মাইক প্রোক্টর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
MSouvik01 (আলোচনা | অবদান)
৯৮ নং লাইন:
 
== ম্যাচ রেফারি ==
ম্যাচ রেফারি হিসেবে কর্মজীবন শুরু করার পর তিনি প্রায়শঃইপ্রায়শই বিতর্কের সম্মুক্ষীণসম্মুখীন হয়েছেন।<ref name=cric>{{ক্রিকইনফো}} retrieved 27 October 2008</ref> ২০০৬ সালের আগস্ট মাসে ওভাল টেস্টের বল টেম্পারিংয়ের কারণে আম্পায়ারের সিদ্ধান্তের প্রেক্ষিতে পাকিস্তান দল চা-বিরতির পর ফিল্ডিং করতে অস্বীকৃতিকালীন তিনি ম্যাচ রেফারির দায়িত্ব পালন করছিলেন।<ref name=cric/> [[Second Test, 2007-08 Border-Gavaskar Trophy|২০০৭-০৮]] মৌসুমে [[বর্ডার-গাভাস্কার ট্রফি|বর্ডার-গাভাস্কার ট্রফির]] দ্বিতীয় টেস্টে প্রোক্টর বর্ণবাদের অভিযোগে [[হরভজন সিং|হরভজন সিংকে]] তিন খেলার জন্য নিষিদ্ধ ঘোষণা করেন। পরবর্তীতে জাস্টিস হ্যানসেন এ সিদ্ধান্ত পরিবর্তন করেন। [[অ্যান্ড্রু সাইমন্ডস]] উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিষয়টি অভিযোগ আকারে এনেছেন ও তিনি ছাড়া অন্য কোন স্বাক্ষীসাক্ষী না থাকায় তাকে উদ্দেশ্য করে হরভজনের ‘বানর’ শব্দ ব্যবহারের বিষয়টি বাতিল হয়ে যায়। এছাড়াও, জাস্টিস হ্যানসেন [[মাইকেল ক্লার্ক|মাইকেল ক্লার্কের]] স্বাক্ষীসাক্ষী হবার বিষয়টি প্রশ্ন আকারে তুলে ধরেন।<ref>refer to icc_commissioner_decision_30012008.pdf</ref> ফলশ্রুতিতে এ ধরনের সমস্যাগুলোর সমাধানে ব্যর্থতার জন্য প্রোক্টর বিশ্বব্যাপী সমালোচিত হন। এছাড়াও, [[Sunil Gavaskar#Controversies|সুনীল গাভাস্কার]] প্রোক্টরের অস্ট্রেলিয়া প্রীতিরও সমালোচনা করেছেন।<ref>Brown, Alex. "Gavaskar slams 'white man' ban." ''The Age'', 14 January 2008.</ref>
 
== তথ্যসূত্র ==