এরল হোমস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
AsikBinRahim (আলোচনা | অবদান)
বানান সংশোধন
AsikBinRahim (আলোচনা | অবদান)
বানান সংশোধন
৫৬ নং লাইন:
}}
 
'''এরল রেজিনাল্ড থরোল্ড হোমস''' ({{lang-en|Errol Holmes}}; [[জন্ম]]: [[২১ আগস্ট]], [[১৯০৫]] - [[মৃত্যু]]: [[১৫ আগস্ট]], [[১৯৬০]]) ব্রিটিশ ভারতের কলকাতায় জন্মগ্রহণকারী প্রথিতযশা ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা ছিলেন। [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৩৫ সালে সংক্ষিপ্ত সময়ের জন্যে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন। ঘরোয়া প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে [[সারে কাউন্টি ক্রিকেট ক্লাব|সারে]] ও [[অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ক্রিকেট ক্লাব|অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের]] প্রতিনিধিত্ব করেছেন '''এরল হোমস'''।
 
দর্শনীয় ডানহাতি ব্যাটিং ভঙ্গিমার অধিকারী হোমস বিশ্বাস করতেন যে ক্রিকেট উপভোগযোগ্য খেলা। ১৯৩০-এর দশকের শুরুর দিকে বডিলাইন বিতর্কের পর অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হন। বডিলাইন সিরিজের অধিনায়ক [[ডগলাস জারদিন|ডগলাস জারদিনের]] পরিবর্তে ১৯৩৪ সালে [[সারে কাউন্টি ক্রিকেট ক্লাব|সারে দলের]] অধিনায়কের দায়িত্ব লাভ করেন।
৬৮ নং লাইন:
 
== শিক্ষাজীবন ==
১৯২৫ থেকে ১৯২৭ সময়কালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষে তাঁর মারকুটে ব্যাটিং সকলের নজর কাড়ে। এ সময়ে সারে ও প্লেয়ার্সের বিপক্ষে জেন্টলম্যানের সদস্যরূপে কয়েকটি খেলায় অংশ নেন। এছাড়াও তিনি ফাস্ট-মিডিয়াম বোলিং করতেন। যে, তাঁর দৌড়ানোর ভঙ্গিমা বোলিংয়ের চেয়ে তীব্রতর ছিল যা থেকে তিনি সফলতা পেতেন।
 
সতেজতার বছরে ফুটবল ও ক্রিকেটে ব্লু লাভ করেন। একবার তিনি বলেছিলেন যে, ব্লু লাভ করা প্রয়োজনীয়, তবে অক্সফোর্ড ছাত্রের কাছে জরুরি নয়।<ref>Holmes, p. 24.</ref>
 
তিনি মন্তব্য করেন যে, তাঁর পড়াশোনায় কিছুটা ব্যাঘাত ঘটেছিল ও অক্সফোর্ড ক্রিকেট দলে অধিনায়কের দায়িত্বভার বহন করায় চূড়ান্ত বর্ষের পরীক্ষায় অংশ নিতে পারেননি।<ref>Holmes, p. 27.</ref> খেলায় তিনি শতরান সংগ্রহ করলেও [[কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্রিকেট ক্লাব|কেমব্রিজ দল]] জয়লাভ করেছিল।<ref>{{ওয়েব উদ্ধৃতি | ইউআরএল = https://cricketarchive.com/Archive/Scorecards/12/12368.html| শিরোনাম = Oxford University v Cambridge University 1927| প্রকাশক = CricketArchive| সংগ্রহের-তারিখ = 11 August 2015}}</ref>