রায়ান ওনিল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
পুরস্কার ও মনোনয়ন
প্রারম্ভিক জীবন
২২ নং লাইন:
 
তিনি পিটার বগদানভিচের ''হোয়াট্‌স আপ, ডক?'' (১৯৭২), [[স্ট্যানলি কুবরিক]]ের ''ব্যারি লিন্ডন'' (১৯৭৫) ও [[রিচার্ড অ্যাটনবারা]]র ''[[আ ব্রিজ টু ফার (চলচ্চিত্র)|আ ব্রিজ টু ফার]]'' (১৯৭৭) চলচ্চিত্রে অভিনয় করে সফলতা অর্জন করেন। ১৯৮০-এর দশকের শেষভাগ থেকে তার জনপ্রিয়তা কমতে শুরু করে এবং তিনি ''টাফ গাইজ ডোন্ট ড্যান্স'' (১৯৮৮) ও ''বার্ন হলিউড বার্ন'' (১৯৯৮) চলচ্চিত্রে অভিনয় করে সবচেয়ে বাজে অভিনেতা বিভাগে রাসবেরি পুরস্কারে মনোনীত হন। তাকে টিভি ধারাবাহিক ''বোনস'' (২০০৫-২০১৭)-এ ধারবাহিকটির কেন্দ্রীয় চরিত্রের পিতা চরিত্রে দেখা যায়। এছাড়া ২০১৫ সালে তিনি ''নাইট অব কাপস'' চলচ্চিত্রে অভিনয় করেন এবং ''ইউনিটি'' প্রামাণ্যচিত্র বর্ণনাকারী হিসেবে কাজ করেন।
 
==প্রারম্ভিক জীবন==
ওনিল ১৯৪১ সালের ২০শে এপ্রিল [[ক্যালিফোর্নিয়া]] অঙ্গরাজ্যের [[লস অ্যাঞ্জেলেস]] শহরে জন্মগ্রহণ করেন। তিনি ঔপন্যাসিক ও চিত্রনাট্যকার [[চার্লস ওনিল]] ও অভিনেত্রী প্যাট্রিশিয়া রুথ ওলগা (ক্যালাগান; ১৯০৭-২০০৩)-এর জ্যেষ্ঠ সন্তান।<ref name="ফিল্ম-রেফারেন্স">{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=Charles O'Neal Biography (1904-1996) |ইউআরএল=http://www.filmreference.com/film/33/Charles-O-Neal.html |ওয়েবসাইট=ফিল্ম রেফারেন্স |সংগ্রহের-তারিখ=২০ এপ্রিল ২০১৯}}</ref> তার পিতা আইরিশ ও ইংরেজ বংশোদ্ভূত এবং মাতা তার মাতামহের দিক থেকে আইরিশ ও মাতামহীর দিক থেকে আশকেনাৎসি ইহুদি বংশোদ্ভূত।<ref>{{ওয়েব উদ্ধৃতি |শেষাংশ1=ব্লুম |প্রথমাংশ1=নেট |শিরোনাম=celebrity jews |ইউআরএল=https://www.jweekly.com/2014/01/03/celebrity-jews-01-02-14/ |ওয়েবসাইট=জে উয়িকলি |সংগ্রহের-তারিখ=২০ এপ্রিল ২০১৯ |ভাষা=en-US |তারিখ=৩ জানুয়ারি ২০১৪}}</ref> তার ভাই কেভিন একজন অভিনেতা ও চিত্রনাট্যকার।<ref name="ফিল্ম-রেফারেন্স"/>
 
ওনিল লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সিটি হাই স্কুলে পড়াশোনা করেন এবং সেখানে গোল্ডেন গ্লোবস মুষ্টিযোদ্ধা হওয়ার প্রশিক্ষণ গ্রহণ করেন। ১৯৫০-এর দশকের শেষভাগে তার পিতা ''সিটিজেন সোলজার'' টেলিভিশন ধারাবাহিকের লেখনীর কাজ পান, এবং তারা সপরিবারে মিউনিখে চলে যায়। সেখানে রায়ান মিউনিখ আমেরিকান হাই স্কুলে পড়াশোনা করেন।
 
==পুরস্কার ও মনোনয়ন==