শবে কদর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Mahadiabc (আলোচনা | অবদান)
বানান সংশোধন
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
‘উদযাপন’ পরিচ্ছেদ সংযোজন
৩৪ নং লাইন:
ইসলামের মহানবীকে তার স্ত্রী আয়েশা শবে কদর সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন, ''হে রাসুলুল্লাহ! আমি যদি লাইলাতুল কদর পাই তখন কী করব?'' তখন নবী মত দেন, ''তুমি বলবে, হে আল্লাহ! নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করে দিতে ভালোবাসেন—অতএব, আমাকে ক্ষমা করুন।'' (তিরমিযি)
মুসলমানদের ধারনায়, লাইলাতুল কদর গোটা মানবজাতির জন্য অত্যন্ত পুণ্যময় রজনী এবং এ রাত বিশ্ববাসীর জন্য স্রষ্টার অশেষ রহমত, বরকত ও ক্ষমা লাভের অপার সুযোগ এনে দেয়। এ রাতে কোরান শরীফ নাজিল হয় যার অনুপম শিক্ষাই ইসলামের অনুসারীদের সার্বিক কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি, ইহকালীন শান্তি ও পারলৌকিক মুক্তির পথ দেখায়।<ref name="dailynewsylhet"/><ref name="coxsbazarnews"/><ref name="a1news24"/><ref name="Prothom alo"/>
 
==উদযাপন==
শবে কদরের রাত ইবাদত ছাড়াও মুসলিম সম্প্রদায় নানাভাবে উদযাপন করেন। একাধিক মুসলিম দেশ এ দিবস উপলক্ষে গণবিয়ে, নতুন শিশু রোযাদারদের জন্যে পুরস্কারের ব্যবস্থা করা হয়। <ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://www.banglanews24.com/opar-mohimar-ramadan/news/bd/719921.details|শিরোনাম=শবে কদরে তিউনিসিয়ায় অনেকে বিয়ে করেন|শেষাংশ=|প্রথমাংশ=|তারিখ=|ওয়েবসাইট=বাংলানিউজ টোয়েন্টিফোর|ভাষা=bn|আর্কাইভের-ইউআরএল=|আর্কাইভের-তারিখ=|সংগ্রহের-তারিখ=2019-06-01}}</ref>
 
=== মরোক্কো ===
মরোক্কোতে কদরের রাতে বাচ্চাদের প্রতি বেশি গুরুত্ব দেয়া হয়। মুসলিম অভিভাবকরা এ রাতে বাচ্চাদের জীবনের প্রথম রোজা রাখতে উদ্বুদ্ধ করে এবং নতুন পোশাক কিনে দেয়। [[মেহেদি]] দিয়ে তাদের হাত রাঙিয়ে দেন। রোজা রাখে না বলে বাচ্চাদের রমজান মাসে ডিম খেতে দেওয়া হয় না। শুধুমাত্র এ রাতে ডিম খেতে দেয়া হয়। এছাড়া বাচ্চাদের প্রথম রোজা রাখার পুরস্কার হিসেবে ‘[[কুসকুস|কুসকুস’]] খাবার রান্না করে মসজিদের দরজায় গরিব-মিসকিনদের দেয়া হয়।
 
=== '''আলজেরিয়া''' ===
আলজেরিয়াতেও এই রাতকে বাচ্চাদের প্রথম রোজা মনে করা হয় মুসলিম সম্প্রদায়ের ঘরে বিশেষ ধরনের শরবত বানানো হয়। যেসব বাচ্চা নতুন রোজা রেখেছে তাদেরকে তা খাওয়ানো হয়। পানি, মিষ্টি ও ফুলের পানি দিয়ে তৈরি এই বিশেষ শরবতের পাত্রে এক টুকরো [[সোনা|স্বর্ণ]] অথবার রুপার [[আংটি]] রাখা হয়।
 
== তথ্যসূত্র ==