উইলিয়াম কিড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
3টি উৎস উদ্ধার করা হল ও 0টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta10ehf1)
InternetArchiveBot (আলোচনা | অবদান)
1টি উৎস উদ্ধার করা হল ও 0টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta14)
১৬ নং লাইন:
ক্যাপ্টেন উইলিয়াম কিড হয় পৃথিবীর সবচেয়ে কুখ্যাত জলদস্যু ছিলেন অথবা তিনি সাম্রাজ্যবাদের ভুল সিদ্ধান্তের বলি একজন সফল প্রাইভেটিয়ার ছিলেন। তার চরিত্রের সঙ্গে আলোচিত কিংবদন্তি বা কাল্পনীক কাহিনী বাদে, তার নাম প্রমান করার জন্য এটিই যথেষ্ট যে, তিনি অতন্ত্য দক্ষ ও নিয়ম মেনে চলা একজন সৈনিক ছিলেন। কিড স্কটল্যান্ডের ড্যান্ডিতে ১৬৪৫ সালের জানুয়ারিতে জন্মগ্রহন করেন। শৈশবেই তিনি সমুদ্র বেছে নেন এবং শীঘ্রই তিনি নিজেকে একজন দক্ষ ও কঠোর পরিশ্রমী নাবিকে পরিণত করেন। উচ্চ আদালতের অ্যাডমিরালিটিতে তার জন্মসনদে ১৬৯৫ বা ১৬৯৪ এ তার বয়স ৪১ বলে ‍উল্লেখ করা হয়েছে। গবেষক ডেভিড ডবসন ১৬৫৪ সালে তার সনদ খুজে পান। তার পিতা ছিলেন ক্যাপ্টেন জন কিড যিনি সমুদ্রে হারিয়ে গিয়েছিলেন। স্থানীয় একটি প্রতিষ্ঠান তার পরিবারকে দেখাশোনা করত। দ্য পাইরেট হান্টার জীবনীতে (২০০২) রিচার্ড জ্যাক বলেন, কিড ড্যান্ডির বাসিন্দা ছিলেন। কিড গিনকের বাসিন্দা ছিলেন এই ধারণা ড. ডবসন বাতিল করে দেন। তিনি বলেন, এরকম কোন নথি পত্র খোঁজে পাওয়া যায়নি। এটাও ধারণা করা হয় যে তার পিতা চার্চ অফ স্কটল্যান্ডের মন্ত্রী ছিলেন, তবে এটিও প্রমানিত হয়নি। ঐ সময়কার গির্জার কোন নথি পত্রেই এরকম কোন তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হয় পরবর্তীতে কিড নিউ ইয়র্কে বসবাস করা শুরু করেন।<ref>{{ওয়েব উদ্ধৃতি| শিরোনাম =Pirates: William Kidd| প্রকাশক =Genealogy & Family History Achievements Heraldry and Research| ইউআরএল =http://www.achievements.co.uk/articles/william_kidd.html| সংগ্রহের-তারিখ =13 December 2007| আর্কাইভের-ইউআরএল =https://web.archive.org/web/20071217032212/http://www.achievements.co.uk/articles/william_kidd.html| আর্কাইভের-তারিখ =১৭ ডিসেম্বর ২০০৭| অকার্যকর-ইউআরএল =হ্যাঁ}}</ref><ref>{{ওয়েব উদ্ধৃতি | শিরোনাম =WELCOME TO THE ULTIMATE CAPTAIN WILLIAM KIDD WEB SITE | ইউআরএল =http://www.pfrh.supanet.com/HISTORYBODY.htm | সংগ্রহের-তারিখ =13 December 2007 | আর্কাইভের-ইউআরএল =https://web.archive.org/web/20060530014141/http://www.pfrh.supanet.com/HISTORYBODY.htm | আর্কাইভের-তারিখ =৩০ মে ২০০৬ | অকার্যকর-ইউআরএল =হ্যাঁ }}</ref> তবে এরকমও তথ্য প্রচলিত যে, তিনি নিজে তার বিখ্যাত সমুদ্রাভিযান পরিচালনার পূর্বে, প্রথম দিকে একটি জলদস্যু জাহাজে নাবিকের সহকারী হিসেবে কিছুকাল কাজ করেছেন।
 
তার জীবনের প্রথম তথ্য-উপাত্ত খোঁজে পাওয়া যায় ১৬৮৯ সালের পর থেকে, যখন তিনি ফরাসি-ইংরেজ জলদস্যু দলের একজন সদস্য যারা ক্যারিবীয় অঞ্চলে যাত্রা করেছিল। কিড ও অন্যান্য সদস্যরা বিদ্রোহ করেছিল ও জাহাজের ক্যাপ্টেনকে আটক করেছিল এবং ইংরেজ উপনিবেশ নেভিসের দিকে যাত্রা করেছিল। তখন তার জাহাজের নামও পরিবর্তন করে ব্লেজড উইলিয়াম রেখেছিলেন। কিড জাহাজের ক্যাপ্টেন হিসেবে নিয়োগ পান। মনে করা হয়, জাহাজের ক্রূরা নির্বাচনের মাধ্যমে বা নেভিস দ্বীপপুঞ্জের শাষক তাকে ক্যাপ্টেন পদে নিয়োগ দিয়েছিলেন। ক্যাপ্টেন কিড ও ব্লেজড উইলিয়াম ফরাসিদের আক্রমণ থেকে নেভিসকে রক্ষার জন্য ইংরেজদের সাথে ফরাসিদের যে যুদ্ধ হচ্ছিল তাতে যুক্ত হয়ে পরেন। তিনি ইংরেজ কমান্ডার কডরিংটনের দলে যোগ দেন। সরকার তাদের এই যুদ্ধে অংশগ্রহনের বিনিময়ে কিছু দিতে চান নি বরং তারা ফরাসিদের আক্রমণ করে তাদের কাছ থেকে পাওনা বুঝে নিতে বলেন। কিড ও তার লেকেরা ফরাসি দ্বীপ ম্যারিগ্যালান্টে আক্রমণ করে সেখানকার একমাত্র শহর ধংস্ব ও লুট করে প্রায় ২,০০০ পাউন্ড স্টার্লিং সংগ্রহ করেন। গ্র্যান্ড এলিয়েন্স যুদ্ধের সময় নিউ ইয়র্ক, ম্যাসাচুসেটস প্রদেশের এক আদেশের উপর ভিত্তি করে কিড শত্রুপক্ষের একজন প্রাইভেটিয়ারকে গ্রেফতার করেন ও কর্তব্য পালনের জন্য তিনি নিউ ইংল্যান্ড উপকূলে কমিশন লাভ করেন।<ref>{{ওয়েব উদ্ধৃতি| শিরোনাম =WILLIAM KIDD| প্রকাশক =Online Encyclopedia| ইউআরএল =http://encyclopedia.jrank.org/KHA_KRI/KIDD_WILLIAM.html| সংগ্রহের-তারিখ =13 December 2007| আর্কাইভের-ইউআরএল =https://www.webcitation.org/66dGVkHrQ?url=http://encyclopedia.jrank.org/KHA_KRI/KIDD_WILLIAM.html| আর্কাইভের-তারিখ =২ এপ্রিল ২০১২| অকার্যকর-ইউআরএল =হ্যাঁ}}</ref> এর কিছুদিন পর ক্যারিবীয়তে সফল প্রাইভেটিয়ারিং পরিচালনার জন্য তাকে £১৫০ পুরস্কার প্রদান করা হয়। এক বছর পর কুখ্যাত জলদস্যু [[ক্যাপ্টেন রবার্ট কালিফোর্ড]] ওয়েস্ট ইন্ডিজের এন্টিগোয়া থেকে তার জাহাজ চুরি করেন যখন তিনি ডাঙায় ছিলেন। ১৬৯৫ সালে ইংল্যান্ডের উইলয়াম তৃতীয় দূর্নীতিগ্রস্থ ব্যাঞ্জামিন ফ্লেচার সরকারকে রিচার্ড কোট (আর্ল অফ বেলুমন্ট) দ্বারা প্রতিস্থাপিত করেন। ব্যাঞ্জামিন ফ্লেচারের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি জলদস্যুদের কাছ থেকে একশত ডলার ঘুষ গ্রহণ করে তাদের বনিজ্য করার সুবিধা দিয়েছিলেন।<ref>{{ওয়েব উদ্ধৃতি| তারিখ =2001-05| শিরোনাম =Bellomont, Richard Coote, earl of| প্রকাশক =The Columbia Encyclopedia, Sixth Edition| ইউআরএল =http://www.bartleby.com/65/be/Bellomon.html| সংগ্রহের-তারিখ =13 December 2007| আর্কাইভের-ইউআরএল =https://web.archive.org/web/20070618070500/http://bartleby.com/65/be/Bellomon.html| আর্কাইভের-তারিখ =১৮ জুন ২০০৭| অকার্যকর-ইউআরএল =হ্যাঁ}}</ref> নিউ ইয়র্ক শহরে কিড ট্রিনিটি চার্চে সক্রিয় ছিলেন।<ref>{{ওয়েব উদ্ধৃতি| শিরোনাম =Trinity Wall Street Historical Timeline |ইউআরএল =http://www.trinitywallstreet.org/history/?timeline| সংগ্রহের-তারিখ =13 December 2007}}</ref><ref name="trinity kidd blog">{{ওয়েব উদ্ধৃতি | ইউআরএল=http://www.trinitywallstreet.org/news/blogs/the-archivists-mailbag/question-of-the-day-trinitys-very-own-pirate | শিরোনাম=Question of the Day: Trinity's Very Own Pirate? | প্রকাশক=Trinity Church | কর্ম=The Archivist's Mailbag | তারিখ=19 November 2008 | সংগ্রহের-তারিখ=18 December 2011}}</ref>
 
নিউ ইয়র্কে অবস্থানের সময় [[১৬ মে]], [[১৬৯১]] সালে কিড সারা ব্রেডলি কক্স উড নামে একজন সম্ভ্রান্ত ইংরেজ বিধবাকে বিয়ে করেন।<ref>Zacks, p. 82-83, 86.</ref>