ভারতীয় জনতা পার্টি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
2405:205:6291:D6B2:C954:6B85:85A8:B618-এর সম্পাদিত সংস্করণ হতে ZI Jony-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
ট্যাগ: পুনর্বহাল
ব্যাকরণ ঠিক করা হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল অ্যাপ সম্পাদনা অ্যান্ড্রয়েড অ্যাপ সম্পাদনা
৪৩ নং লাইন:
[[ভারতের সাধারণ নির্বাচন, ১৯৯৮ সালের সাধারণ নির্বাচনের]] পর বিজেপি-নেতৃত্বাধীন [[জাতীয় গণতান্ত্রিক জোট]] বা এনডিএ এক বছরের জন্য [[অটলবিহারী বাজপেয়ী|অটলবিহারী বাজপেয়ীর]] প্রধানমন্ত্রীত্বে সরকার গঠন করে। পরবর্তী নির্বাচনে এনডিএ আবার অটলবিহারী বাজপেয়ীর নেতৃত্বেই সরকার গঠন করেছিল। এই সরকার পূর্ণ সময়ের জন্য স্থায়ী হয়। এটিই ছিল ভারতের প্রথম পূর্ণ সময়ের অ-কংগ্রেসি সরকার। [[ভারতের সাধারণ নির্বাচন, ২০০৪|২০০৪ সালের সাধারণ নির্বাচনে]] এনডিএ অপ্রত্যাশিতভাবে পরাজিত হয়। এরপর দশ বছর বিজেপি ছিল ভারতের প্রধান বিরোধী দল। [[ভারতের সাধারণ নির্বাচন, ২০১৪|২০১৪ সালের সাধারণ নির্বাচনে]] [[গুজরাত|গুজরাতের]] দীর্ঘকালীন মুখ্যমন্ত্রী [[নরেন্দ্র মোদী|নরেন্দ্র মোদীর]] নেতৃত্বে বিজেপি পুনরায় বিপুল ভোটে জয়ী হয়। সেই থেকে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্বে এনডিএ সরকার ভারতে ক্ষমতাসীন রয়েছে। ২০১৫ সালের মার্চ মাসের হিসেব অনুসারে, ভারতের ১৩টি রাজ্যে এনডিএ-নেতৃত্বাধীন সরকার রয়েছে।
 
বিজেপির ঘোষিত আদর্শ হলো ‘[[একাত্ম মানবতাবাদ (ভারত)|একাত্ম মানবতাবাদ]]’। ১৯৬৫ সালে [[দীনদয়াল উপাধ্যায়]] এই মত প্রচার করেছিলেন। বিজেপি [[সামাজিক রক্ষণশীলতা|সামাজিক রক্ষণশীলতার]] প্রবক্তা এবং এই দলের বিদেশনীতিও জাতীয়তাবাদী আদর্শ-কেন্দ্রিক। বিজেপির প্রধান রাজনৈতিক ইস্যু হলো [[ধারা ৩৭০|জম্মু ও কাশ্মীর রাজ্যের বিশেষ মর্যাদার]] বিলোপ, [[অযোধ্যা|অযোধ্যায়]] [[রাম মন্দির]] গঠননির্মাণ এবং [[ভারতে অভিন্ন দেওয়ানি বিধি|অভিন্ন দেওয়ানি বিধি]] প্রবর্তন। যদিও ১৯৯৮-২০০৪ সালের এনডিএ সরকার এই বিতর্কিত ইস্যুগুলি কার্যকর করেনি। বরং বিশ্বায়ন ও সামাজিক কল্যাণের জন্য অর্থনৈতিক বৃদ্ধির স্বার্থে নব্য-উদারপন্থী অর্থনৈতিক নীতি গ্রহণ করেছিল।
 
== ইতিহাস ==