খড়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
তথ্যসূত্র সংযোজন
সম্প্রসারণ
১ নং লাইন:
{{অসম্পূর্ণ}}
{{কাজ চলছে}}
 
[[চিত্র:খড়ের গাদা.jpg|থাম্ব]]
 
ধান গাছেরবা লতাগুল্মের শুকনো অংশ থেকে খড় হিসেবেউৎপাদন পরিচিত।হয়। বাড়িরসাধারণত ভেতরধান বা বাইরেলতাজাতীয় পালাখাদ্যশস্য দিয়েমাড়াই রাখাকরার খড়েরপর স্তুূপঅবশিষ্ট খড়েরঐচ্চিক গাদাঅংশ হিসেবেশুকিয়ে পরিচিত।সংরক্ষণ করা সাধারণতহয়। ধান মাড়াই করার পর গরুরযা শুকনো খাদ্যতৃণভূজ হিসেবেইবা খড়েরখড় ব্যবহারহিসেবে হয়।পরিচিতি। খড় বাংলাদেশের গ্রামগঞ্জের কৃষক বাড়িতে স্তুপাকারে রাখা হয়। সাধারণত যেসব কৃষক পশু পালন করেন তারা পশুর খাদ্য হিসেবে এটি ব্যবহার করেন। <ref>{{সংবাদ উদ্ধৃতি |শিরোনাম=খড়ের গাদা |ইউআরএল=http://web.dailyjanakantha.com/details/article/120181/%E0%A6%96%E0%A7%9C%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%97%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BE/ |সংগ্রহের-তারিখ=৩০ মে ২০১৯ |এজেন্সি=[[দৈনিক জনকণ্ঠ]] |তারিখ=৫ মে ২০১৫}}</ref>
 
==বিবরণ==
খড়ের গাদা ঘাস, লতা-পাতা, শিম জাতীয় গাছ বা অন্যান্য লতাপাতাসংক্রান্ত গাছপালা কেটেও গোখাদ্য হিসেবে ব্যবহারের জন্যে একপ্রকার সংরক্ষণ পদ্ধতি। এতে লতা বা ঘাসকে শুকিয়ে সংরক্ষণ করা হয়। এ গোখাদ্য সাধারণত গৃহপালিত পশু যেমন গরু, ঘোড়া, ছাগল এবং ভেড়া, খরগোশ এবং গিনি শূকর হিসাবে ছোট পোষা প্রাণীদের খাওয়ানো হয়।<ref name="বই">{{বই উদ্ধৃতি |শিরোনাম=আধুনিক পদ্ধতিতে গরু মোটাতাজাকরণ ও চিকিৎসা এবং দুগ্ধবতী গাভী পালন |প্রকাশক=প্রান্ত প্রকাশন |অবস্থান=লেখক- ড. মাহবুব মোস্তফা, |আইএসবিএন=9789848369449 |ইউআরএল=https://www.rokomari.com/book/32777/adhunik-poddoteta-goru-motatajakoron-o-chikitsa-and-dugdhoboti-gavi-palon |সংগ্রহের-তারিখ=৩০ মে ২০১৯}}</ref>
 
==তৈরিরসংরক্ষণ পদ্ধতি==
ঐতিহ্যগতভাবে কৃষকরা খড়েরখড়কে গাদা তৈরিতেকরে রাখতে অভ্যস্ত। যা খড়ের গাদা হিসেবে পরিচিত। কৃষকরা তাদের গৃহপালিত পশু কিংবা হালচাষের প্রাণীদের জন্যে এটি তৈরি করেন। তৈরিতে যে কোনো সরু জাতীয় গাছের টুকরো, অথবা সুপারি গাছের টুকরো কিংবা বাঁশের সাহায্যে গাদা তৈরি করা যায়। খড়ের গাদা দুই পদ্ধতিতে তৈরি করা যায়। একটি হলো মাচাবিহীন অপরটি মাচাযুক্ত। মাচাবিহীন খড়ের গাদা সরাসরি মাটিতে বাঁশ কিংবা গাছের টুকরো উঁচু মাটিতে পুঁতে তার চারদিকে সরাসরি শুকনো খড় রাখা হয়। মাচাযুক্ত খড়ের গাদায় প্রাথমিকভাবে কাঠ বা বাঁশ দিয়ে মাটি থেকে কিছুটা উঁচু মাচা তৈরি করা হয়। তারপর মাঝখানে একটি বাঁশা বা গাছের টুকরো মাটিতে পুঁতে তার চারদিকে মাচার ওপর খড় রাখা হয়ে থাকে। {{তথ্যসূত্র প্রয়োজন}}
 
==চিত্র==
'https://bn.wikipedia.org/wiki/খড়' থেকে আনীত