বন্ধুত্ব: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
Nihar rana (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৬ নং লাইন:
কি ধরনের মানুষের সাথে বন্ধুত্ব গঠন করতে পারেন তার কোন ব্যবহারিক সীমা নেই, তার ব্যাকগ্রাউন্ড, জীবিকা, ভাল লাগা, অনুরূপ জনমিতি আছে কিনা তা শেয়ার করা ।
 
বন্ধু এ শব্দের মাঝেই সব লুকায়িত এতে কোন বয়স বাধা নয়। সম বয়েসের বন্ধুত্বে সব কিছু আবিস্কার করার এক নব দিগন্ত। কিশোর বয়সের কোন ছেলে বা মেয়ের সাথে যদি তার চেয়ে বড় কারো সাথে বন্ধুত্ব হয় তবে তা তাকে জ্ঞানের পরিসীমা বাড়াতে বিরাট ভূমিকা রাখে। তবে তার জন্য প্রয়োজন পরস্পের প্রতি বিশেষ যত্ন। অনেক বিষয় ছোট্ট বন্ধু বুঝতে বা মানতে দ্বিধা করবে সে জন্য তকে সব সমসাময়িক দিক থেকে বা বর্তমান সময় উপযোগী বিষয় দিয়ে বুঝানো। মনে যেন কোন ভয় না থাকে সে বিষয়ে খোলা মেলা আলোচনা করা। এ জন্য বিভিন্ন দেশের বিভিন্ন বিষয় উপস্থাপন করা। ভালো মন্দ সব কিছু খোলামেলা আলোচনা করা। যাতে আগামীর দিন গুলো সুন্দর ও সুখের হয়। আমাদের দেশে দেখা যায় অনেক বিষয় খুব কাছের বন্ধুর সাথেও শেয়ার করি না। লজ্জা সারাক্ষণ নিজেকে আবদ্ধ করে রাখে। সবচে নিকট সবচেয়ে আপন বন্ধুটিকে বলতে কেন দ্বিধা করি। পিতা মাতা সর্বপ্রথম সব থেকে আপন বা কাছের মানুষ। কিন্তু কনেক বিষয় আমরা তাদের সাথে শেয়ার করতে পারিনা, এটা যত ফ্রি দেশ হোক সব দেশে সিংহভাগ একই। কিন্তু বন্ধুর সাথে অকপটে সব ভালো মন্দ যত খারপ হোক র্নিদ্বিধায় বলা যায় আর সব কিছু সব সময় গোপন অতি গোপন রাখার নামই প্রকৃত বন্ধু।
 
এখানে বাস্তব একটা ঘটনা উল্লেখ করি, এরকম ঘটনা শুধু আমার না আমার মতো অনেকের ঘটে যা প্রকৃত বন্ধু না হলে সম্ভব নয়, আমার এক মেয়ে বন্ধু আমাদের পাশাপাশি বাড়ী বয়েসে আমার থেকে বেশ ছোট হঠাৎ একদিন আমাকে বলছে তোমাকে একটা বিষয় ধর একটা জিনিস দেখাবো তুমি কিন্তু কাউকে বলোনা, ওকে বললাম তুমি নিশ্চিন্ত থাকো তোমার সাথে কখনো খারপ কিছু কোন দিন করি নাই, আর কোন দিন হবে না। সে একবার বলতে যায় তো চুপ করে থাকে, আমি অনেক বিষয় তুলে ধরলাম সে কোন বিষয়ের সাথে নিজের কথাটা মিলাতে পারছে না। অবশেষে বলল জানো আমার না প্রশাব জায়গার আসেপাশে চুলকায় সারাক্ষন। এখন আর হাত দিতে পারছিনা। বললাস আয়নায় দেখো। বুঝতে পারবে। আমাকে বলল তুমি আগে যেয়ো না আমি দেখে আসি, বলে ঘরে যেয়ে দেখে এসে বলল ভালো ভাবে বুঝতে পারছি না, তুমি দেখে দাও। আসি ওকে অনেক কিছু উদাহরন দিলাম, আমাকে বলল,আমি জনি আর বিশ্বাস করি তোমার সাথে আমার খারাপ কিছু হবে না, দেখলেই কি সব,,,,,। এইযে অগাধ বিশ্বাস এটাই বন্ধু। ছোট হোক বা বড় হোক ছেলে বা মেয়ে। সব কিছু শুনা জানা দেখা আর সব কিছুই অটুট বিশ্বাসের বন্ধনে আবদ্ধই বন্ধু। পরে আমার সেই বন্ধুর সেই বিশেষ এবং সর্বশেষ্ট অঙ্গ দেখলাম, সত্যিই ও যে একটা সমস্যায় আছে সঠিক চুলকিয়ে চুলকিয়ে ভিতরটায় অনেকটা চমরা উঠে যাওয়ার মতো হয়েছে। বললাম তোমার মাকে বলো। সেই একই আমি পারবো না আমার লজ্জা করে। আসলেই বন্ধু সব সময় সেরা অবশ্যই তা সত্যিকারের বন্ধু হতে হবে। ছন্দবেশি বা মুখোশধারী নয়।
 
==উন্নয়নমূলক মনোবিজ্ঞানে বন্ধুত্ব==