মাহফুজ উল্লাহ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
+
১ নং লাইন:
{{Infobox person
| name =মাহফুজ উল্লাহ
| image =
| caption =
| birth_date = {{Birth date|১৯৫০|০৩|১০|df=yes}}
| birth_place = [[নোয়াখালী]], [[ব্রিটিশ ভারত]]
|death_date={{Death date and age|২০১৯|০৪|২১|১৯৫০|০৩|১০|df=yes}}
| death_place = [[ব্যাংকক]], থাইল্যান্ড
| nationality = বাংলাদেশি
| occupation = সাংবাদিক, টেলিভিশন ব্যক্তিত্ব
| alma_mater = [[ঢাকা বিশ্ববিদ্যালয়]]
| awards =
}}
'''মাহফুজ উল্লাহ''' (১০ মার্চ ১৯৫০ - ২১ এপ্রিল ২০১৯) ছিলেন একজন বাংলাদেশি লেখক, সাংবাদিক, টেলিভিশন ব্যক্তিত্ব ও পরিবেশবিদ।
 
==প্ররম্ভিক জীবন==
মাহফুজ ১৯৫০ সালের ১০ মার্চ নোয়াখালীতে[[নোয়াখালী]]তে জন্মগ্রহণ করেন। তিনি [[ঢাকা বিশ্ববিদ্যালয়]] থেকে পদার্থবিদ্যাপদার্থবিদ্যায় স্নাতক ও সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তৎকালীন [[বাংলাদেশ ছাত্র ইউনিয়ন|পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের]] কর্মী হিসেবে [[এগারো দফা কর্মসূচী|ঊনসত্তরের ১১ দফা আন্দোলনে]] অংশগ্রহণ করেন। পরবর্তীতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। ছাত্র রাজনীতির কারণে [[আইয়ুব খান|আইয়ুব খানের]] সামরিক শাসনামলে তাকে [[ঢাকা কলেজ]] থেকে বহিষ্কার করা হয়।
 
== কর্মজীবন ==
ছাত্রাবস্থাতেই মাহফুজ উল্লাহ সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িয়ে পড়েন। ১৯৭২ সালে [[সাপ্তাহিক বিচিত্রারবিচিত্রা]]র জন্মলগ্ন থেকেই তিনি এ পত্রিকার সঙ্গে জড়িত ছিলেন। মাঝে [[চীন]] গণপ্রজাতন্ত্রে বিশেষজ্ঞ হিসেবে, কোলকাতাস্থকলকাতাস্থ বাংলাদেশ উপদূতাবাসে কাজ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজশিক্ষকতা করেন। বিভিন্ন সময়ে বাংলাদেশের নেতৃস্থানীয় বাংলা ও ইংরেজি দৈনিকে কাজ করেছেন। রেডিও ও টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপনাও করেছেন। মৃত্যুর পূর্বে তিনি [[ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি]] সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
 
== গ্রন্থ ==
বিভিন্ন বিষয়ে মাহফুজ উল্লাহ বাংলা ও ইংরেজি ভাষায় ৫০-এর অধিক গ্রন্থ রচনা করেছেন। যার মধ্যে বেশ কিছু পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে সহায়ক গ্রন্থ হিসেবে সংগ্রহিত আছে। তার গ্রন্থসমূহের মধ্যে উল্লেখযোগ্য হল:
* বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়া: রাজনৈতিক জীবনী
* President Zia of Bangladesh : A political Biography
* যাদুর লাউ
* যে কথা বলতে চাই
* অভ্যুত্থানের ঊনসত্তর
* পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন : গৌরবের দিনলিপি (১৯৫২-৭১)
*উলফা ও অ্যাসোসিয়েশন ইন আসাম
*ULFA & THE INSURGENCY IN ASSAM
 
==মৃত্যু==
মাহফুজ ২০১৯ সালের ২১ এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। ২ এপ্রিল নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হলে তাকে ঢাকায়র একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং ১১ এপ্রিল ব্যাংককের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
 
==তথ্যসূত্র==