আর্থার মিচেল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
→‎খেলার ধরন: + সংশোধন
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১ নং লাইন:
{{তথ্যছক ক্রিকেটার
{{Infobox cricketer
| name = আর্থার মিচেল
| image = আর্থার মিচেল.jpg
৫ নং লাইন:
| fullname = আর্থার মিচেল
| nickname = টিকার
| birth_date = {{Birthজন্ম dateতারিখ|1902|9|13|df=yes}}
| birth_place = বেইলডন, [[Yorkshire|ইয়র্কশায়ার]], [[ইংল্যান্ড]]
| death_date = {{Deathমৃত্যু dateতারিখ and ageবয়স|1976|12|25|1902|9|13|df=yes}}
| death_place = ব্র্যাডফোর্ড, ইয়র্কশায়ার, ইংল্যান্ড
 
৬০ নং লাইন:
}}
 
'''আর্থার মিচেল''' ({{lang-en|Arthur Mitchell}}; [[জন্ম]]: [[১৩ সেপ্টেম্বর]], [[১৯০২]] - [[মৃত্যু]]: [[২৫ ডিসেম্বর]], [[১৯৭৬]]) ইয়র্কশায়ারের বেইলডন গ্রীন এলাকায় জন্মগ্রহণকারী প্রথিতযশা ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার ও কোচ ছিলেন।<ref name="YB">{{citeবই bookউদ্ধৃতি |titleশিরোনাম=The Yorkshire County Cricket Club: 2011 Yearbook |lastশেষাংশ=Warner |firstপ্রথমাংশ=David |coauthor=|yearবছর=2011 |editionসংস্করণ=113th |publisherপ্রকাশক=Great Northern Books |locationঅবস্থান=Ilkley, Yorkshire |isbnআইএসবিএন=978-1-905080-85-4 |pageপাতা=374|urlইউআরএল= }}<!--|accessdate=6 July 2011--></ref> [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৩৩ থেকে ১৯৩৬ সময়কালে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন।<ref>[http://www.espncricinfo.com/ci/content/player/caps.html?country=1;class=1] ESPNcricinfo, ESPN, সংগ্রহের তারিখ: ১১ জুন ২০১৯</ref> ঘরোয়া প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে [[ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব|ইয়র্কশায়ার দলের]] প্রতিনিধিত্ব করেছেন। দলে তিনি মূলতঃ ডানহাতি মাঝারিসারির ব্যাটসম্যান হিসেবে অংশগ্রহণ করতেন ‘টিকার’ ডাকনামে পরিচিত আর্থার মিচেল।
 
== প্রথম-শ্রেণীর ক্রিকেট ==
৬৯ নং লাইন:
১৯৩৩ সালে উপর্যুপরী চারটি ইনিংসে [[শতক (ক্রিকেট)|শতরান]] করেছিলেন তিনি। ১৯৩৪ সালে [[জেন্টলম্যান বনাম প্লেয়ার্স|প্লেয়ার্সের]] সদস্যরূপে জেন্টলম্যানের বিপক্ষে লর্ডসের খেলায় অংশ নেন। দুই ঘন্টা পাঁচ মিনিট সময় ব্যয় করে পঞ্চাশ রান তুলেন ও এক ঘন্টা পর ১২০ রানে আউট হন।
 
সমগ্র খেলোয়াড়ী জীবনে ৩৭.৪৭ [[ব্যাটিং গড়|গড়ে]] ১৯,৫২৩ রান তুলেন। তন্মধ্যে, ৪৪টি সেঞ্চুরি ছিল। ১৯২২ সালের শুরুতে ইয়র্কশায়ারের পক্ষে খেলতে থাকেন। কিন্তু, প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়দের কারণে পরবর্তী তিন বছর খুব কমই ইয়র্কশায়ারের পক্ষে খেলার সুযোগ পেতেন।
 
== আন্তর্জাতিক ক্রিকেট ==
৭৯ নং লাইন:
 
== খেলার ধরন ==
ইয়র্কশায়ার কাউন্টি দলের স্বর্ণালী সময়ে আর্থার মিচেলের অংশগ্রহণ ছিল। তাঁর [[ব্যাটিং (ক্রিকেট)|ব্যাটিং]] তেমন দর্শনীয় না হলেও সর্বদাই দলের প্রয়োজনে বিশেষতঃ দলের বিপর্যয়কালীন নিজেকে যথাসাধ্য উজাড় করে দেয়ার মানসিকতা ছিল তাঁর। তাঁকে আউট না করে কোন দল [[ফলাফল (ক্রিকেট)|জয়ের]] সন্ধান পায়নি। সম্ভবতঃ দ্বৈত ভূমিকার কারণে উপস্থিত দর্শকেরা তাঁকে মনে রেখেছিলেন। অন-সাইডে তাঁর খেলার প্রবণতা লক্ষ্যণীয় ছিল। কিন্তু, রানের দরকার পড়লে দ্রুত দৌঁড়ে তা সম্পন্ন করতেন। কখনোবা অফ-সাইডে স্ট্রোক খেলতেন যা প্রতিপক্ষীয় দল ঘুনাক্ষরেও টের পেতো না। কাটারের দিকেই তাঁর সবিশেষ নজর ছিল।
 
ব্যাটিংয়ের পাশাপাশি সুদক্ষ [[ফিল্ডিং (ক্রিকেট)|ফিল্ডারের]] ভূমিকায়ও অবতীর্ণ হয়েছিলেন তিনি। সচরাচর [[উইকেট|উইকেটের]] কাছাকাছি লেগ কিংবা অফের দিকে অবস্থান করতেন। যুদ্ধ পর্যন্ত নিয়মিতভাবে দলের পক্ষে খেলে যান। কোচের দায়িত্ব পালনকালীন তিনি শুধুমাত্র শিক্ষাই দিতেন না; বরং খেলা সম্পর্কে আলাপচারিতায়ও মত্ত থাকতেন।
১০৬ নং লাইন:
* {{ক্রিকেটআর্কাইভ}}
{{কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ}}
{{পূর্বনির্ধারিতবাছাই:মিচেল, আর্থার}}
 
{{পূর্বনির্ধারিতবাছাই:মিচেল, আর্থার}}
[[বিষয়শ্রেণী:১৯০২-এ জন্ম]]
[[বিষয়শ্রেণী:১৯৭৬-এ মৃত্যু]]