কেন জেমস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
তথ্যছক সংযুক্তিকরণ!
Suvray (আলোচনা | অবদান)
প্রথম-শ্রেণীর ক্রিকেট - অনুচ্ছেদ সৃষ্টি!
৫৪ নং লাইন:
 
'''কেনেথ সেসিল জেমস''' ({{lang-en|Ken James}}; [[জন্ম]]: [[১২ মার্চ]], [[১৯০৪]] - [[মৃত্যু]]: [[২১ আগস্ট]], [[১৯৭৬]]) ওয়েলিংটনে জন্মগ্রহণকারী প্রথিতযশা নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। [[নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল|নিউজিল্যান্ড ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৩০ থেকে ১৯৩৩ সময়কালে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন। ঘরোয়া প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে [[Wellington cricket team|ওয়েলিংটন]] এবং ইংরেজ কাউন্টি ক্রিকেটে [[Northamptonshire County Cricket Club|নর্দাম্পটনশায়ারের]] প্রতিনিধিত্ব করেছেন। দলে তিনি মূলতঃ [[উইকেট-রক্ষক|উইকেট-রক্ষকের]] দায়িত্ব পালন করেছেন। এছাড়াও, ডানহাতে কার্যকরী ব্যাটিং করতেন '''কেন জেমস'''।
 
== প্রথম-শ্রেণীর ক্রিকেট ==
১৯২৩-২৪ মৌসুম থেকে ১৯৪৬-৪৭ মৌসুম পর্যন্ত কেন জেমসের [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর]] খেলোয়াড়ী জীবন চলমান ছিল। উইকেট-রক্ষক ও কার্যকরী ব্যাটসম্যান ছিলেন কেন জেমস। ১৯২৩ সালে ওয়েলিংটনের পক্ষে প্রথমবারের মতো খেলতে নামেন।
 
[[New Zealand cricket team in England in 1927|১৯২৭]] সালে নিউজিল্যান্ড দলের অন্যতম সদস্যরূপে ইংল্যান্ড গমন করেন। শুরুতে তাঁকে [[টম লরি|টম লরি’র]] যোগ্য সহচর হিসেবে রাখা হয়েছিল। কিন্তু, নিজগুণে তিনি দ্রুত উইকেট-রক্ষক হিসেবে নিজেকে মেলে ধরেন। এ সফরে তিনি ৮৫টি ডিসমিসালের সাথে নিজেকে জড়িয়ে রাখেন। এ সফরের উল্লেখযোগ্য দিক ছিল সর্বাপেক্ষা সফলতম বোলার [[Bill Merritt (cricketer)|বিল মেরিটের]] স্পিন যথার্থভাবে বুঝে প্রভূতঃ ভূমিকা রেখেছিলেন।<ref name="WCA">''[[Wisden Cricketers' Almanack|Wisden]]'' 1977, p. 1044.</ref> তবে, এ সফরে কোন টেস্ট খেলার আয়োজন করা হয়নি।
 
১৯৩২-৩৩ মৌসুমের [[প্লাঙ্কেট শীল্ড|প্লাঙ্কেট শীল্ডে]] দূর্দান্ত খেলেন। ৪৪.৮৩ গড়ে ২৬৯ রান তুলে সর্বোচ্চ রান সংগ্রাহকের মর্যাদা পান।
<ref>{{cite web|title=Batting and Fielding in Plunket Shield 1932-33|url=https://cricketarchive.com/Archive/Events/3/Plunket_Shield_1932-33/Batting_by_Average.html|website=CricketArchive|accessdate=18 November 2017}}</ref>
 
সমগ্র খেলোয়াড়ী জীবনে ১১ [[টেস্ট ক্রিকেট|টেস্টে]] অংশগ্রহণ করার সুযোগ লাভ করেছিলেন কেন জেমস। ১০ জানুয়ারি, ১৯৩০ তারিখে ক্রাইস্টচার্চে সফরকারী [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ডের]] বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তাঁর। একই দলের বিপক্ষে অকল্যান্ডে ৩১ মার্চ, ১৯৩৩ তারিখে সর্বশেষ টেস্টে অংশগ্রহণ করেন।
 
অভিষেক টেস্টে ব্যাটিংয়ে নেমে মোটেই সুবিধে করতে পারেননি তিনি। প্রথম ইনিংসে [[মরিস অলম|মরিস অলমের]] বলে [[টিচ কর্নফোর্ড|টিচ কর্নফোর্ডের]] গ্লাভসে ১ বল মোকাবেলান্তে [[শূন্য রান]] ও দ্বিতীয় ইনিংসে [[স্ট্যান ওয়ার্থিংটন|স্ট্যান ওয়ার্থিংটনের]] এলবিডব্লিউর শিকারে পরিণত হন আবারও শূন্য রানে। ঐ খেলায় তাঁর দল আট উইকেটে পরাজিত হয়েছিল।
 
১৯২৯-৩০ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের ইতিহাসের প্রথম টেস্টে সন্দেহাতীতভাবে প্রথম পছন্দের উইকেট-রক্ষক হিসেবে অন্তর্ভূক্ত হয়েছিলেন কেন জেমস। [[New Zealand cricket team in England in 1931|১৯৩১]] সালে ইংল্যান্ড গমনে আবারও এ দায়িত্ব পালন করেন। ১৯৩১-৩২ মৌসুমে নিজ দেশে [[দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল|দক্ষিণ আফ্রিকার]] বিপক্ষে খেলার পর পরবর্তী মৌসুমে পুণরায় ইংল্যান্ডের বিপক্ষে খেলেছেন তিনি। সর্বমোট ১১ টেস্টে ১৬টি ডিসমিসাল ঘটিয়েছিলেন। তবে, ব্যাট হাতে বেশ দূর্বলতার পরিচয় দিয়েছেন। সর্বমোট ৫২ রান করতে পেরেছিলেন কেন জেমস।
 
== তথ্যসূত্র ==