হোয়াইট হাউস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
0টি উৎস উদ্ধার করা হল ও 1টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta14)
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
২৮ নং লাইন:
|size =
}}
'''হোয়াইট হাউস''' [[মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি|মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির]] দাপ্তরিক বাসভবন। [[ওয়াশিংটন, ডি.সি.|ওয়াশিংটন, ডি.সির]] পেনসিলভানিয়া এভিনিউয়ে অবস্থিত এই বাসভবনটি [[১৭৯২]] থেকে [[১৮০০|১৮০০ সালের]] মধ্যে প্রতিষ্ঠিত হয়। [[জন অ্যাডাম্‌স|জন অ্যাডামসের]] পর থেকে যুক্তরাষ্ট্রের সকল রাষ্ট্রপতিই এই বাসভবনে ছিলেন। এই ভবনের স্থাপতি ছিলেন [[জেমস হোবান]], তিনি [[আয়ারল্যান্ড|আয়ারল্যান্ডের]] নাগরিক। [[১৮০১|১৮০১ সালে]] [[টমাস জেফারসন]] হোয়াইট হাউসে উঠলে, তিনি ভবনের সামনের দিকের অংশ প্রসারিত করেন। তিনি ভবনটির সামনে দুইটি স্তম্ভসারি তৈরি করেছিলেন<ref>{{বই উদ্ধৃতি |titleশিরোনাম=The Domestic Architecture of Benjamin Henry Latrobe |publisherপ্রকাশক=The Johns Hopkins University Press |authorলেখক=Michael W. Fazio and Patrick A. Snadon |yearবছর=2006 |pagesপাতাসমূহ=364–366}}</ref>।
 
[[১৮১৪|১৮১৪ সালে]] যুদ্ধের সময় [[ব্রিটিশ সেনাবাহিনী]] হোয়াইট হাউসকে আগুনে পুড়িয়ে ফেলে, এ সময় বাসভবনটির পুরো অভ্যন্তরের অংশ এবং বাহিরের বেশ খানিকটা অংশ ধ্বংস হয়ে যায়। প্রায় সাথে সাথেই পুনঃনির্মাণ আরম্ভ হয়। [[১৮১৭|১৮১৭ সালের]] অক্টোবরে [[জেমস মন্‌রো]] এ আংশিক নির্মিত ভবনে ওঠেন। এদিকে ভবনের নির্মাণ কার্যক্রম চলতে থাকে। [[১৮২৪|১৮২৪ সালে]] ভবনের দক্ষিণভাগের এবং [[১৮২৯|১৮২৯ সালে]] উত্তরদিকের স্তম্ভগুলো নির্মিত হয়। [[১৯০৯|১৯০৯ সালে]] প্রেসিডেন্ট [[উইলিয়াম হাওয়ার্ড ট্যাফ্‌ট্‌]] ভবনের দক্ষিণ অংশ সম্প্রসারিত করেন এবং সর্বপ্রথম [[ওভাল অফিস]] প্রতিষ্ঠা করেন। ওভাল অফিস পরবর্তিতে ভবনের সম্প্রসারণের কারণে অন্যত্র সরিয়ে নেয়া হয়। তৃতীয় তলার চিলেকোঠাটি [[১৯২৭|১৯২৭ সালে]] বাসযোগ্য করে তৈরি করা হয়। সামাজিক অনুষ্ঠানের অভ্যর্থনার জন্য ভবনটির পূর্ব দিকে একটি অংশ তৈরি করা হয়। তৈরিকৃত উভয় অংশই জেফারসনের নির্মিত স্তম্ভসারির সাথে সংযুক্ত করা হয়েছিল।
৩৫ নং লাইন:
[[File:President Kennedy and Vice President Johnson prior to ceremony.jpg|thumb|right|প্রেসিডেন্ট কেনেডি এবং ভাইস প্রেসিডেন্ট জনসন]]
 
হোয়াইট হাউসের ঐতিহাসিক চরিত্র জন্য , ট্রুম্যান সংস্কারের পর আর কোন স্থাপত্য পরিবর্তন করা হয়নি ।<ref>{{ওয়েব উদ্ধৃতি|urlইউআরএল=http://www.whitehousehistory.org/whha_timelines/timelines_architecture-04.html|titleশিরোনাম=Architecture: 1970s|accessdateসংগ্রহের-তারিখ=2008-12-07|publisherপ্রকাশক=White House Historical Association|আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20110101180146/http://www.whitehousehistory.org/whha_timelines/timelines_architecture-04.html|আর্কাইভের-তারিখ=২০১১-০১-০১|অকার্যকর-ইউআরএল=হ্যাঁ}}</ref> কেনেডির পুন:নির্বাচন থেকে প্রতি রাষ্ট্রপতি পরিবার হোয়াইট হাউসের ব্যক্তিগত অংশের কিছু পরিবর্তন করেছেন , কিন্তু হোয়াইট হাউস সংরক্ষণ কমিটি থেকে পরিবর্তনের অনুমোদন নিতে হয়েছে । হোয়াইট হাউসের ঐতিহাসিকতা বজায় রাখার জন্য , কংগ্রেস অনুমোদিত এই কমিটি প্রতিটি পরিবার - সাধারণত ফার্স্টলেডীর প্রতিনিধিত্বে কাজ করে । <ref>{{ওয়েব উদ্ধৃতি |urlইউআরএল=http://www.archives.gov/federal-register/codification/executive-order/11145.html|titleশিরোনাম=Executive Order 11145—Providing for a Curator of the White House and establishing a Committee for the Preservation of the White House|accessdateসংগ্রহের-তারিখ=2007-11-08|publisherপ্রকাশক=The U.S. National Archives and Records Administration}}</ref>
 
হোয়াইট হাউস ওয়াশিংটনে প্রথম হুইলচেয়ার - প্রবেশযোগ্য সরকারি ভবন হয়ে ওঠে যখন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এর শাসনকালে পরিবর্তন করা হয় , যিনি পক্ষাঘাতগ্রস্ত অসুস্থতার কারণে একটি হুইলচেয়ার ব্যবহার করতেন ।