রায়ান ওনিল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
কর্মজীবন
→‎কর্মজীবন: সম্প্রসারণ
৩০ নং লাইন:
==কর্মজীবন==
===পেটন প্লেস===
১৯৬৪ সালে তিনি [[আমেরিকান ব্রডকাস্টিং কোম্পানি|এবিসির]] রাত্রীকালীন সোপ অপেরা ''পেটন প্লেস''-এ রোডনি হ্যারিংটন চরিত্রে কাজের জন্য নির্বাচিত হন। ওনিল বলেন তিনি এই চরিত্রে কাজের সুযোগ পান কারণ স্টুডিওটি তরুণ ডগ ম্যাক্লুরের খোঁজ করছিল।<ref>{{সংবাদ উদ্ধৃতি |শিরোনাম=Ryan O'Neal-Iron Man of Television |কর্ম=[[লস অ্যাঞ্জেলেস টাইমস]] |তারিখ=১৮ মার্চ ১৯৬৬ |পাতা=c15।c15}}</ref> ধারাবাহিকটি ব্যাপক সফলতা লাভ করে এবং ওনিল এই কাজের জন্য খ্যাতি অর্জন করেন। এই ধারাবাহিকের অন্যান্যরা চলচ্চিত্রে অভিনয়ের ডাক পান, যেমন [[মিয়া ফ্যারো]] (''রোজাম্যারিস বেবি'') ও বারবারা পারকিন্স (''দ্য ভ্যালি অব দ্য ডলস'') এবং ওনিলও চলচ্চিত্রে কাজের ইচ্ছা পোষণ করেন।<ref>{{সংবাদ উদ্ধৃতি |শেষাংশ1=ক্রফোর্ড |প্রথমাংশ1=লিন্ডা। |শিরোনাম='Who Wants to See Happiness?' Asks Ryan O'Neal of Peyton Place |কর্ম=শিকাগো ট্রিবিউন |তারিখ=১০ জুলাই ১৯৬৬ |পাতা=j13}}</ref>
 
===লাভ স্টোরি ও পেপার মুন===
১৯৭০ সালের তিনি ''দ্য গেমস'' চলচ্চিত্রের অলিম্পিক মল্লক্রীড়াবিদ চরিত্রে অভিনয় করেন, ছবিটি তেমন সফলতা অর্জন করতে পারেনি। তবে ''দ্য গেমস''-এর সহ-রচয়িতা [[এরিক সেগাল]] তার উপন্যাস ও চিত্রনাট্যে ''[[লাভ স্টোরি (১৯৭০-এর চলচ্চিত্র)|লাভ স্টোরি]]'' (১৯৭০) চলচ্চিত্রের মুখ্য চরিত্রে কাজের জন্য ওনিলের নাম সুপারিশ করেন। বিউ ব্রিজেস ও [[জন ভইট]]-সহ আরো কয়েকজন অভিনেতা এই চরিত্রে কাজের প্রস্তাব প্রত্যাখান করার পর ওনিলকে এই কাজের জন্য প্রস্তাব দেওয়া হয়। তার পারিশ্রমিক ছিল ২৫,০০০ মার্কিন ডলার; ওনিল বলেন জেরি লুইসের একটি চলচ্চিত্রে কাজের জন্য তিনি এর পাঁচগুণ পারিশ্রমিকের প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু তিনি জানতেন ''লাভ স্টোরি'' তাকে বেশির সমৃদ্ধি এনে দিবে এবং তিনি এই কাজের প্রস্তাবটিই গ্রহণ করেন।<ref>{{সংবাদ উদ্ধৃতি |শেষাংশ1=হ্যাভার |প্রথমাংশ1=জয়েস |শিরোনাম=Ryan O'Neal Has Plenty of Stories |কর্ম=[[লস অ্যাঞ্জেলেস টাইমস]] |তারিখ=৬ ডিসেম্বর ১৯৭০ |পাতা=v31}}</ref> [[প্যারামাউন্ট পিকচার্স]]ের স্টুডিও প্রধান রবার্ট ইভান্স, যিনি এই চলচ্চিত্রের মুখ্য নারী চরিত্রে অভিনয়কারী [[অ্যালি ম্যাকগ্র]]কে বিয়ে করেছিলেন, জানান যে তারা ১৪ জন অভিনেতার পরীক্ষা নেন, কিন্তু কেউই ওনিলের সাথে তুলনাযোগ্য ছিলেন না। তিনি বলেন, এই চরিত্রটি ছিল "[[ক্যারি গ্র্যান্ট]]ের চরিত্রের মত - একজন অনুভূতিসম্পন্ন সুদর্শন মুখ্য পুরুষ চরিত্র।"<ref>{{সংবাদ উদ্ধৃতি |শিরোনাম=Ryan O'Neal, Ali to Play 'Love Story |কর্ম=[[লস অ্যাঞ্জেলেস টাইমস]] |তারিখ=৪ নভেম্বর ১৯৬৯ |পাতা=e12}}</ref>
 
এই চলচ্চিত্র নির্মাণ ও মুক্তির মধ্যবর্তী সময়ে তিনি এরিক অ্যাম্বলার রচিত টিভি চলচ্চিত্র ''লাভ হেট লাভ'' (১৯৭১)-এ অভিনয় করে ভালো রেটিং অর্জন করেন। এছাড়া তিনি পরিচালক [[ব্লেক এডওয়ার্ডস]]ের পশ্চিমা ধাঁচের ''ওয়াইল্ড রোভারস'' (১৯৭২) চলচ্চিত্রে [[উইলিয়াম হোল্ডেন]]ের সাথে অভিনয় করেন।
''লাভ স্টোরি'' বক্স অফিসে সফলতা অর্জন করে এবং ওনিল তার অভিনয়ের জন্য [[শ্রেষ্ঠ অভিনেতার জন্য একাডেমি পুরস্কার|শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে অস্কার]] ও [[গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা অভিনেতা - নাট্য চলচ্চিত্র)|সেরা নাট্য চলচ্চিত্র অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের]] মনোনয়ন লাভ করেন।
 
''লাভ স্টোরি'' বক্স অফিসে সফলতা অর্জন করে এবং ওনিল তারকা খ্যাতি অর্জন করেন ও তার অভিনয়ের জন্য [[শ্রেষ্ঠ অভিনেতার জন্য একাডেমি পুরস্কার|শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে অস্কার]] ও [[গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা অভিনেতা - নাট্য চলচ্চিত্র)|সেরা নাট্য চলচ্চিত্র অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের]] মনোনয়ন লাভ করেন। তবে ওনিল তাকে তার সহ-শিল্পী ম্যাকগ্রর মত লভ্যাংশ না দেওয়ায় তিনি অপ্রসন্ন ছিলেন।<ref name="এলএ-১৯৭৮">{{সংবাদ উদ্ধৃতি |শিরোনাম=Ryan O'Neal: Does Father Know Best? |কর্ম=[[লস অ্যাঞ্জেলেস টাইমস]] |তারিখ=২৩ জুলাই ১৯৭৮ |পাতা=v24}}</ref><ref name="সিস্কেল-১৯৮৪">{{সংবাদ উদ্ধৃতি |শেষাংশ1=সিস্কেল |প্রথমাংশ1=জিন |শিরোনাম=Movies: Ryan revives--what happened to this guy, anyway? |কর্ম=শিকাগো ট্রিবিউন |তারিখ=৩০ সেপ্টেম্বর ১৯৮৪ |পাতা=l5}}</ref>
 
===পেপার মুন===
তিনি ''[[পেপার মুন (চলচ্চিত্র)|পেপার মুন]]'' (১৯৭৩) চলচ্চিত্রে তার কন্যা [[ট্যাটুম ওনিল]]ের সাথে অভিনয় করেন। ট্যাটুম তার কাজের জন্য [[শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য একাডেমি পুরস্কার|শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে অস্কার]] অর্জন করেন এবং রায়ান [[গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা অভিনেতা - সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র)|সেরা সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের]] মনোনয়ন লাভ করেন। ১৯৭৩ সালে রায়ান প্রদর্শকদের ভোটে [[ক্লিন্ট ইস্টউড]]ের পরে দেশের দ্বিতীয় জনপ্রিয় তারকার খ্যাতি অর্জন করেন।<ref>{{বই উদ্ধৃতি |শেষাংশ1=স্টেইনবার্গ |প্রথমাংশ1=কবেট |শিরোনাম=Film Facts |তারিখ=১৯৮০ |প্রকাশক=ফ্যাক্টস অন ফাইল ইনকর্পোরেটেড |অবস্থান=নিউ ইয়র্ক |আইএসবিএন=0-87196-313-2 |পাতা=৬০}}</ref>
 
==পুরস্কার ও মনোনয়ন==