ডন (পত্রিকা): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
InternetArchiveBot (আলোচনা | অবদান)
1টি উৎস উদ্ধার করা হল ও 0টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta14)
২৭ নং লাইন:
১৯৪১ সালে সর্বপ্রথম ''ডন'' একটি সাপ্তাহিক পত্রিকা হিসেবে দিল্লী শহরে বের হয়েছিলো। জিন্নাহর নির্দেশে এই ''ডন'' দিল্লীতে ''[[নিখিল ভারত মুসলিম লীগ]]'' এর মূল প্রকাশনামাধ্যম হিসেবে আত্মপ্রকাশ করে, ইংরেজি ভাষায় পুরো মুসলিম লীগের কণ্ঠস্বর হিসেবেও পত্রিকাটি পরিচিতি পেয়ে যায়, পাকিস্তানের জন্মের পথ ত্বরান্বিত করার জন্য একটি বার্তামাধ্যম হয়ে গিয়েছিলো এই পত্রিকাটি। জিন্নাহ এই ''ডন'' সম্বন্ধে বলেনঃ
<blockquote>
"ডন ভারতের মুসলমানদের চিত্র তুলে ধরবে এবং সর্বভারতীয় মুসলিম লীগের একটি বার্তাসংস্থা হিসেবে কাজ করবে এটি। নিখিল ভারত মুসলিম লীগের অর্থনৈতিক, শিক্ষাসংক্রান্ত, সামাজিক এবং রাজনৈতিক সংক্রান্ত সকল ধরণের খবর দেবে এই ডন।"<ref>{{cite news |author=Aqeel-uz-zafar Khan |title=Jinnah and the Muslim press |publisher=JANG Newspaper Group |url=http://www.jang.com.pk/thenews/spedition/14aug/14aug2004/default.htm#2 |deadurl=noহ্যাঁ |archiveurl=https://web.archive.org/web/20090110090314/http://www.jang.com.pk/thenews/spedition/14aug/14aug2004/default.htm#2 |archivedate=10১০ Januaryজানুয়ারি 2009২০০৯ |df=dmy |accessdate=29 July 2017 }}</ref></blockquote>
 
১৯৪৪ সালের অক্টোবর মাসে ডন দৈনিক পত্রিকায় রূপ নেয়, এটির তখনকার সম্পাদক ছিলেন পথান জোসেফ, এই বছরেই জোসেফ ডন এর চাকরি থেকে পদত্যাগ করেন [[পাকিস্তান আন্দোলন]] এর ব্যাপারে জিন্নাহ এর মতের বিরোধিতা করে। আলতাফ হোসেন নতুন সম্পাদক হিসেবে যোগ দেন এবং তিনি পাকিস্তান রাষ্ট্রের জন্মের গোঁড়া সমর্থক ছিলেন, ডন পত্রিকা তার নির্দেশে পাকিস্তান রাষ্ট্রের জন্মের জন্য জোর প্রচারণা চালাতে থাকে, [[ভারতীয় জাতীয় কংগ্রেস]] ডন পত্রিকার এহেন কর্মকাণ্ডের সমালোচনা করা শুরু করেছিলো কারণ তারা দেখছিলো যে ভারতে হিন্দু-মুসলিম বিদ্বেষ এবং সাম্প্রদায়িক দাঙ্গা হতে পারে, তাছাড়া [[লর্ড লুই মাউন্টব্যাটেন]] যিনি তৎকালীন ভারতের ভাইসরয় এবং গভর্নর জেনারেল ছিলেন ডন এর প্রচারণায় উদ্বেগ প্রকাশ করেছিলেন।