গোপীনাথ বরদলৈ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
স্পেস ডিলিট/ ধ্বংসপ্রবণ সম্পাদনা এডিট
৩৬ নং লাইন:
| footnotes =
}}
'''গোপীনাথ বরদলৈ''' ({{lang-en|Gopinath Bordoloi}}; {{lang-as|গোপীনাথ বৰদলৈ}}) [[অসম|অসমের]] প্রথম মূখ্যমন্ত্রী ও [[ভারত|ভারতের]] স্বাধীনতা সংগ্রামের একজন সক্রিয় কর্মী ছিলেন। তিনি [[মহাত্মা গান্ধী|মহাত্মা গান্ধীর]] অহিংসা নীতির সমর্থক ছিলেন। [[অসম]] ও অসমীয়া জাতির জন্য তিনি জীবন উৎসর্গ করায় অসমের তৎকালীন রাজ্যপাল জয়রাম দাস দৌলতরাম গোপীনাথকে “লোকপ্রিয়” উপাধি দিয়েছিলেন।<ref>কুড়ি শতিকার কুড়িজন বিশিষ্ট অসমীয়া, সম্পাদক-ড: প্রণতি শর্মা, অনিল শর্মা; জার্নাল এম্প’রিয়াম, ১৯৯৯</ref>
 
==জন্ম ও শৈশবকাল==
৬১ নং লাইন:
 
==মৃত্যু==
১৯৫০ সনের ১৫ আগস্ট গোপীনাথ প্রচন্ড বুক ব্যাথার অনু্ভতি করলেন ।করলেন। চিকিৎসকেরা এই রোগের উপশম করতে পারেন নাই ফলে উক্ত রাত্র ২:৪০ মিনিটে তিনি দেহত্যাগ করেন। শ্মশান যাত্রার দিন অর্ধউত্তোলিত ভারতীয় পতাকা ও ফুলের মালা দ্বারা সুসজ্জিত গাড়িতে গোপীনাথ বরদলৈয়ের মৃতদেহ বহন করা হয়। উলুধ্বনি ও হরিনাম করে শোকযাত্রা করা হয়েছিল। সহস্র জনসাধারন, অসম পুলিশ ও সশস্ত্র পুলিশ বাহিনী এই শোকযাত্রায় অংশ গ্রহণ করে গোপীনাথকে শেষবারের মত বিদায় জানায়। সম্পূর্ণ শহর প্রদক্ষিন করার পর মৃতদেহ কংগ্রেশ কার্য্যালয়ে নেওয়া হয়েছিল। অবশেষে নবগ্রহ শ্মশানে নানান রাজকীয় সন্মান প্রদর্শন করার পর মৃতদেহের অন্তিম কার্য সমাপ্ত করা হয়েছিল।
 
==ভারত রত্ন সন্মান==