সুমন কল্যাণপুর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
InternetArchiveBot (আলোচনা | অবদান)
1টি উৎস উদ্ধার করা হল ও 0টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta14)
২ নং লাইন:
'''সুমন কল্যাণপুর''' (জন্ম ২৮ জানুয়ারি ১৯৩৭) হলেন একজন ভারতীয় সংগীতশিল্পী। তিনি [[ভারত]] রাষ্ট্রের অতি শ্রদ্ধেয় নেপথ্য গায়িকাদের মধ্যে একজন স্বনমধন্য ব্যক্তি ছিলেন। তাঁর সেই সময়কালে, লতা মঙ্গেশকরের একাধিপত্যের মধ্যেও, প্রায় সমস্ত সংগীতকারের সঙ্গেই যুক্ত হয়ে গান গেয়ে স্বীকৃতি অর্জনে সফল হয়েছিলেন। অনেক মানুষ বিশ্বাস করত যে, তাঁর যা প্রতিভা, তাতে তাঁর যত দূর এগোনো উচিত ছিল, তত দূর তিনি যেতে পারেননি, যদিও তাঁর অভাবনীয় সাংগীতিক বৈশিষ্ট্য, যেগুলো একজন নেপথ্য গায়িকার কাছে খুবই প্রয়োজনীয়, সেই উচ্চাঙ্গ সংগীতের বিশদ জ্ঞান, সুরেলা কণ্ঠ এবং গলার বিস্তীর্ণ পরিসীমা ছিল।
 
সুমন কল্যাণপুরের কণ্ঠ অনেক সময়ই [[লতা মঙ্গেশকর|লতা মঙ্গেশকরে]]র মনে করে ভুল করত অনেকে।<ref>[http://indianexpress.com/article/entertainment/music/the-other-lata The Other Lata]</ref> ১৯৫৪ খ্রিস্টাব্দে তিনি কর্মজীবন শুরু করেন এবং ১৯৬০ এর দশক এবং ১৯৭০ এর দশকে তিনি ভীষণভাবে জনপ্রিয় হয়ে ওঠেন। তিনি হিন্দি ভাষা ছাড়াও মারাঠি, অসমিয়া, গুজরাতি, কন্নড়, ভোজপুরি, রাজস্থানি, বাংলা, ওডিয়া এবং পাঞ্জাবি ভাষায় গান রেকর্ড করেছিলেন।<ref>[{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=Suma Kalyapur |ইউআরএল=http://www.in.com/suman-kalyanpur/biography-262585.html Suma|সংগ্রহের-তারিখ=২৭ Kalyapur]ফেব্রুয়ারি ২০১৯ |আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20160113073038/http://www.in.com/suman-kalyanpur/biography-262585.html |আর্কাইভের-তারিখ=১৩ জানুয়ারি ২০১৬ |অকার্যকর-ইউআরএল=হ্যাঁ }}</ref> তাঁর প্রধান সময়ে তিনি জনপ্রিয় সংগীতশিল্পী বলে বিবেচিত হয়েছিলেন। তিনি মোট ৮৫৭ খানা হিন্দি গান গেয়েছেন।
 
== প্রারম্ভিক জীবন ==