টম রিচমন্ড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
তথ্যছক সংযুক্তিকরণ!
Suvray (আলোচনা | অবদান)
কাউন্টি ক্রিকেট - অনুচ্ছেদ সৃষ্টি!
৪৮ নং লাইন:
}}
 
'''টমাস লিওনার্ড টিচ রিচমন্ড''' ({{lang-en|Tom Richmond}}; [[জন্ম]]: [[২৩ জুন]], [[১৮৯০]] - [[মৃত্যু]]: [[২৯ ডিসেম্বর]], [[১৯৫৭]]) নটিংহ্যামশায়ারের রেডক্লিফ অন ট্রেন্ট এলাকায় জন্মগ্রহণকারী প্রথিতযশা ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন।<ref>[http://www.espncricinfo.com/ci/content/player/caps.html?country=1;class=1] ESPNcricinfo, ESPN, সংগ্রহের তারিখ: ২১ নভেম্বর, ২০১৮</ref> [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন। ১৯২১ সালে সংক্ষিপ্ত সময়ের জন্যে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন। ঘরোয়া প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে [[Nottinghamshire County Cricket Club|নটিংহ্যামশায়ার দলের]] প্রতিনিধিত্ব করেছেন। দলে তিনি মূলতঃ লেগব্রেক গুগলি বোলার হিসেবে খেলতেন। এছাড়াও, নিচেরসারিতে ডানহাতে ব্যাটিং করতেন '''টিচ রিচমন্ড''' নামে পরিচিত '''টম রিচমন্ড'''।
 
== কাউন্টি ক্রিকেট ==
প্রথিতযশা ধীরগতিসম্পন্ন বোলার হিসেবে ১৯১২ থেকে ১৯২৮ সাল পর্যন্ত নটিংহ্যামশায়ার দলে খেলেছেন। সমগ্র প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনে ২১.২৪ গড়ে ১,১৫৮টি প্রথম-শ্রেণীর উইকেট লাভ করেছেন। উইকেট সংখ্যা ৪০৬ হবার পরই কেবলমাত্র তাঁর সংগৃহীত রান অতিক্রম করে। এ পর্যায়ে ১৯২২ সালে ওয়ার্কসপে ডার্বিশায়ারের বিপক্ষে এস. জে. স্ট্যাপলসের সাথে শেষ উইকেট জুটিতে পঁয়ষট্টি মিনিটে ১৪০ রান তুলেন। তিনি তুলেন ৭০ রান। এটিই তাঁর সর্বোচ্চ রানরূপে স্বীকৃতি পায়।
 
১৯২২ সালে নটিংহামে হ্যাম্পশায়ারের দ্বিতীয় ইনিংসে ৯/২১ পান। ১৯২৫ সালে ট্রেন্টব্রিজে লিচেস্টারশায়ারের বিপক্ষে খেলায় মাত্র ১৯ রান খরচায় নয় উইকেট (৩/৯ ও ৬/১০) দখল করেন। ১৯২৬ সালে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে নটিংহামের খেলায় হ্যাট্রিকসহ ১৬৫ রান খরচায় তেরো উইকেট পান।
 
== তথ্যসূত্র ==