আলাপ:পহেলা বৈশাখ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৫৪ নং লাইন:
*** সূর্যোদয়ের সপক্ষে আমি প্রমাণ হিসেবে পঞ্চম শ্রেণীর বাংলা প্রথমপত্র বইটিকে ঊল্যেখ করবো। দয়া করে বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ (যেমন সরকারী বা বাংলা একাডেমীর প্রকাশনা) ছাড়া ''বাংলা দিনের শুরু রাত ১২টা থেকে'' এমন অযৌক্তিক ভুল তথ্য উইকিতে সন্নিবেশ না করার আহবান জানাচ্ছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ উইকি এর তথ্যকেই বর্তমানে অনেক যায়গায় রেফারেন্স হিসেবে ব্যবহার করা হচ্ছে। সুতরাং শতভাগ নিশ্চিত না হয়ে একটি আঞ্চলিক দৈনিকের প্রবন্ধ আর একটি ব্লগপোস্টকে উইকির রেফারেন্স হিসেবে গ্রহণ না করার অনুরোধ করছি।
[[ব্যবহারকারী:INobody|INobody]] ([[ব্যবহারকারী আলাপ:INobody|আলাপ]]) ২১:২৩, ১৫ জুন ২০১৫ (ইউটিসি)
:যোগ করা হয়েছে। [https://www.prothomalo.com/bangladesh/article/1589006/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A4-%E0%A7%A7%E0%A7%A8%E0%A6%9F%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AD%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%87 রাত ১২টায় না ভোরে?] দেখুন। --[[ব্যবহারকারী:আফতাবুজ্জামান|আফতাবুজ্জামান]] ([[ব্যবহারকারী আলাপ:আফতাবুজ্জামান|আলাপ]]) ০২:১৩, ১৬ এপ্রিল ২০১৯ (ইউটিসি)
"পহেলা বৈশাখ" পাতায় ফেরত যান।