রুনি মেয়ারা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
InternetArchiveBot (আলোচনা | অবদান)
1টি উৎস উদ্ধার করা হল ও 0টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta14)
১৮ নং লাইন:
}}
 
'''প্যাট্রিসিয়া রুনি মেয়ারা''' ([[ইংরেজি ভাষা|ইংরেজি]]: Patricia Rooney Mara, {{IPAc-en|ˈ|m|ɛər|ə}} {{respell|MAIR|ə}};<ref>{{cite podcast |url=https://soundcloud.com/happysadconfused/kate-mara |title=Kate Mara |website=Happy Sad Confused |publisher=SoundCloud |host=Josh Horowitz |date=২৩ ফেব্রুয়ারি ২০১৪ |time=1:53 |accessdate=১৭ এপ্রিল ২০১৮}}</ref>(জন্ম ১৭ এপ্রিল ১৯৮৫)<ref name=biography.com>{{ওয়েব উদ্ধৃতি| ইউআরএল=https://www.biography.com/people/rooney-mara-21071361|শিরোনাম=Rooney Mara: Film Actress (1985–)|ভাষা=ইংরেজি|প্রকাশক=বায়োগ্রাফি|সংগ্রহের-তারিখ=১৭ এপ্রিল ২০১৮|আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20180322234812/https://www.biography.com/people/rooney-mara-21071361|আর্কাইভের-তারিখ=২২ মার্চ ২০১৮|অকার্যকর-ইউআরএল=হ্যাঁ}}</ref> হলেন একজন মার্কিন অভিনেত্রী। তিনি কয়েকটি স্বাধীন চলচ্চিত্রে পার্শ্ব ভূমিকায় কাজের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন, যার মধ্যে রয়েছে ''ট্যানার হল'' (২০০৯), ''আ নাইটমেয়ার অন এল্ম স্ট্রিট'' এবং জীবনীমূলক নাট্যধর্মী ''[[দ্য সোশ্যাল নেটওয়ার্ক]]'' (২০১০)।
 
২০১১ সালে মেয়ারা [[ডেভিড ফিঞ্চার]] পরিচালিত ''[[দ্য গার্ল উইথ দ্য ড্রাগন ট্যাটু (২০১১-এর চলচ্চিত্র)|দ্য গার্ল উইথ দ্য ড্রাগন ট্যাটু]]'' ছবিতে নাম ভূমিকায় অভিনয়ের মাধ্যমে সমাদৃত হন এবং পরিচিতি লাভ করেন। এই কাজের জন্য তিনি [[শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য একাডেমি পুরস্কার|শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার]] ও [[গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা অভিনেত্রী - নাট্য চলচ্চিত্র)|গোল্ডেন গ্লোব পুরস্কারের]] মনোনয়ন লাভ করেন। ২০১৩ সালে তিনি থ্রিলারধর্মী ''সাইড ইফেক্টস'', স্বাধীন নাট্যধর্মী ''এইন্ট দেম বডিজ সেন্ট্‌স'' ও বিজ্ঞান কল্পকাহিনী ''[[হার (চলচ্চিত্র)|হার]]'' এবং ২০১৪ সালে ''ট্র্যাশ'' ছবিগুলোতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন। ২০১৫ সালে তিনি টড হেইন্সের প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র ''[[ক্যারল (চলচ্চিত্র)|ক্যারল]]''-এ অভিনয় করে সামদৃত হন এবং ২০১৫ [[কান চলচ্চিত্র উৎসব|কান চলচ্চিত্র উৎসবে]] যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেন এবং [[শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য একাডেমি পুরস্কার|শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার]], [[গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা অভিনেত্রী - নাট্য চলচ্চিত্র)|গোল্ডেন গ্লোব পুরস্কার]], [[শ্রেষ্ঠ প্রধান চরিত্রে অভিনেত্রী বিভাগে বাফটা পুরস্কার|বাফটা পুরস্কার]], ও [[স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার|স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারের]] মনোনয়ন লাভ করেন।