আবদুল জলিল (অধ্যাপক): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Jamsed Hossain Tipu (আলোচনা | অবদান)
চিত্র
Jamsed Hossain Tipu (আলোচনা | অবদান)
বানান সংশোধন, সংশোধন, সম্প্রসারণ
১২ নং লাইন:
 
==প্রারম্ভিক জীবন==
জলিল ১৯৪৮ সালের ৬ জুন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার হলদিঘর গ্রামে জন্মগ্রহণ করেন। তারতাঁর পিতার নাম আহমদ আলী ও মাতার নাম জেলেমুন নেসা। তিনি এই দম্পতির জ্যেষ্ঠ পুত্র। তিনি স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে যথাক্রমে ১৯৬৮ ও ১৯৬৯ সালে। [[কলকাতা বিশ্ববিদ্যালয়]] থেকে ১৯৮৬ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
 
==কর্মজীবন==
জলিলআবদুল জলিলের কর্মজীবনের প্রাথমিক পর্যায় অতিক্রান্ত হয় বাংলা একাডেমিতেএকাডেমির কিছুকালগবেষণা কাজকর্মকর্তা করেন।হিসেবে। পরবর্তীতেঅতঃপর ১৯৮৮ সালের ৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শিক্ষকতাসহকারী অধ্যাপক পদে যোগদান করেন। এরপরপ্রফেসর একইপদে প্রতিষ্ঠানেউন্নীত ফোকলোর,হন ১৯৯৬ সালে। তিনি বাংলা, ফোকলোর, নাট্যকলা ও সঙ্গীত বিভাগেরবিভাগে সভাপতির দায়িত্বওদায়িত্বে পালনঅধিষ্ঠিত করেন।ছিলেন। বর্তমানেঅতঃপর তিনি২০১৪ সালের ১লা নভেম্বর থেকে প্রথমে কো-অর্ডিনেটর অতঃপর ২০১৫ সালের ১৫ এপ্রিল থেকে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতেইউনিভার্সিটির উপ-উপাচার্য হিসেবেপদে দায়িত্ব পালন দায়িত্বরতকরে রয়েছেন।আসছেন।
 
==গবেষণা ও প্রকাশনা==
জলিল মূলত একজন গবেষক। তাঁর তত্ত্বাবধানে ৮জন এম.ফিল. এবং ৭জন পিএইচ.ডি. অর্জন করেছেন। তাঁর গবেষণা গ্রন্থের সংখ্যা ৩৪, মৌলিক গ্রন্থের সংখ্যা ৪। এর মধ্যে ৩টি উপন্যাস ও ১টি ছোটগল্প। এছাড়া রয়েছে তাঁর গবেষণামূলক অসংখ্য প্রবন্ধ। তাঁর গবেষণার বিশেষ ক্ষেত্র বাংলা সাহিত্য, ফোকলোর, নৃ-তত্ত্ব এবং ইতিহাস। তিনি অদ্যাবধি বাংলা সাহিত্যের বিভিন্ন অঙ্গনে গবেষণার কাজ অব্যাহত রেখে চলেছেন।
জলিল অদ্যাবধি ৪৬টি মৌলিক গবেষণাগ্রন্থ ও ৭১টি রচনা করেছেন। এছাড়া তাঁর তিনটি সুখপাঠ্য উপন্যাস ও একটি ছোটগল্পের গ্রন্থ রয়েছে।
 
===প্রবন্ধসমূহ===