জর্জ স্যান্ডার্স: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
পাতা তৈরি
 
প্রারম্ভিক জীবন
১৭ নং লাইন:
'''জর্জ হেনরি স্যান্ডার্স''' ({{lang-en|George Henry Sanders}}; [[৩ জুলাই]] [[১৯০৬]] - [[২৫ এপ্রিল]] [[১৯৭২]]) হলেন একজন ইংরেজ চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী, গায়ক-গীতিকার, সুরকার ও লেখক। অভিনেতা হিসেবে তার কর্মজীবনের ব্যপ্তি চল্লিশ বছরের অধিক। তার উচ্চ শ্রেণীয় ইংরেজি উচ্চারণ ও বেজ কণ্ঠের জন্য তিনি আধুনিক কিন্তু খলচরিত্রে অভিনয়ের সুযোগ পেতেন। তিনি ''[[রেবেকা (১৯৪০-এর চলচ্চিত্র)|রেবেকা]]'' (১৯৪০) ছবিতে জ্যাক ফেভেল, ''ফরেন করেসপনডেন্ট'' (১৯৪০) ছবিতে স্কট ফলিয়ট, ''[[অল অ্যাবাউট ইভ]]'' (১৯৫০) ছবিতে অ্যাডিসন ডিউইট এবং ''[[কিং রিচার্ড অ্যান্ড দ্য ক্রুসেডার্স]]'' (১৯৫৪) ছবিতে রাজা রিচার্ড চরিত্রে অভিনয়ের জন্য সুপরিচিত। ''অল অ্যাবাউট ইভ'' ছবিতে তার কাজের জন্য তিনি [[শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য একাডেমি পুরস্কার|শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার]] লাভ করেন। এছাড়া তিনি ''ব্যাটম্যান'' (১৯৬৬) টেলিভিশন ধারাবাহিকে দুই পর্বে মিস্টার ফ্রিজ ভূমিকায় অভিনয় করেন এবং ডিজনির ''[[দ্য জাঙ্গল বুক]]'' (১৯৬৭) ছবিতে মানুষকে ঘৃণাকারী বাঘ [[শেরা খান]] চরিত্রে কণ্ঠ দেন।
 
==প্রারম্ভিক জীবন==
স্যান্ডার্স ১৯০৬ সালের ৩রা জুলাই [[রুশ সাম্রাজ্য]]ের [[সেন্ট পিটার্সবার্গ]]ে জন্মগ্রহণ করেন। তার পিতা হেনরি পিটার আর্নেস্ট স্যান্ডার্স<ref>{{cite web|url=http://www.geni.com/people/Henry-Peter-Ernest-Sanders/6000000026348543031|title=Henry Peter Ernest Sanders|publisher=জিনি|accessdate=২৮ মে ২০১৯}}</ref> (১৮৬৮-১৯৬০) ও মাতা মার্গারেট জেনি বের্থা স্যান্ডার্স (প্রদত্ত নাম: কলবি; ১৮৮৩-১৯৬৭) সেন্ট পিটার্সবার্গে জন্মগ্রহণ করেন। তারা মূলত জার্মান বংশোদ্ভূত, তবে তাদের পূর্বপুরুষদের কেউ কেউ এস্তোনীয় ও স্কটিশ ছিলেন।<ref>{{cite web|url=http://www.geni.com/people/Margarethe-Jenny-Bertha-Sanders/6000000026345388906|title=Margarethe Jenny Bertha Sanders|publisher=জিনি|accessdate=২৮ মে ২০১৯}}</ref><ref>{{cite book |author=স্যান্ডার্স, জর্জ|title=Memoirs of a Professional Cad|year=১৯৬০|publisher=হ্যামিশ হ্যামিলটন|page=৮}}</ref> ১৯৯০ সালে প্রকাশিত এক জীবনী বইতে দাবী করা হয় যে স্যান্ডার্সের পিতা ওল্ডেনবুর্গের যুবরাজ ও জারের রাজদরবারের এক রুশ অভিজাত, যিনি জারের বোনকে বিয়ে করেছিলেন, তার অবৈধ সন্তান।<ref>{{cite book |author=ভ্যান ডার বিটস, রিচার্ড |title=George Sanders: An Exhausted Life|year=১৯৯০|publisher=ম্যাডিসন বুকস|isbn=978-0819178060}}</ref> অভিনেতা [[টম কনওয়ে]] (১৯০৪-১৯৬৭) জর্জের বড় ভাই। তাদের ছোট বোন মার্গারেট স্যান্ডার্স ১৯১২ সালে জন্মগ্রহণ করেন।
==তথ্যসূত্র==
{{সূত্র তালিকা}}