শবে বরাত: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৪৭ নং লাইন:
 
== সম্পর্কিত প্রথা ==
[[ভারত]], [[পাকিস্তান]], [[বাংলাদেশ]], [[শ্রীলঙ্কা]], [[লেবানন]], [[ইরান]], [[আজারবাইজান]], [[তুরস্ক]], [[আফগানিস্তান]], [[উজবেকিস্তান]], [[তাজিকিস্তান]], [[কাজাকিস্তান]], [[তুর্কমেনিস্তান]] ও [[কিরগিজস্তান]]-এ মধ্য শাবান উদযাপিত হয়। [[সালাফি]] আরবগণ এই দিনটি পালন করে না, তাদের মতে এইরাতে বিশেষ কোনো ইবাদাতের নির্দেশ নেই। আরব বিশ্বে, [[সুফি]] ঐতিহ্যের আরবেরা ও [[শিয়া]]রা এই উৎসব পালন করে।

[[ইরান|ইরানে]] [[বারো ইমাম]] [[শিয়া]]রা শিয়া মতবাদের দ্বাদশ ইমাম মাহদির জন্মদিন হিসেবে এই দিনটি পালন করে। এই রাতে ইরানের সর্বত্র আলোক সাজসজ্জা করা হয়, দোয়া-মাহফিলের আয়োজন করা হয়।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://m.prothomalo.com/durporobash/article/1179786/ইরানের-শবে-বরাত-উৎসব|শিরোনাম=ইরানের শবে বরাত উৎসব|তারিখ=১৪ মে ২০১৭|ওয়েবসাইট=প্রথম আলো}}</ref> [[ইরাক|ইরাকে]] এই দিনে বাচ্চারা প্রতিবেশীর বাড়ি গেলে তাদেরকে মিষ্টিমন্ডা খেতে দেওয়া হয়। ইরাকি [[কুর্দিস্তান]] ও আফগানিস্তানের সুন্নি মুসলিমগণ রমযানের ১৫ দিন আগে এই পবিত্রদিন পালন করেন।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.livechennai.com/shab-e-barat.asp|শিরোনাম=Live Chennai: Shab-E-Barat – Festivals of India – Festivals in India – Muslim Festivals – Ramzan – Id-ul-fitr – Bakrid, Eid Mubarak|কর্ম=livechennai.com}}</ref> বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশে শবে বরাত উপলক্ষে প্রতিটি বাড়িতে আয়োজন করা হয় বিভিন্ন স্বাদের খাবার। এসবের মধ্যে রয়েছে রুটি, বিভিন্ন রুচির হালুয়া, সুজি, মিষ্টান্ন। বিকেলে বা সন্ধ্যায় পাড়া প্রতিবেশিদের মাঝে এসব খাবার বিতরণ ও পরিবেশন করা হয়। শবে বরাত উপলক্ষে বাংলাদেশের সরকারি-বেসরকারি বেতার ও টেলিভিশন চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করে। জাতীয় পত্রিকাগুলো এ দিন বিশেষ ক্রোড়পত্র ও সাময়িকী প্রকাশ করে। শবে বরাতের পর আসন্ন দিনটি বাংলাদেশে সাধারণ ছুটির দিন হিসবে পালিত হয়।

[[ইন্দোনেশিয়া|ইন্দোনেশিয়ায়]] কিছু মুসলমান মসজিদে উস্তাদ বা জাভা ও মাদুরায় কায়ি নামে পরিচিত ধর্মীয় নেতার বক্তৃতা (সেরামাহ) শোনে ও দলীয়ভাবে জিকির করে। ইন্দোনেশিয়ায় এই প্রথা পালিত হয় না বললেই চলে, তবে [[আচেহ]], পশ্চিম [[সুমাত্রা]] ও দক্ষিণ [[কালিমান্তা]] অঞ্চলে ব্যাপকভাবে পালিত হয়। [[দক্ষিণ এশিয়া]]য় মুসলিমগণ মিষ্টান্ন বানায় (বিশেষত [[হালুয়া]] বা [[জর্দা]]) ১৫ই শাবান সন্ধ্যার সময় প্রতিবেশী ও দরিদ্রদের দেওয়ার জন্য।<ref name="eventsinkarachi.com">{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://eventsinkarachi.com/shabebarat/|শিরোনাম=About: Shab-e-barat (شب برات)|কর্ম=Events In Karachi – Latest Event Updates- Articles – About Karachi}}</ref> [[বসনিয়া]]তেও শাবানের ১৫তম রাতে হালুয়া বিতরণের এই প্রথা পালিত হয়, এবং বাকি তিনটি পবিত্র দিনেও হালুয়া বিতরণ করা হয়ঃ [[শবে কদর]], [[শবে মেরাজ]] ও লাইলাতুল রাগাইব।
 
===ইমাম আল-মাহদীর জন্মদিন===