আইনুন নিশাত: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Moheen (আলোচনা | অবদান)
সংশোধন
১৭ নং লাইন:
}}
 
'''আইনুন নিশাত''' (জন্ম [[২৯ এপ্রিল|২৯শে এপ্রিল]], [[১৯৪৮]]) হলেন বাংলাদেশী ইমেরিটাস অধ্যাপক, এবং পানি সম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ। তিনি ২০০৯ সালে [[জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন]]সহ আরও কিছু আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন। ২০১৭ সালে [[বাংলা একাডেমি]] তাকে [[বাংলা একাডেমি ফেলোশিপ|সম্মানসূচক ফেলোশিপ]] প্রদান করে।<ref>{{সংবাদ উদ্ধৃতি|শিরোনাম=বাংলা একাডেমির সম্মানসূচক ফেলোশিপ পেলেন যারা|ইউআরএল=https://www.jugantor.com/national/1068/বাংলা-একাডেমির-সম্মানসূচক-ফেলোশিপ-পেলেন-যারা|সংগ্রহের-তারিখ=১৫ ফেব্রুয়ারি ২০১৮|কর্ম=[[দৈনিক যুগান্তর]]|তারিখ=৩০ ডিসেম্বর ২০১৭}}</ref>
 
==প্রারম্ভিক জীবন==
আইনুন নিশাত ১৯৪৮ সালের ২৯ এপ্রিল তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান [[বাংলাদেশ]]) [[কিশোরগঞ্জ জেলা]]র [[বাজিতপুর উপজেলা]]য় জন্মগ্রহণ করেন। তার পিতা [[গাজী শামছুর রহমান]] ছিলেন একজন স্বনামধন্য বাংলাদেশী আইনবিদ ও আইন সংস্কারক। তার জন্মের সময় তার পিতা বাজিতপুরে সহকারী জর্জ হিসেবে কর্মরত ছিলেন। তার শৈশবে তার বাবা বদলি হন [[জামালপুর জেলা|জামালপুর]], [[মুন্সিগঞ্জ জেলা|মুন্সিগঞ্জ]] ও [[পঞ্চগড় জেলা|পঞ্চগড়ে]]। এই সময়ে তিনি কোন বিদ্যালয়ে পড়াশুনা করেন নি।করেননি। তার বাবা পঞ্চগড়ে বদলি হওয়ার পর তিনি সেখানে প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে একেবারে তৃতীয় শ্রেণিতে ভর্তি হন। এই স্কুলে তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে পড়ার পর তার বাবার বদলি হয় [[বগুড়া জেলা|বগুড়ায়]]।

বগুড়া জিলা স্কুলে তিনি তিন-চার মাস পড়াশুনা করেন। পরে তার বাবার বদলি হয় [[নোয়াখালী জেলা]]য়। নোয়াখালী জিলা স্কুলে পঞ্চম শ্রেণির পাঠ শেষ করেন। পরে তার বাবা বদলি হন [[সিলেট জেলা|সিলেটে]]। সিলেট থেকে আসেন ঢাকায়। ঢাকায় ছয়মাস থাকাকালীন পড়াশুনা করেন ওয়েস্ট অ্যান্ড হাই স্কুলে। ঢাকা থেকে বদলি হন [[দিনাজপুর জেলা|দিনাজপুরে]]। সেখানে দুই বছর পড়াশুনা করেন দিনাজপুর জিলা স্কুলে। সেখান থেকে আবার ঢাকা আসেন এবং নিশাত ভর্তি হন [[ঢাকা কলেজিয়েট স্কুল|ঢাকা কলেজিয়েট স্কুলে]]। এই স্কুল থেকে ১৯৬৩ সালে তিনি মেট্রিক পাশ করেন।<ref name="পানি-জলবায়ু">{{সংবাদ উদ্ধৃতি |প্রথমাংশ=ফারুক |শেষাংশ=আহমেদ |শিরোনাম=পানি, জলবায়ু এবং একজন আইনুন নিশাত |ইউআরএল=http://www.ittefaq.com.bd/print-edition/pothikrit/2017/02/01/172804.html |সংবাদপত্র=[[দৈনিক ইত্তেফাক]] |তারিখ=১ ফেব্রুয়ারি ২০১৭ |সংগ্রহের-তারিখ=৩ আগস্ট ২০১৭}}</ref>
 
মেট্রিক পাস করে ভর্তি হন [[নটর ডেম কলেজ|নটর ডেম কলেজে]] ভর্তি হন। কলেজে একাদশ শ্রেণিতে থাকাকালীন একটি পরীক্ষামূলক বোর্ড পরীক্ষা হয়। নিশাতদের ব্যাচই একমাত্র ব্যাচ যারা নবম, দশক, একাদশ ও দ্বাদশ শ্রেণিতে বোর্ডে পরীক্ষা দিয়েছে। একাদশ শ্রেণির পরীক্ষার পর তার বাবার ফরিদপুর জেলায় বদলি হয়। নটর ডেম কলেজের হোস্টেলের বেহাল অবস্থার জন্য তিনি ফরিদপুর চলে যান এবং রাজেন্দ্র কলেজে ভর্তি হন। এই কলেজ থেকে ১৯৬৫ সালে তিনি ইন্টারমিডিয়েট পাস করেন।<ref name="পানি-জলবায়ু"/> পরে তিনি [[বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়]] থেকে [[পুরকৌশল]] বিষয়ে বিএসসি এবং পানি সম্পদ প্রকৌশল বিষয়ে এমএসসি ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৮১ সালে স্কটল্যান্ডের গ্লাসগোর [[স্ট্রাথক্লাইড বিশ্ববিদ্যালয়]] থেকে পুরকৌশল বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।<ref name=cv>{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=Curriculum Vitae - Ainun Nishat |ইউআরএল=http://unfccc.int/files/kyoto_mechanisms/compliance/application/pdf/compcom_ainun_nishat.pdf |সংগ্রহের-তারিখ=৩ আগস্ট ২০১৭}}</ref>