শারদা (অভিনেত্রী): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
তথ্যছক
প্রারম্ভিক জীবন
২৫ নং লাইন:
}}
 
'''শারদা''' (জন্ম: '''সরস্বতী দেবী''', ২৫ জুন ১৯৪৫) হলেন একজন ভারতীয় অভিনেত্রী ও রাজনীতিবিদ। তিনি মালয়ালম ও তেলেগু চলচ্চিত্রে অভিনয় করে সফলতা অর্জন করেন।<ref name="কুমার">{{cite web|url=http://www.thehindu.com/features/cinema/%E2%80%98I-always-enjoyed-my-work-in-Malayalam%E2%80%99/article14425855.ece|title=‘I always enjoyed my work in Malayalam’|first=পি. কে. অজিত |last=কুমার |publisher=[[দ্য হিন্দু]] |accessdate=১৭ মে ২০১৯ |lang=en}}</ref> তিনি ''তুলাভরম'' (মালয়ালম), ''স্বয়মভরম'' (মালয়ালম) ও ''নিমজ্জনম'' (তেলেগু) চলচ্চিত্রে অভিনয় করে তিনবার [[শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত)|শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার]] অর্জন করেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জনের জন্য তিনি '''ঊর্বশী শারদা''' নামেও পরিচিত, কারণ পূর্বে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঊর্বশী পুরস্কার নামে প্রদান করা হত। এছাড়া তিনি দুটি [[ফিল্মফেয়ার পুরস্কার]] অর্জন করেছেন এবং ভারতীয় চলচ্চিত্রে তার অবদানের জন্য অন্ধ্র প্রদেশ সরকার কর্তৃক প্রদত্ত এনটিআর জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন।<ref name="চেলেঙ্গাড়">{{cite web|url=http://www.thehindu.com/features/metroplus/reeltime-column-actor-sharada/article6775439.ece|title=The actor with a golden touch|first=সাজু |last=চেলেঙ্গাড় |publisher=[[দ্য হিন্দু]] |accessdate=১৭ মে ২০১৯ |lang=en}}</ref>
 
==প্রারম্ভিক জীবন==
শারদা ১৯৪৫ সালের ২৫শে জুন [[অন্ধ্র প্রদেশ]]ের টেনালি শহরে এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তার জন্মনাম সরস্বতী দেবী। তার পিতা ভেঙ্কটেশ্বর রাও ও মাতা সত্যবতী দেবী। তার এক ভাই রয়েছে, তার নাম মোহন রাও। শারদাকে শৈশবে মাদ্রাজ পাঠিয়ে দেওয়া হয় তার দাদী কানাকাম্মার সাথে থাকার জন্য। শারদা তার দাদীকে "কঠোর শৃঙ্খলা মেনে চলা ব্যক্তি" বলে বর্ণনা করে, যিনি পরবর্তী সময়ে "নায়কদের তাকে [শারদা] ছুঁতে দিত না" এবং "শুধু রবিবারে রিহার্স করতে দিত"। শারদার বয়স যখন ছয় তখন থেকে তিনি নাচতে শিখেন। তিনি নবরাত্রিতে এবং মন্দিরের অন্যান্য অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতেন। তার মায়ের ইচ্ছাতেই তিনি নৃত্য শিখেন। তার মা চাইতেন তিনি "চলচ্চিত্রাঙ্গনে বড় তারকা" হবেন। যদিও তার পিতা এতে আগ্রহী ছিলেন না, তবে তিনি তার নাচ শিখায় বাধা দেননি। শারদা তেলেগু অভিনেতা [[চালাম]]কে বিয়ে করেন। পরবর্তীতে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। বর্তমানে শারদা তার ভাইয়ের সাথে চেন্নাইয়ে বসবাস করছেন।
 
==তথ্যসূত্র==