জর্জ কিউকর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
পাতা তৈরি
 
InternetArchiveBot (আলোচনা | অবদান)
1টি উৎস উদ্ধার করা হল ও 0টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta14)
২৮ নং লাইন:
}}
 
'''জর্জ ডিউয়ি কিউকার''' ({{lang-en|George Dewey Cukor}}; জন্ম: [[৭ জুলাই]] [[১৮৯৯]] - [[২৪ জানুয়ারি]] [[১৯৮৩]])<ref name="বায়োগ্রাফি">{{ওয়েব উদ্ধৃতি|শিরোনাম=George D. Cukor|ইউআরএল=https://www.biography.com/people/george-d-cukor-9263048|ওয়েবসাইট=বায়োগ্রাফি|সংগ্রহের-তারিখ=৭ জুলাই ২০১৮|ভাষা=en-us|আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20180323045020/https://www.biography.com/people/george-d-cukor-9263048|আর্কাইভের-তারিখ=২৩ মার্চ ২০১৮|অকার্যকর-ইউআরএল=হ্যাঁ}}</ref> ছিলেন একজন মার্কিন চলচ্চিত্র পরিচালক। তিনি মূলত হাস্যরসাত্মক চলচ্চিত্র এবং সাহিত্যিক উপযোগকরণধর্মী চলচ্চিত্র নির্মাণের জন্য প্রসিদ্ধ। আরকেও স্টুডিওর প্রযোজনা বিভাগের প্রধান [[ডেভিড ও. সেলৎসনিক]] তাকে এই স্টুডিওর কয়েকটি চলচ্চিত্র পরিচালনার দায়িত্ব দেন। এই স্টুডিওর ''হোয়াট প্রাইস হলিউড?'' (১৯৩২), ''[[আ বিল অব ডিভোর্সমেন্ট (১৯৩২-এর চলচ্চিত্র)|আ বিল অব ডিভোর্সমেন্ট]]'' (১৯৩২), ''আওয়ার বেটার্স'' (১৯৩৩) ও ''[[লিটল ওমেন (১৯৩৩-এর চলচ্চিত্র)|লিটল ওমেন]]'' (১৯৩৩) চলচ্চিত্র নির্মাণ করে তার কর্মজীবন প্রসারিত হয়। সেলৎসনিক ১৯৩৩ সালে [[মেট্রো-গোল্ডউইন-মেয়ার|মেট্রো-গোল্ডউইন-মেয়ারে]] চলে গেলে কিউকারও তার সাথে সেই কোম্পানিতে যোগ দেন। তিনি সেখানে সেলৎসনিকের প্রযোজনায় ''ডিনার অ্যাট এইট'' (১৯৩৩) ও ''[[ডেভিড কপারফিল্ড (১৯৩৫-এর চলচ্চিত্র)|ডেভিড কপারফিল্ড]]'' (১৯৩৫) এবং [[আরভিং থালবার্গ|আরভিং থালবার্গের]] প্রযোজনায় ''[[রোমিও অ্যান্ড জুলিয়েট (১৯৩৬-এর চলচ্চিত্র)|রোমিও অ্যান্ড জুলিয়েট]]'' (১৯৩৬) ও ''ক্যামিল'' (১৯৩৬) চলচ্চিত্র নির্মাণ করেন।
 
কিউকার পরবর্তীতে ''[[দ্য ফিলাডেলফিয়া স্টোরি (চলচ্চিত্র)|দ্য ফিলাডেলফিয়া স্টোরি]]'' (১৯৪০), ''[[আ ডাবল লাইফ (১৯৪৭-এর চলচ্চিত্র)|আ ডাবল লাইফ]]'' (১৯৪৭), ''[[বর্ন ইস্টারডে (১৯৫০-এর চলচ্চিত্র)|বর্ন ইস্টারডে]]'' (১৯৫০) চলচ্চিত্র নির্মাণ করে [[শ্রেষ্ঠ পরিচালনার জন্য একাডেমি পুরস্কার|শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে একাডেমি পুরস্কারের]] মনোনয়ন লাভ করেন এবং ''[[মাই ফেয়ার লেডি]]'' (১৯৬৪) ছবির জন্য শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে একাডেমি পুরস্কার ও [[গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা পরিচালক - চলচ্চিত্র)|গোল্ডেন গ্লোব পুরস্কার]] অর্জন করেন। তিনি ১৯৮০-এর দশক পর্যন্ত চলচ্চিত্র নির্মাণ চালিয়ে যান।