অ্যাডাম স্মিথ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
Tameem Mahmud 007 (আলোচনা | অবদান)
তথ্য সম্প্রসারন
২৫ নং লাইন:
১৪ বছর বয়সে স্মিথ গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, সেখানে তিনি ফ্রান্সিস হাচিসনের (যাকে স্মিথ বলতেন "the never-to-be-forgotten") অধীনে দর্শনশাস্ত্র অধ্যয়ন করেন। তিনি গ্লাসগো বিশ্ববিদ্যালয় ওর তাঁর সহকর্মী স্কটল্যান্ডের জন স্নেল কর্তৃক চালু হওয়া বৃত্তি প্রাপ্ত প্রথম ছাত্র ছিলেন। এই গ্লাসগো বিশ্ববিদ্যালয়েই অধ্যাপনাকালীন সময়ে তিনি "The Theory of Moral Sentiments" রচনা করেন। পরবরতী জীবনে তিনি সমগ্র ইউরোপ পরিভ্রমণ করেন এবং এসময়ে তিনি তৎকালীন সময়ের বুদ্ধিজীবী নেতাদের সান্নিধ্য লাভ করেন। স্মিথ তাঁর নিজের সময়ে বিতর্কিত ছিলেন। তাঁর সাধারণ লিখন পদ্ধতি ও শৈলীর কারণে তিনি প্রায়ই উইলিয়াম হোগার্থ ({{lang-en|William Hogarth}}) ও জোনাথন সুইফট ({{lang-en|Jonathan Swift}}) কর্তৃক সমালোচিত হয়েছেন। তবে, ২০০৫ সালে অ্যাডাম স্মিথ রচিত "The Wealth of Nations" বইটি সর্বকালের সেরা ১০০ স্কটিশ বইয়ের তালিকায় স্থান পায়। বলা হয়ে থাকে,সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার ({{lang-en|Margaret Thatcher}}) স্মিথের লিখা এই বই সর্বদা হাত ব্যাগে বহন করতেন।
 
== জীবনবিত্তান্ত ==
{{সামাজিক ও রাজনৈতিক দর্শন}}
'''প্রাথমিক জীবনঃ''' এডামের জন্ম ফিফের কিরক্যালডি নামক স্থানে। তার বাবার নামও ছিল এডাম স্মিথ যিনি স্কটিশ সিনেটের একজন লেখক উকিল এবং অভিশংসক ছিলেন। এছাড়াও তিনি কিরক্যালডির শুল্ক বিভাগের নিয়ামক ছিলেন।<ref name=":0">{{বই উদ্ধৃতি|শিরোনাম=লাইফ অফ এডাম স্মিথ|শেষাংশ=|প্রথমাংশ=|বছর=১৮৯৫|প্রকাশক=Rae, John|অবস্থান=London & New York: Macmillan.|পাতাসমূহ=১|আইএসবিএন=ISBN 0-393-06121-3.}}</ref> ১৭২০সালে তিনি মার্গারেট ডগলাসকে বিবাহ করেন যে জমিদার রবার্ট ডগলাসের কন্যা ছিলেন। তার বয়স যখন ২ মাস তখন তার বাবা মারা যান তার মা কে রেখে।<ref>{{বই উদ্ধৃতি|শিরোনাম=বাসিং বাকস, ইনফ্লুয়েনশিয়াল ইকোনোমিক্স।|শেষাংশ=|প্রথমাংশ=|বছর=|প্রকাশক=দ্যা অলিভার প্রেস|অবস্থান=|পাতাসমূহ=৩৮-৩৯|আইএসবিএন=ISBN 1-881508-72-2.}}</ref> তার ধর্ম শিক্ষা হয় কিরক্যালডির চার্চ অফ স্কটল্যান্ডে ৫ই জুন ১৭২৩ সালে<ref>{{বই উদ্ধৃতি|শিরোনাম=বুচান জেমস, দ্যা অথেন্টিক এডাম স্মিথ, হিজ লাইফ এন্ড আইডিয়া|শেষাংশ=|প্রথমাংশ=|বছর=২০০৬|প্রকাশক=নরটন এন্ড কোম্পানি|অবস্থান=|পাতাসমূহ=১২|আইএসবিএন=ISBN 0-393-06121-3.}}</ref> এবং এই সালকেই সবসময় তার জন্মসাল হিসেবে মনে করা হয়।<ref name=":0" />{{সামাজিক ও রাজনৈতিক দর্শন}}
{{অসম্পূর্ণ-জীবনী}}