৪৪টি
সম্পাদনা
(→রচনাপঞ্জি: সংযোজন) ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা |
(সংশোধন) ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা |
||
কবি মনোজ দাশগুপ্ত ষাটের দশকে বগুড়ার একজন স্বনামধন্য বিদ্রোহী কবি ও সম্পাদক ছিলেন। তাঁর জন্ম ৫ আগস্ট, ১৯৪৯ সালে বগুড়া শহরের শিববাটী মহল্লায়। তিনি মৃত্যুবরণ করেন ১৯৯৭ সালের ৬ সেপ্টেম্বর। তৎকালীন পূর্ব বাংলায় পাকিস্তানী শাসকগোষ্ঠীর শোষনের বিরুদ্ধে তিনি ছিলেন একজন অগ্রণী কলম-সৈনিক। তার জন্য তাঁকে বহুবার পাকিস্তানী প্রশাসনের নিপীড়ন সহ্য করতে হয়েছিল। তাঁর সংক্ষিপ্ত আত্মজীবনী অক্টোবর'২০১৭ সালে মুহম্মদ শহীদুল্লাহ্, পদধ্বনি প্রকাশন কর্তৃক প্রকাশিত 'পদধ্বনি' নামক গ্রন্থে সন্নিবেশিত আছে।
==পারিবারিক জীবন==
|
সম্পাদনা