গ্রেট সল্ট লেক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
20টি উৎস উদ্ধার করা হল ও 0টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta14)
InternetArchiveBot (আলোচনা | অবদান)
21টি উৎস উদ্ধার করা হল ও 0টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta14)
১২৮ নং লাইন:
হ্রদের তীড় ঘেষে নির্মিত সৌর বাষ্পীভবন পুকুরগুলোতে লবণ এবং ব্রাইন উৎপন্ন হয়। হ্রদ থেকে আহোরিত হয় বিভিন্ন খনিজ পদার্থ; যেমন- [[সোডিয়াম ক্লোরাইড]], সল্ট আইস, [[পটাশিয়াম সালফেট]] (বাণিজ্যিক সার হিসেবে ব্যবহৃত), [[ম্যাগনেসিয়াম-ক্লোরাইড]] ব্রাইন (ম্যাগনেশিয়াম ধাতুর উৎপাদনে ব্যবহৃত), [[ক্লোরিন গ্যাস]]। ইউএস ম্যাগনেশিয়াম কোম্পানি হ্রদের দক্ষিণ-পশ্চিম পার্শ্বে একটি কারখানাতে [[ম্যাগনেসিয়াম]] উৎপাদন করে। কোম্পানিটি বিশ্বের মোট উৎপাদিত ম্যাগনেশিয়ামের ১৪% উৎপাদন করে থাকে, যা অন্য যেকোন মার্কিন কোম্পানির চেয়ে বেশি।<ref name="Economic powerhouse"/> হ্রদের উপর নির্ভরশীল খনিজ সম্পদ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ইউটা অঙ্গরাজ্য সরকারকে রাজস্ব প্রদান করে, কারণ এই হ্রদের মালিকানা প্রাদেশিক সরকারের।<ref name="UGS Salt">[http://geology.utah.gov/online/PI-39/pi39pg11.htm What minerals are produced from Great Salt Lake?] {{ওয়েব আর্কাইভ|ইউআরএল=https://web.archive.org/web/20101108155232/http://geology.utah.gov/online/PI-39/pi39pg11.htm |তারিখ=৮ নভেম্বর ২০১০ }}. ''Utah Geological Survey.''</ref>
 
শীতের শুরু ও শেষের দিকে ব্রাইন চিংড়ির চাষ স্থানীয়ভাবে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত হিসেবে গড়ে উঠেছে। গ্রেট সল্ট লেক থেকে উৎপাদিত ব্রাইন চিংড়ি বিশ্বের মোট উৎপাদিত ব্রাইন চিংড়ির ৩৫ থেকে ৪৫ শতাংশ যোগান দেয়।<ref name="Economic powerhouse"/><ref name="SLV Leap of Faith">[http://www7.nationalgeographic.com/ngm/data/2002/02/01/html/ft_20020201.5.html Salt Lake Valley’s Leap of Faith] {{ওয়েব আর্কাইভ|ইউআরএল=https://web.archive.org/web/20071011182139/http://www7.nationalgeographic.com/ngm/data/2002/02/01/html/ft_20020201.5.html |তারিখ=১১ অক্টোবর ২০০৭ }} Lisa Moore LaRoe, ''National Geographic.''</ref> ১৯৫০ এর দশকে প্রথম এ অঞ্চলে ব্রাইন চিংড়ির চাষ শুরু হয়, এগুলো তখন বাণিজ্যিকভাবে বিক্রয় করা হত। ১৯৭০ এর দশকে চিংড়ির পাশাপাশি চিংড়ির ডিমও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠে। এই ডিম প্রধানত যুক্তরাষ্ট্রের বাহিরে মাছের খাদ্য হিসেবে বিক্রয় করা হয়। বর্তমানে পূর্ব-এশিয়া ও দক্ষিণ আমেরিকাতে ব্রাইন চিংড়ির ডিম উল্লেখযোগ্য হারে বিক্রয় হয়।<ref>[http://www.wildlife.utah.gov/gsl/brineshrimp/southarm.html South Arm (Gilbert Bay)]. ''[[Utah Division of Wildlife Resources]]''.</ref> এই ডিমের মান বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে, তবে পানির লবণাক্ততা অন্যতম। পানির লবণাক্ততা ২ থেকে ৩% এর মধ্যে থাকলে সাধারণত এই ডিম প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, তবে লবণাক্ততা ১০%-এর উপরে থাকলে সর্বোচ্চ পরিমাণে ডিম উৎপাদন হয়। লবণাক্ততা কমলে ডিমের উৎপাদন বাধাগ্রস্ত হয়।<ref name="USGS shrimp"/>
 
হ্রদের উত্তরের অংশে খনিজ তেলের উপস্থিতি রয়েছে, তবে তা নিম্ন মানের বলে পরীক্ষায় প্রতীয়মান হয়েছে। অর্থনৈতিকভাবে এই তেল উত্তোলন লাভজনক নয়।<ref name="DN-Tales"/> ১৯৯৩ নাগাদ, গ্রেট সল্ট লেক থেকে প্রায় {{রূপান্তর|3000|oilbbl|m3}} অপোরিশোধিত তেল উত্তোলিত হয়েছে হ্রদের রোজেল পয়েন্ট এলাকার একটি তেল উত্তোলনকারী প্রতিষ্ঠান।<ref>Hassible & Keck, p. 20</ref> হ্রদের ৩০-৫০টি কূপ থেকে প্রায় ১০,০০০ ব্যারেল তেল উত্তোলন করেছে, তবে এটি ১৯৮০-এর পর থেকে নিষ্ক্রিয় রয়েছে। ঊনবিংশ শতকের প্রথম থেকেই এই হ্রদে তেলের উপস্থিতি মানুষের জানা ছিল। ১৯০৪ সালে প্রথম তেল উত্তোলনের প্রচেষ্টা চালানো হয়।<ref>[http://geology.utah.gov/surveynotes/geosights/rozelpoint.htm “Bubblin' Crude” at Rozel Point, Box Elder County, Utah] {{ওয়েব আর্কাইভ|ইউআরএল=https://web.archive.org/web/20110323204429/http://www.geology.utah.gov/surveynotes/geosights/rozelpoint.htm |তারিখ=২৩ মার্চ ২০১১ }}. Mark Milligan, ''Utah Geological Survey''</ref> ২০০৫ সালে পরিচালিত একটি পরিস্কার অভিযানে হ্রদের নিকটে তেল উত্তোলনকারী শিল্পকারখানার ধ্বংসাবসেস পাওয়া যায়।<ref>[http://geology.utah.gov/surveynotes/geosights/rozeljetty_revisited.htm Rozel Point and Spiral Jetty Revisited, Box Elder County, Utah]. Mark Milligan, ''Utah Geological Survey''</ref>