আর্থার মিচেল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
অবসর - অনুচ্ছেদ সৃষ্টি!
Suvray (আলোচনা | অবদান)
→‎খেলার ধরন: + সংশোধন
৭৯ নং লাইন:
 
== খেলার ধরন ==
ইয়র্কশায়ার কাউন্টি দলের স্বর্ণালী সময়ে আর্থার মিচেলের অংশগ্রহণ ছিল। তাঁর [[ব্যাটিং (ক্রিকেট)|ব্যাটিং]] তেমন দর্শনীয় না হলেও সর্বদাই দলের প্রয়োজনে বিশেষতঃ দলের বিপর্যয়কালীন নিজেকে যথাসাধ্য উজাড় করে দেয়ার মানসিকতা ছিল তাঁর। তাঁকে আউট না করে কোন দল [[ফলাফল (ক্রিকেট)|জয়ের]] সন্ধান পায়নি। সম্ভবতঃ দ্বৈত ভূমিকার কারণে উপস্থিত দর্শকেরা তাঁকে মনে রেখেছিলেন। অন-সাইডে তাঁর খেলার প্রবণতা লক্ষ্যণীয় ছিল। কিন্তু, রানের দরকার পড়লে দ্রুত দৌঁড়ে তা সম্পন্ন করতেন। কখনোবা অফ-সাইডে স্ট্রোক খেলতেন যা প্রতিপক্ষীয় দল ঘুনাক্ষরেও টের পেতো না। কাটারের দিকেই তাঁর সবিশেষ নজর ছিল।
 
ব্যাটিংয়ের পাশাপাশি সুদক্ষ [[ফিল্ডিং (ক্রিকেট)|ফিল্ডারের]] ভূমিকায়ও অবতীর্ণ হয়েছিলেন তিনি। সচরাচর [[উইকেট|উইকেটের]] কাছাকাছি লেগ কিংবা অফের দিকে অবস্থান করতেন। যুদ্ধ পর্যন্ত নিয়মিতভাবে দলের পক্ষে খেলে যান। কোচের দায়িত্ব পালনকালীন তিনি শুধুমাত্র শিক্ষাই দিতেন না; বরং খেলা সম্পর্কে আলাপচারিতায়ও মত্ত্মত্ত থাকতেন।
 
== মূল্যায়ন ==