লালাখাল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্প্রসারণ
৯২ নং লাইন:
# [[বিছানাকান্দি]]
== যাতায়াত ব্যবস্থা ==
সিলেট শহর হতে লালাখাল যাবার জন্য আপনাকে পাড়ি দিতে হবে ৩৫ কি.মি রাস্তা। <ref name="Lalakha3"/>লালাখালে যেতে হলে সিলেটের শিশু পার্কের সামনে থেকে লেগুনা অথবা জাফলংয়ের বাসে চেপে সিলেট-তামাবিল সড়ক থেকে সড়কপথে সিলেট-তামাবিল সড়কে সারিঘাট এসে এক থেকে দেড় ঘণ্টার নৌ ভ্রমণ। সিলেট থেকে এলে সারিঘাট থেকে নৌকায়। সারিঘাট থেকে প্রতি ঘণ্টায় নৌকা ছেড়ে যায়। ফেরার পথে এখান থেকে বাসে কিংবা লেগুনায় আসতে পারবেন। <ref name="Lalakha6"/>
 
== পবিবেশ বিপর্যয় ==
সরকারি বিধিনিষেদের তোয়াক্কা না উদ্ভিদবৈচিত্র্যকে করে তুলেছে হুমকির সম্মুখিন। এছাড়া অনুমোদনহীনভাবে পাথর উত্তোলন নদী এবং নদী অববাহিকার ভূমিকে করছে হুমকির সম্মুখিন। এলাকার প্রভাবশালীদের হস্তক্ষেপে বিপুল পরিমাণ গাছ কেটে ফেলার কারণে প্রায়ই সেখানে নানা রোগব্যাধির প্রকোপ লক্ষ্য করা যায়। তাছাড়া উজান থেকে নেমে আসা পাথর আর বালুতে সয়লাব হয়ে যাওয়ায় নদীর নাব্যতা কমে গেছে। ফলে হঠাৎই উজান থেকে নেমে আসা ঢলে ক্ষতিগ্রস্থ হয় নিকটবর্তি অঞ্চলের মানুষের জীবন-জীবিকা। <ref>''নিষিদ্ধ বোমা মেশিনে পাথর তোলায় বাঁধের এই দশা?'', নিজস্ব প্রতিবেদক, সিলেট; "বিশাল বাংলা", পৃষ্ঠা ৫, দৈনিক প্রথম আলো; প্রকাশকাল: ৩ জুলাই ২০১২; সংগ্রহের তারিখ: তারিখ=৯ জুন ২০১৯।</ref>