গিল ল্যাংলি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
তথ্যছক সংযুক্তিকরণ!
Suvray (আলোচনা | অবদান)
শৈশবকাল - অনুচ্ছেদ সৃষ্টি!
৪১ নং লাইন:
| country = অস্ট্রেলিয়া
| testdebutfor =
| testdebutagainst = ওয়েস্ট ইন্ডিজ
| testcap = ১৮৯
| testdebutdate = ৯ নভেম্বর
| testdebutyear = ১৯৫১
| lasttestdate = ২ নভেম্বর
| lasttestfor =
| lasttestagainst = ভারত
| lasttestyear = ১৯৫৬
| source = http://content-aus.cricinfo.com/ci/content/player/6258.html ইএসপিএনক্রিকইনফো.কম
৫৪ ⟶ ৫৫ নং লাইন:
 
'''গিলবার্ট রোচ অ্যান্ড্রুজ গিল ল্যাংলি''', এএম ({{lang-en|Gil Langley}}; [[জন্ম]]: [[১৪ সেপ্টেম্বর]], [[১৯১৯]] - [[মৃত্যু]]: [[১৪ মে]], [[২০০১]]) দক্ষিণ অস্ট্রেলিয়ার উত্তর অ্যাডিলেডে জন্মগ্রহণকারী বিখ্যাত অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেট তারকা ছিলেন। [[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল|অস্ট্রেলিয়া ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৫১ থেকে ১৯৫৬ সময়কালে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন। ঘরোয়া প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে সাউথ অস্ট্রেলিয়া দলের প্রতিনিধিত্ব করেছেন '''গিল ল্যাংলি'''। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন।
 
একাধারে তিনি টেস্ট ক্রিকেটার, অস্ট্রেলীয় রুলস ফুটবলার ও সংসদ সদস্যের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ১৯৭৭ থেকে ১৯৭৯ সময়কালে [[Don Dunstan|ডন ডানস্ট্যানের]] নেতৃত্বাধীন শ্রমিক সরকারের দক্ষিণ অস্ট্রেলীয় আইনসভার স্পিকারের দায়িত্ব পালন করেছিলেন।
 
== শৈশবকাল ==
সরকারী বিদ্যালয়ে পড়াশোনা করেছেন গিল ল্যাংলি। ইলেকট্রিশিয়ান হিসেবেও শিক্ষানবিশ ছিলেন। কিশোর অবস্থাতেই সর্বক্রীড়ায় পারদর্শী হয়ে উঠেন। [[ক্রিকেট]] ও [[Australian rules football|অস্ট্রেলীয় রুলস ফুটবলে]] দক্ষতা দেখান। সাবেক টেস্ট ক্রিকেটার ও শীর্ষস্থানীয় ফুটবলার [[ভিক রিচার্ডসন|ভিক রিচার্ডসনের]] কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ হয় তাঁর।<ref name="obit">{{cite news|url=https://www.telegraph.co.uk/news/obituaries/1330472/Gil-Langley.html|title=Obituaries: Gil Langley|date=17 May 2001 | location=London|work=The Daily Telegraph}}</ref>
 
১৯৩৯ সালে সাউথ অস্ট্রেলিয়ান ন্যাশনাল ফুটবলে লীগে (এসএএনএফএল) স্টার্ট ক্লাবের পক্ষে রোভার হিসেবে অভিষেক পর্ব সম্পন্ন হয় গিল ল্যাংলি’র। এরপর থেকে ১৬৩ খেলায় অংশ নিয়ে ৩৪১ গোল করেন। ১৯৪৫ ও ১৯৪৭ সালে ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন। এ পর্যায়ে ১৯৪৫ ও ১৯৪৬ সালে [[Sturt Football Club|স্টার্টের]] সেরা ও পরিচ্ছন্ন খেলোয়াড়ের [[পুরস্কার]] লাভ করেছিলেন তিনি।
 
[[দ্বিতীয় বিশ্বযুদ্ধ]] চলাকালীন এসেনডন ফুটবলে ক্লাবের পক্ষে ভিক্টোরিয়ান ফুটবলে লীগে (ভিএফএল) চারটি খেলায় অংশগ্রহণ করেছিলেন তিনি।<ref name="obit"/> তন্মধ্যে, ১৯৪৩ সালের ভিএফএল গ্র্যান্ড ফাইনালেও তাঁর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। ১৯৫০ মৌসুমে শেষে ফুটবল খেলা থেকে অবসর গ্রহণ করেন গিল ল্যাংলি।
 
== তথ্যসূত্র ==