সোনাদিয়া ইউনিয়ন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
৮৬ নং লাইন:
 
== হাট-বাজার ==
সোনাদিয়া ইউনিয়নের প্রধান প্রধান হাট-বাজারগুলো হল মাইজদী বাজার, বাংলাবাজার, চৌরাস্তা বাজার, জবেদ আলী বাজার, সেকু মার্কেট, সোনাদিয়া বাজার]], সুইজের বাজার, কেঞ্জাখালী বাজার, তেমুনী বাজার।<ref>{{বই উদ্ধৃতি | শিরোনাম=তিলোত্তমা হাতিয়ার: ইতিহাস ও ঐতিহ্য |পাতা=৩৫ |লেখক= ড. মোহাম্মদ আমিন}}</ref><ref>{{বই উদ্ধৃতি | শিরোনাম=সম্ভাবনাময় হাতিয়া বাংলার সিঙ্গাপুর|পাতা=১৩২- |লেখক=মোঃ রিপাজ উদ্দিন}}</ref>
[[স্বাধীনতা]]র পূর্বে [[চর চেংগা বাজারে]] হাট বসত। এটি [[সোনাদিয়া ইউনিয়নে]]র প্রাচীন বাজার। কারন তখনকার সময়ে মানুষ [[নৌকা]] দিয়ে চলাফেরা করত। [[চর চেংগা বাজার]]টি [[মেঘনা নদী]]র তীরে এবং [[চেংগার খালের]] পাশে ছিল বলে এ বাজারে ব্যবসা বানিজ্য গড়ে উঠেছিল। মঙ্গলীয় নেতা [[চেংগীস খাঁন]] নৌ যাত্রা পথে এ বাজারে এসেছেন বলে তার নামুসারে [[চর চেঁংগা নামকরন]] করা হয়।
<ref>{{বই উদ্ধৃতি | শিরোনাম=তিলোত্তমা হাতিয়ার: ইতিহাস ও ঐতিহ্য |পাতা=৩৫ |লেখক= ড. মোহাম্মদ আমিন}}</ref>
আদি [[হাতিয়া]]র [[মাইজচরার]] অধীবাসিরা নদী ভাঙ্গনের পরে এ অঞ্চলে বসবাস শুরু করে।তাদের পূর্বের ঐতিহ্যকে ধারন করে [[মাইজচরা নামকরন]] করা হয়। স্বাধীনতার পরবর্তীতে [[মাইজদী বাজার]] গঠিত হয়। ৬ টি পয়েন্টের মাঝখান ছিল বলে এটি [[মাইজদী বাজার নামকরন]] করা হয়। আশির দশকে [[বাংলা বাজারে]]র [[হাট]] বসানো হয় তৎকালীন চেয়ারম্যান [[মোজাম্মেল হক]]। রাজনৈতিক সুবিধার্থে তিনি এ বাজার প্রতিষ্ঠা করেন তবে কেন বাংলা বাজার দিল তা জানা যায়নি। এছাড়াও চার রাস্তার মাথায় বাজার উঠেছে বলে [[চৌরাস্তা বাজার নামকরন]] করা হয়, [[জবেদ আলী মিয়ার]] নামানুসারে [[জবেদ আলী বাজার নামকরন]] করা হয়। [[সেকু মেম্বারের]] নামানুসারে [[সেকু মার্কেট নামকরন]] করা হয়।[[মানিক বাজারে]]র বর্তমান নাম [[সোনাদিয়া বাজার]]। [[সোনাদিয়া ইউনিয়নে]]র নামানুসারে এ বাজারের নামকরন করা হয়। [[সুইজ গেটে]]র নামানুসারে [[সুইজের বাজার নামকরন]] করা হয়, খালের পাড়ে প্রচুর [[কেঞ্জাগাছ]] ছিল বলে [[কেঞ্জাখালী বাজার]] নামকরন করা হয়, তিন রাস্তার মাথায় বাজার গড়ে উঠেছে বলে [[তেমুনী বাজার]] নামকরন করা হয় এবং [[মনিদুল হকে]]র নামানুসারে [[মদিন নগর নামকরন]] করা হয়। মদিন নগরের পূর্ব নাম ছিল ১৮-২০। [[ম্যাজিষ্ট্রেট হিলটনে]]র নামে একটি রাস্তা [[হিলটন রোড় রাখা]] হয়।<ref>{{বই উদ্ধৃতি | শিরোনাম=সম্ভাবনাময় হাতিয়া বাংলার সিঙ্গাপুর|পাতা=১৩২- |লেখক=মোঃ রিপাজ উদ্দিন}}</ref>
 
== দর্শনীয় স্থান ==