সনাতন গোস্বামী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Biswadip Bhattacharjee (আলোচনা | অবদান)
বিষয়বস্তু যোগ, রচনাশৈলী, সম্প্রসারণ, অনুবাদ
Biswadip Bhattacharjee (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
৯ নং লাইন:
তাদের পিতৃবিয়োগের পর শ্রী সনাতন গোস্বামী খানিকটা বাধ্য হয়েই বাংলার তৎকালীন নতুন শাসক আলাউদ্দিন হুশেন শাহের দরবারে শাকর মল্লিক (ট্রেজারার) পদে আসীন হন, এবং শ্রী রূপ গোস্বামী বৃত হন দবীর-ই-খাস (ব্যক্তিগত সচিব) পদে।
 
== চৈতন্যদেবের সাথে প্রথম সাক্ষাৎকার== ==
শ্রী রূপ এবং সনাতন গোস্বামী ফতেহবাদে তৎকালীন সরকারের কাছ থেকে প্রাপ্ত জমিতে সুবিশাল অট্টালিকা বানিয়েছিলেন, যেখানে তারা বসবাস করতেন। অবশ্য তাদের রামকেলিতেও বাসগৃহ ছিল। ১৫১৩ সালেই আসে সেই শুভক্ষ্ণ। রামকেলির পূণ্যভূমিতেই পূজ্যপাদ শ্রী শ্রী মহাপ্রভু চৈতন্যদেবের সাথে সনাতন এবং অন্য দুই ভাইয়ের ঘটে প্রথম সাক্ষাৎকার। প্রথম সাক্ষাৎকারের পরেই মহাপ্রভু এই তিন ভাইয়ের নামকরণ করেন যথাক্রমে সনাতন, রূপ এবং অনুপম। মহাপ্রভুর সাথে এই অভূতপূর্ব যোগাযোগের পরেই তিন ভাই সিদ্ধান্ত নেন যে তারা শ্রী চৈতন্যদেবের শিষ্যত্ব গ্রহণ করবেন। এ বিশ্ব চরাচরে কৃষ্ণ প্রেম বিতরণ ও ভগবৎ দর্শন প্রচারে বাকী জীবন অতিবাহিত করবেন এবং শ্রী চৈতন্যদেবের প্রব্রজ্যার অনুগামী হবেন।