উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (ব্যক্তি): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Hrishikes (আলোচনা | অবদান)
Hrishikes (আলোচনা | অবদান)
৯৮ নং লাইন:
# যদি তিনি আদতে রাজনীতিবিদ হয়ে থাকেন, তবে সেই সম্পর্কিত নিয়মাবলি। উল্লেখ্য যে রাষ্ট্রদূতের পদ আন্তর্জাতিক স্তরের পদ হিসেবে গণ্য নয়, কারণ বিদেশে পদস্থাপিত থাকলেও রাষ্ট্রদূতরা নিজ দেশের সরকারের অধীনেই কর্মরত থাকেন।
# যিনি কোন চুক্তি, দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক সমঝোতার কারিগর হিসেবে বা নির্দিষ্ট গুরুত্বপূর্ণ কূটনৈতিক ঘটনাতে ভূমিকার সূত্রে সংবাদমাধ্যম ও অন্যান্য মাধ্যমিক সূত্রে তাৎপর্যপূর্ণ প্রচার পেয়েছেন।
# যিনি "হেড অব মিশন" ছিলেন বা আছেন এবং [[:en:WP:SOLDIER|সামরিক উইকিপ্রকল্পের উল্লেখযোগ্যতার নীতিমালা]]-এর অনুরূপ মানদণ্ড পূরণ করেন। অন্যথায় কোন তালিকা নিবন্ধে (যেমন কোন দেশে বা আন্তর্জাতিক সংস্থায় হেড অব মিশনদের তালিকা) পুনর্নির্দেশ দেওয়া যেতে পারে। তবে শুধু এইরকম পুনর্নির্দেশ দেওয়ার জন্য তালিকা নিবন্ধ বানানো উচিত নয়।
 
===ক্রীড়া ব্যক্তিত্ব===