কাজী খলীকুজ্জমান আহমদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Oporazito19 (আলোচনা | অবদান)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
Mak (আলোচনা | অবদান)
→‎প্রাথমিক জীবন: নিচে সূত্রে লেখা আছে 46 to 52। আর তাছাড়া ৫৬ থেকে ৫২ হয়না, ভবিষ্যৎ থেকে অতীতে হয়না। ত্রুটি সংশোধন করলাম।
২৪ নং লাইন:
 
==প্রাথমিক জীবন==
খলীকুজ্জমান ১৯৪৩ সালের ১২ মার্চ তৎকালীন [[বেঙ্গল প্রেসিডেন্সি]]র আসামের (বর্তমান [[বাংলাদেশ]]) [[সিলেট জেলা]]য় জন্মগ্রহণ করেন। তার পিতা মুমতাজুল মুহাদ্দিসিন মাওলানা মোঃ মুফাজ্জল হুসাইন ১৯৫৬১৯৪৬ সাল থেকে ১৯৫২ সাল পর্যন্ত আসামের এমএলএ<ref name="mlm-assam">[http://assamassembly.gov.in/mla-1946-52.html], Member (MLA) of the Assam Legislative Assembly from 1946–52</ref> এবং পরবর্তীতে কলেজের [[অধ্যাপক]] ছিলেন। আহমদ স্কুলে যাওয়ার পূর্বে ৮ম শ্রেণী পর্যন্ত তার পিতার কাছেই পাঠ গ্রহণ করেন। তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে তিনি অর্থনীতি বিষয়ে ১৯৬১ সালে ব্যাচেলর ডিগ্রি ও ১৯৬২ সালে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। পরে তিনি [[লন্ডন স্কুল অব ইকোনমিক্স]] থেকে জাতীয় মেধা ফেলোশিপ লাভ করেন এবং সেখান থেকে অর্থনীতি বিষয়ে এমফিল ও পিএইচডি ডিগ্রি লাভ করেন।
 
আহমদ ১৯৬০ এর দশকে বাংলাদেশের জাতীয়তাবাদী চেতনা প্রচারণায় সক্রিয় ছিলেন এবং ১৯৭১ সালে [[বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ]] চলাকালীন বাংলাদেশের নির্বাসিত সরকারের পরিকল্পনা শাখায় কাজ করেন।<ref name="Liberation-1971">Ashfaque Hossain, History of Liberation War of Moulvibazar District, published by Syed Mofassir Ali, Moulvibazar, Bangladesh, 1997. (Liberation War 1971)</ref><ref name="1971-ahmad">[http://catalog.hathitrust.org/Record/003865055 Planning Cell of Bangladesh Government-in-Exile during Bangladesh liberation war in 1971]</ref>