স্যাম ওয়াটারস্টন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
'প্রারম্ভিক জীবন' পরিচ্ছেদ যোগ
InternetArchiveBot (আলোচনা | অবদান)
1টি উৎস উদ্ধার করা হল ও 0টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta14)
১৮ নং লাইন:
}}
 
'''স্যামুয়েল অ্যাটকিনসন ওয়াটারস্টন''' ({{lang-en|Samuel Atkinson Waterston}}; জন্ম: [[১৫ নভেম্বর]] [[১৯৪০]])<ref>{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=Sam Waterston |ইউআরএল=https://www.biography.com/people/sam-waterston-9542268 |ওয়েবসাইট=বায়োগ্রাফি |প্রকাশক=এঅ্যান্ডই টেলিভিশন নেটওয়ার্কস |সংগ্রহের-তারিখ=১৫ ফেব্রুয়ারি ২০১৯ |ভাষা=en-us |আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20190226084853/https://www.biography.com/people/sam-waterston-9542268 |আর্কাইভের-তারিখ=২৬ ফেব্রুয়ারি ২০১৯ |অকার্যকর-ইউআরএল=হ্যাঁ }}</ref> হলেন একজন মার্কিন অভিনেতা, প্রযোজক ও পরিচালক। পঞ্চাশ বছরের অধিক সময়ের কর্মজীবনে তিনি আশিটির অধিক চলচ্চিত্র ও টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। তিনি ''[[দ্য কিলিং ফিল্ডস (চলচ্চিত্র)|দ্য কিলিং ফিল্ডস]]'' (১৯৮৪) চলচ্চিত্রে সিডনি শানবার্গ অভিনয় করে [[শ্রেষ্ঠ অভিনেতার জন্য একাডেমি পুরস্কার|শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে অস্কার]], [[গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা অভিনেতা - নাট্য চলচ্চিত্র)|গোল্ডেন গ্লোব]] ও [[শ্রেষ্ঠ প্রধান চরিত্রে অভিনেতা বিভাগে বাফটা পুরস্কার|বাফটা পুরস্কারের]] মনোনয়ন লাভ করেন। তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল ''দ্য গ্রেট গ্যাটসবি'' (১৯৭৪), ''দ্য রুম আপস্টেয়ার্স'' (১৯৮৭), ''ক্রাইমস অ্যান্ড মিসডেমিনর্স'' (১৯৮৯), এবং ''দ্য ম্যান ইন দ্য মুন'' (১৯৯১)।
 
ওয়াটারস্টন ''আই উইল ফ্লাই অ্যাওয়ে'' টেলিভিশনে ধারাবাহিকে অভিনয় করে একটি [[গোল্ডেন গ্লোব পুরস্কার]] অর্জন করেন ও দুটি [[প্রাইমটাইম এমি পুরস্কার]]ের মনোনয়ন লাভ করেন। এছাড়া তিনি এনবিসি'র টেলিভিশন ধারাবাহিক ''[[ল অ্যান্ড অর্ডার]]''-এ জ্যাক ম্যাকয় চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন<ref>{{সংবাদ উদ্ধৃতি |শেষাংশ1=বেন্টলি |প্রথমাংশ1=জিন |শিরোনাম='Law and Order' Veteran Sam Waterston Previews Jack McCoy's 'SVU' Return |ইউআরএল=https://www.hollywoodreporter.com/live-feed/law-order-sam-waterston-jack-mccoys-svu-return-1082633 |সংগ্রহের-তারিখ=১৫ ফেব্রুয়ারি ২০১৯ |কর্ম=[[দ্য হলিউড রিপোর্টার]] |তারিখ=৭ ফেব্রুয়ারি ২০১৮ |ভাষা=en}}</ref> এবং একাধিক গোল্ডেন গ্লোব, প্রাইমটাইম এমি ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার অর্জন করেন। ব্রডওয়ে মঞ্চে তিনি ''অ্যাব লিংকন ইন ইলিনয়'' নাটকে অভিনয় করে একটি [[টনি পুরস্কার]] ও একটি ড্রামা ডেস্ক পুরস্কারের মনোনয়ন লাভ করেন।