জিমি মাহের: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
অধিনায়কত্ব লাভ - অনুচ্ছেদ সৃষ্টি!
Suvray (আলোচনা | অবদান)
বিতর্কিত ভূমিকা - অনুচ্ছেদ সৃষ্টি!
১১১ নং লাইন:
== অধিনায়কত্ব লাভ ==
কুইন্সল্যান্ডের অধিনায়ক হিসেবে তিনি [[স্টুয়ার্ট ল|স্টুয়ার্ট লয়ের]] স্থলাভিষিক্ত হন। ২০০৫-০৬ মৌসুমের পুরা কাপের শিরোপা জয়ে দলকে নেতৃত্বদানের পূর্বে পাঁচবার ঘরোয়া প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় ধারাবাহিকভাবে পরাজিত হয়েছিল কুইন্সল্যান্ড দল। এ পর্যায়ে ব্যক্তিগত সর্বোচ্চ ২২৩ রান করেন। অন্যান্য ব্যাটসম্যানের দায়িত্বশীলতার কারণে ৯০০/৬ তুলে ইনিংস ঘোষণা করেন তিনি। তিনি দলের এ জয়কে পূর্ববর্তী সপ্তাহে কুইন্সল্যান্ডের উত্তরে বিধ্বংসী ঘূর্ণীঝড়ে ক্ষতিগ্রস্তদের প্রতি উৎসর্গ করেন। খেলায় তিনি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান। এ প্রতিযোগিতায় ৫৩.২৯ গড়ে ৯০৬ রান তুলেন। এ সময়ে তার বয়স ছিল ৩২ ও শারীরিক সামর্থ্যে ঘাটতি না থাকার বিষয়টি পরিস্কার করেন।
 
== বিতর্কিত ভূমিকা ==
১১ ফেব্রুয়ারি, ২০০৭ তারিখে সাউথ অস্ট্রেলিয়ার [[অধিনায়ক (ক্রিকেট)|অধিনায়ক]] [[ড্যারেন লেহম্যান]] গাব্বায় অনুষ্ঠিত পুরা কাপের খেলায় ইনিংস ঘোষণা না করায় জিমি মাহরের সমালোচনা করেন। লেহম্যান বলেন যে, তিনি ভেবেছিলেন মাহের [[Tasmania cricket team|তাসমানিয়ার]] পক্ষে খেলছিলেন ও চূড়ান্ত দিনে রানের লক্ষ্যমাত্রার দিকে অগ্রসর হচ্ছিলেন।<ref name="AdelaideNow">{{cite news | url=http://www.news.com.au/adelaidenow/story/0,22606,21209932-5006372,00.html | title=Lehmann vows to make Bulls Fry | accessdate=12 February 2007 | date=February 2007 | publisher=[[The Advertiser (Adelaide)|The Advertiser]] | first1=Jim | last1=Morton}}</ref>
 
১৯৯৫ সালে কুইন্সল্যান্ড দল [[শেফিল্ড শিল্ড|শেফিল্ড শিল্ডে]] সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়লাভের পর জিমি মাহের সাম্প্রদায়িকতার কারণে অভিযুক্ত হন। তিনি টেলিভিশনে স্বাক্ষাৎকারকালে এ বিতর্কের সৃষ্টি করেন। [[অস্ট্রেলীয় আদিবাসী|আদিবাসী অস্ট্রেলীয়রা]] এর তীব্র প্রতিবাদ জানালে পরবর্তীতে তিনি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন।<ref>''Koori Mail'', "Maher apologises at Shield celebration", 19 April 1995, p. 16.</ref>
 
== আন্তর্জাতিক ক্রিকেট ==