রস্টন চেজ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
তথ্যছক সংযুক্তিকরণ!
Suvray (আলোচনা | অবদান)
প্রথম-শ্রেণীর ক্রিকেট - অনুচ্ছেদ সৃষ্টি!
৮৮ নং লাইন:
 
'''রস্টন লামার চেজ''' ({{lang-en|Roston Chase}}; [[জন্ম]]: [[২২ মার্চ]], [[১৯৯২]]) বার্বাডোসে জন্মগ্রহণকারী প্রথিতযশা ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার। [[ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল|ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের]] অন্যতম সদস্য তিনি। ঘরোয়া প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে [[Barbados national cricket team|বার্বাডোস দলের]] প্রতিনিধিত্ব করছেন। দলে মূলতঃ [[অল-রাউন্ডার]] হিসেবে খেলছেন '''রস্টন চেজ'''। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে অফ স্পিন বোলিং করে থাকেন।
 
== প্রথম-শ্রেণীর ক্রিকেট ==
দীর্ঘদেহী অফস্পিন বোলিং অল-রাউন্ডার হিসেবে বার্বাডোস থেকে উত্থান ঘটে রস্টন চেজের। ২০১৫-১৬ মৌসুমে পেশাদার ক্রিকেট লীগে ব্যাট ও বল হাতে দূর্দান্ত ক্রীড়াশৈলী প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ ওয়েস্ট ইন্ডিজ দলের অন্যতম সদস্যরূপে অন্তর্ভূক্ত হন। ১৯ খেলায় ৫৯.১৬ গড়ে ৭১০ রান তুলেছিলেন তিনি। এছাড়াও, বল হাতে স্বীয় অতীতকে ছাপিয়ে যান। প্রথম চার মৌসুমে মাত্র ১৬ উইকেট পেলেও ২০১৫-১৬ মৌসুমে ২৩ উইকেট পান মাত্র ১৭.২৬ গড়ে। তন্মধ্যে, গায়ানার বিপক্ষে উভয় ইনিংসে পাঁচ-উইকেট পেয়েছিলেন।
 
মূলতঃ ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমে থাকেন রস্টন চেজ। জুলাই-আগস্ট, ২০১৬ সালে সফরকারী ভারতের বিপক্ষে সাবিনা পার্কে অনুষ্ঠিত টেস্টে ৫/১২১ পান। এরপর পঞ্চম দিনে অপরাজিত ১৩৭ রানে ইনিংস খেলে খেলাটিকে ড্রয়ের দিকে নিয়ে যেতে সমর্থ হন। নিজস্ব দ্বিতীয় টেস্টে কেবলমাত্র চতুর্থ ওয়েস্ট ইন্ডিয়ান হিসেবে [[ডেনিস অ্যাটকিনসন]], [[কলি স্মিথ]] ও [[গারফিল্ড সোবার্স|স্যার গারফিল্ড সোবার্সের]] পর একই টেস্টে পাঁচ-উইকেট ও শতরান করার গৌরব অর্জন করেন।
 
দূর্দান্ত ক্রীড়াশৈলী প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ জুলাই, ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স অ্যাসোসিয়েশন কর্তৃক বর্ষসেরা ক্রিকেটার ও বর্ষসেরা টেস্টে ক্রিকেটারের সম্মাননায় ভূষিত হন।<ref name="awards">{{cite web|title=Roston Chase sweeps West Indies awards night|url=http://www.espncricinfo.com/westindies/content/story/1109844.html|work=ESPN Cricinfo|accessdate=8 July 2017}}</ref>