্ব্বক্ষণ মাথায় ঘোমটা দিয়া থাকে-নিজের স্বামীকে সে কখনও ভাল করিয়া দেখে নাই। স্বামীর পরিধানে হলদে পাড়ের ধূতি ছিল, তাহাই সে দেখিয়াছে। এই ভদ্রলোকের ধূতির পাড় হলদে দেখিয়া সে তাঁহার সঙ্গ লইয়াছে! ''|source=—''অবরোধ-বাসিনী'' (১৯৩১)}}[[আবদুল কাদির (বাঙালি কবি)|আবদুল কাদির]] লিখেছেন, "তাঁর [রোকেয়ার] ''অবরোধ-বাসিনী'' গ্রন্থে ৪৭টি অবরোধ-সম্পর্কিত দুর্ঘটনার উপাদেয় কাহিনী আছে - অতুলনীয় শ্লেষ ও লিপিকুশলতার সঙ্গে তিনি সেগুলি বর্ণনা করিয়াছেন।"<ref>{{বই উদ্ধৃতি|শিরোনাম=রোকেয়া রচনাবলী|শেষাংশ=কাদির|প্রথমাংশ=আবদুল|বছর=২০১৬|প্রকাশক=বাংলা একাডেমি|অবস্থান=ঢাকা|পাতাসমূহ=৬০১–৬০৪|at=ফগদ্ঘগ|অধ্যায়=পরিশেষ: 'বেগম রোকেয়ার সাহিত্য-কীর্তি'|প্রকৃত-বছর=প্রথম প্রকাশ ''মাসিক মোহাম্মদী'', মাঘ ১৩৩৯ বঙ্গাব্দ|আইএসবিএন=}}</ref>
 
আবদুল করিম নামে একজন লিখেছেন, "অবরোধ-বাসিনী লিখিয়া লেখিকা আমাদের সমাজের চিন্তা-ধারার আর একটা দিক খুলিয়া দিয়াছেন। অনেকে অনেক প্রকার ইতিহাস লিখিয়া যশস্বী হইয়াছেন; কিন্তু পাক-ভারতের অবরোধ-বাসিনীর লাঞ্ছনার ইতিহাস ইতিপূর্ব্বে আর কেহ লিখেন নাই।"<ref>{{বই উদ্ধৃতি|শিরোনাম=রোকেয়া রচনাবলী|শেষাংশ=|প্রথমাংশ=|বছর=২০১৬|প্রকাশক=বাংলা একাডেমি|অবস্থান=ঢাকা|পাতাসমূহ=৫৮৫|অধ্যায়=পরিশেষ: প্রাসঙ্গিক গ্রন্থ ও রচনা-পরিচয়|আইএসবিএন=}}</ref>