ফ্রেড প্রাইস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
কাউন্টি ক্রিকেট - অনুচ্ছেদ সৃষ্টি!
Suvray (আলোচনা | অবদান)
মূল্যায়ন - অনুচ্ছেদ সৃষ্টি!
৩৭ নং লাইন:
| catches/stumpings2= 668/322
| international = true
| onetest = true
| country = ইংল্যান্ড
| testdebutfor =
| testdebutagainst = অস্ট্রেলিয়া
| testdebutdate = ২২ জুলাই
| testdebutyear = ১৯৩৮
৫১ ⟶ ৫২ নং লাইন:
}}
 
'''উইলফ্রেড ফ্রেডরিক ফ্রেড ফ্রাঙ্ক প্রাইস''' ({{lang-en|Fred Price}}; [[জন্ম]]: [[২৫ এপ্রিল]], [[১৯০২]] - [[মৃত্যু]]: [[১৩ জানুয়ারি]], [[১৯৬৯]]) লন্ডনের ওয়েস্টমিনস্টার এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা ও আম্পায়ার ছিলেন।<ref>[http://www.espncricinfo.com/ci/content/player/caps.html?country=1;class=1] ESPNcricinfo, ESPN, সংগ্রহের তারিখ: ২১ নভেম্বর, ২০১৮</ref> [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৩৮ সময়কালে সংক্ষিপ্ত সময়ের জন্যে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন। ঘরোয়া প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে [[Middlesex County Cricket Club|মিডলসেক্স দলের]] প্রতিনিধিত্ব করেছেন। দলে তিনি মূলতঃ [[উইকেট-রক্ষক]] হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে কার্যকরী ব্যাটিংশৈলী উপস্থাপন করে গেছেন '''ফ্রেড প্রাইস'''।
 
== কাউন্টি ক্রিকেট ==
১৯২৬ থেকে ১৯৪৭ সময়কালব্যাপী [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর]] খেলোয়াড়ী জীবন চলমান ছিল ফ্রেড প্রাইসের। স্ট্যাম্পের পিছনেসময়ে বেশমিডলসেক্সের দক্ষতারপক্ষে পরিচয়প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে অংশগ্রহণ করেছেন তিনি। দেখিয়েছেন। ১৯৩৭ সালে লর্ডসে অনুষ্ঠিত খেলায় [[ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব|ইয়র্কশায়ারের]] বিপক্ষে প্রথম ইনিংসে সাতটি ক্যাচ গ্লাভসবন্দী করেছিলেন। এ রেকর্ডটি পূর্বেকার রেকর্ডের সমান ছিল।
 
সমগ্র প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনে ১৭.৩৫ গড়ে সর্বমোট ৬,৬৬৬ রান করেছেন। তিনবার তিন অঙ্কের কোটা স্পর্শ করেছিলেন। ১৯৩৪ সালে অল্পের জন্যে উভয় ইনিংসে [[শতক (ক্রিকেট)|সেঞ্চুরি]] করার গৌরবগাঁথা থেকে বঞ্চিত হয়েছিলেন। লর্ডসে [[কেন্ট কাউন্টি ক্রিকেট ক্লাব|কেন্টের]] বিপক্ষে ৯২ ও ১০৭ রান তুলেছিলেন। পূর্ববর্তী মৌসুমে ব্যক্তিগত সর্বোচ্চ ১১১ রান তুলেন। ডাডলিতে [[ওরচেস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব|ওরচেস্টারশায়ারের]] বিপক্ষে পঞ্চম উইকেটে [[প্যাটসি হেনড্রেন|প্যাটসি হেনড্রেনের]] সাথে ৩৩২ রান তুলেছিলেন। প্যাটসি হেনড্রেন করেছিলন অপরাজিত ৩০১ রান। সমগ্র খেলোয়াড়ী জীবনে ৬৪৮ ক্যাচ ও ৩১৬টি প্রথম-শ্রেণীর স্ট্যাম্পিংয়ের সাথে নিজ নামকে জড়িয়ে রেখেছেন।
 
সমগ্র খেলোয়াড়ী জীবনে [[এক টেস্টের বিস্ময়কারী|একটিমাত্র টেস্টে]] অংশগ্রহণের সুযোগ লাভ করেছিলেন ফ্রেড প্রাইস। ২২ জুলাই, ১৯৩৮ তারিখে লিডসে সফরকারী [[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল|অস্ট্রেলিয়ার]] বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তাঁর।
 
== মূল্যায়ন ==
স্ট্যাম্পের পিছনে বেশ দক্ষতার পরিচয় দেখিয়েছেন। দূর্ভাগ্যজনকভাবে অপর বিখ্যাত ক্রিকেটার [[লেস অ্যামিস|লেস অ্যামিসের]] সময়কালকে ঘিরে ফ্রেড প্রাইসের খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটেছিল। ফলশ্রুতিতে, তাঁর আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ অনেকাংশেই সীমিত পর্যায়ের ছিল। ঘরোয়া ক্রিকেটে অনিন্দ্যসুন্দর ক্রীড়াশৈলী প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ ১৯৪০ সালে উইজডেন কর্তৃক অন্যতম [[উইজডেন বর্ষসেরা ক্রিকেটার|বর্ষসেরা ক্রিকেটারের]] সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।
 
[[সমারসেট কাউন্টি ক্রিকেট ক্লাব|সমারসেটের]] সাবেক খেলোয়াড় ও টেস্ট আম্পায়ার এফ. এস. লি বেশ কয়েকবার প্রাইসের সাথে খেলা পরিচালনা করেছেন। তিনি প্রাইসের স্মরণে মন্তব্য করেন যে, তিনি বেশ ন্যায়পরায়ণ, ভালোমানের আম্পায়ার ও লেগ সাইডে দক্ষ উইকেট-রক্ষক ছিলেন।
 
== তথ্যসূত্র ==