কুরআন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

[অপরীক্ষিত সংশোধন][পরীক্ষিত সংশোধন]
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎পাঠ ও বিন্যাস: তথ্য সঠিক করা হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল অ্যাপ সম্পাদনা অ্যান্ড্রয়েড অ্যাপ সম্পাদনা
103.242.21.246 (আলাপ)-এর করা 2টি সম্পাদনা বাতিল।
ট্যাগ: পূর্বাবস্থায় ফেরত
৩৮ নং লাইন:
* [[আব্দুর রহমান ইবনে হারিস]] রা.<ref>ইতকান(পৃষ্ঠা-৭৯),১ম খন্ড,জালালুদ্দিন সুয়ুতি</ref>
হযরত [[উসমান]] রা.-এর উদ্দোগে [[হিজরি]] ২৪ সালে শেষবারের মতো কুরআন সংকলনের এ সিদ্ধান্ত গৃহীত হয়। এ বোর্ড হযরত [[হাফসা]] রা.-এর নিকট সংরক্ষিত মূল কপিটি সংগ্রহ করেন।উক্ত বোর্ড পূর্বলিখিত প্রতিলিপিটি অনুসরণ করে পাঠ ও উচ্চারনের বিভিন্নতা দূর করার জন্য শুধু [[কুরাইশ]]ি উচ্চারণ ও [[ভাষা]]য় তার আরও সাতটি প্রতিলিপি প্রস্তুত করেন।
বর্ণিত আছে যে,সাতটি প্রতিলিপি তৈরি করে [[মক্কা]],[[শাম]],[[ইয়েমেন]],[[বাহরাইন]],[[বসরা]] ও [[কুফা]] প্রদেশে একটি করে প্রেরণ করা হয়।আর রাজধানী [[মদিনা]]তে একটি কপি [[খলিফা]]র নিকট সংরক্ষিত রাখা হয়।<ref>ইতকান(পৃষ্ঠা-৮০),১ম খন্ড,জালালুদ্দিন সুয়ুতি</ref> এরপর বিভ্রান্তি নিরসনের জন্য বিক্ষিপ্তভাবে সংরক্ষিত প্রতিলিপিগুলো সকলের কাছ থেকে সংগ্রহ করে বিনষ্ট করে দেওয়া হয়। এভাবে [[ইসলাম]]ের তৃতীয় [[খলিফা]] হযরত [[উসমান]] রা.-এর পত্যক্ষ তত্ত্বাবধানে [[পবিত্র]]কুরআন সংকলিত ও বিভিন্ন [[প্রদেশ]]ে প্রেরিত হয় বিধায় তাঁকে "جامعجمع القرآن " বা কুরআন সংগ্রহকারী বলা হয়।
]]
 
৫৪ নং লাইন:
{{মূল নিবন্ধ|সূরা}}
[[চিত্র:Iqra.jpg|thumb|230 px|কুরআনের নাযিল হওয়া প্রথম চার আয়াত; ৯৬তম সূরা আলাক]]
কুরআনে বিভিন্ন দৈর্ঘ্যের মোট ১১৪টি [[সূরা]] রয়েছে। সকল সূরা মিলিয়ে মোট [[আয়াত|আয়াতের]] (আয়াত আরবি শব্দ, এর সাহিত্যিক অর্থ ''নিদর্শন'') সংখ্যা প্রায় ৬,২৩৬ (মতান্তরে ৬৩৪৮টি অথবা ৬৬৬৬টি)।<ref>Sydney Nettleton Fisher, The Middle East: a history, p.55</ref> প্রত্যেকটি সূরার এক বা একাধিকএকটি নাম রয়েছে। নামকরণ বিভিন্ন উপায়ে করা হয়েছে; তবে অধিকাংশ ক্ষেত্রেই সূরার অভ্যন্তরে ব্যবহৃত কোনো শব্দকেই নাম হিসেবে বেছে নেওয়া হয়েছে। এছাড়া এমন নামও পাওয়া যায় যা সূরার অভ্যন্তরে ব্যবহৃত হয় নি যেমন [[সূরা ফাতিহা]]। ফাতিহা শব্দটি এ সূরার কোথাও নেই। সূরাগুলোর একটি সুনির্দিষ্ট সজ্জা রয়েছে। সজ্জাকরণ তাদের অবতরণের ধারাবাহিকতা অনুসারে করা হয় নি। বরং দেখা যায় অনেকটা বড় থেকে ছোট সূরা অনুযায়ী সাজানো। অবশ্য একথাও পুরোপুরি সঠিক নয়। সজ্জার প্রকৃত কারণ কারও জানা নেই। অনেক ক্ষেত্রে বড় সূরাও ছোট সূরার পরে এসেছে। তবে একটি সূরা বা তার বিভিন্ন অংশ বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে ধারাবাহিকতার সাথেই অবতীর্ণ হয়েছিল বলে মুসলমানদের ধারণা। কুর’আনের সজ্জাটি মানুষের মুখস্থকরণের সুবিধার সৃষ্টি করেছে।
 
=== বিভাজন: হিজ্‌ব বা মানজিল ===